New Bengali Poetry | কবিতাগুচ্ছ | গোবিন্দ মোদক | 2023

Sharing Is Caring:

কথা ছিলো – গোবিন্দ মোদক

কথা ছিলো আমি আগে নেমে যাবো
তারপরে তুমি
কথা ছিলো রাত্রি হলে নেমে আসবো
তোমার জানালায়
বিনিময় করতে দু’টো ভাব-ভালোবাসা
আর তুমি কোনও জবাব না দিয়ে
এক মনে বুনে যাবে উল-কাঁটা
কথা ছিলো, কিন্তু অবকাশ ছিল না।

কথা ছিলো জল জুড়িয়ে গেলে
আমরা আর কবিতা লিখবো না
তুমি বিছানায় চিৎ সাঁতার দেবে
আর আমি সূর্যাস্তের ঈগল হবো
নির্জন বোঝাপড়া হবে
শুধুমাত্র ইঙ্গিতে অথবা নৈঽশব্দে।

কিন্তু তেমন করে কেউ আমরা
পেতে রাখিনি পায়ে চলা পথ
তাই আমরা কেউ কথা রাখলাম না
অথচ কথা ছিলো
আমি আগেই নেমে যাবো, তারপরে তুমি।

ঈশ্বর ও পাশা – গোবিন্দ মোদক

ঈশ্বর পাশা খেলা জানতেন না
যদি জানতেন তবে আরও তিন প্রস্থ
মহাভারত লেখা হতো।

ঈশ্বর পাশা খেলা জানেন না
যদি জানতেন তবে কোনও সাদা আলো
সাত রঙে ভেঙে যেতো না।

ঈশ্বর পাশা খেলা শেখেননি
তাই আজও আছে পাপবোধ,
আছে অনুশোচনা …
অথচ যুগ বলছে —
ঈশ্বর পাশা খেলা সম্যক জানতেন
সেই জন্য আজও পুরুষ খুঁজে ফেরে রমণী।

এসো, ফুল হই – গোবিন্দ মোদক

আমি চলে গেলে
একটা অস্তিত্বের অবসান ঘটবে
এ ভাবনা আমাকে প্রতিনিয়ত তাড়িত করে।
মুকুলিত হচ্ছে কুঁড়ি
অথবা ফুটে উঠছে ফুল
চিরন্তন এ দৃশ্যের পেছনে লুকিয়ে আছে
এক অমোঘ সত্য
এ কথা ভেবে মন বিষাদগ্রস্ত হয়।
জানি ফুল একদিন ঝরে যাবে।
হায়! তবু ভালবেসে ফুল ফোটাতে
গাছের কখনও ভুল হয়ে যায় না।
ফুল ফোটে, তার নিজের খুশি
আর জনের মধ্যে ছড়িয়ে দেবার জন্য।
এসো, ফুল হই;
জীবনে অন্তত একবারও চেষ্টা করি
ফুল হবার জন্য।

আহাম্মকের চার – গোবিন্দ মোদক

নারী শরীর তৈরি করবার আগে
ঈশ্বর সম্পূর্ণ প্রকৃত ছিলেন
এ কথা যারা বলে
তারা চতুর্থ শ্রেণীর আহাম্মক।
নারীর অঙ্গ-প্রত্যঙ্গ নির্মাণ করবার আগে
ঈশ্বর তাঁর শ্রেষ্ঠ জ্ঞানকে কাজে লাগিয়েছিলেন
এ কথা যারা বিশ্বাস করে
তারা তৃতীয় শ্রেণীর আহাম্মক।
নারীর মধুকোষ তৈরির আগে
ঈশ্বর সম্পূর্ণ নিরপেক্ষ ছিলেন
এ কথা যারা মনে করে
তারা দ্বিতীয় শ্রেণীর আহাম্মক।
নারীর হৃদয়ের সংস্থাপনে ঈশ্বর তাঁর
ঐশ্বরিক ক্ষমতা আরোপ করেছিলেন
— এ কথা যারা ভাবে
তারা প্রথম শ্রেণীর আহাম্মক।
কেন না নারীর হৃদয়ের রহস্য
ঈশ্বরের অজানা।

নতজানু – গোবিন্দ মোদক

আমি প্রতিদিন নত হই
ঈষৎ অনুন্নত এই উপত্যকার কাছে;
জীবনের গান গেয়ে বার বার
ফিরে আসে যে পাখিসকল
আমি প্রতিদিন তাদের প্রণাম জানাই;
আমি জল ঢালি সমূহ গাছের পাদমূলে
সুগন্ধি ফুল পাবার আশায়;
আমি লঘু পায়ে হেঁটে
পৌঁছে যাই শানুপ্রদেশে
অযাচিতভাবে অনাবিল হাসি
উপহার দেয় যে মরুবালক
আমি তাকে ধন্যবাদ দিই;
একজন প্রাক্য মানুষ
যখন আমাকে আশীর্বাদ করেন
আমি মুহূর্তে তাঁর কাছে নতজানু হই;
তবু জানি পৃথিবীর সমূহ ঘাস
এগিয়ে আছে কয়েক কদম
আমার প্রকৃতির চেয়ে।
হে সূর্যদেবতা!
আমাকে আরও আলো দাও
যেন আমি সবুজতর হয়ে উঠতে পারি।

যখন কালবেলা – গোবিন্দ মোদক [Bengali Poetry]

পালকের মতো ভেসে যাচ্ছে স্থূল মন
রসেতে … রসান্তরে …
স্থান কাল জুড়ে অন্য এক ভুবন
ভুবন জুড়ে পেতে রেখেছে যে নীল শাড়ি
তার সমান্তরাল রেখাগুলোকে
ছুঁয়ে যাচ্ছে কে বা কারা যেন!
ত্রিভুজ চতুর্ভুজ জ্যামিতিক সব নকশাগুলো
লণ্ঠন হাতে পেরিয়ে যাচ্ছে কালবেলা
যুদ্ধের মৌতাজ শেষে
এখন অখণ্ড সময়ের প্রহরী
প্রহর গুনছে মাটিতে জানু পেতে
স্! স্! স্!
এসময় কোনও কথা বলা অনুচিত
বরং এসো —
কিছুটা নেশা পান করা যাক এসময়!

Bengali Poetry

কবি সম্মেলন – গোবিন্দ মোদক

কবি সম্মেলন চলছে
কবিতা পাঠ … পর্যালোচনা …
মঞ্চে আলোকিত মহাপ্রাণবৃন্দ
টুকরা আলোচনায়
ও মুঠোফোনের বাক্যালাপেই
ততোধিক ব্যস্ত
মঞ্চের সম্মুখে ইতস্ততঃ ছড়িয়ে থাকা
গুটিকয় কবি, কিছু নিন্দুকের দল
কিছু প্রার্থী, কিছু আঁতেল
মঞ্চে কবির দুরু দুরু বুক
মগ্নতা ডেকে আনে
আশেপাশে পরস্পর বাক্যালাপ
কুশল বিনিময়ের পালা চলতেই থাকে
অন্যমনস্ক ঘড়ি বেজে ওঠে বারবার
আমি পাঠগৃহের জানলা দিয়ে
বাইরে চোখ লাগাই —
কৃষ্ণচূড়া গাছটার লম্বা ডাল দিয়ে
দ্রুত চলে যেতে যেতে থমকে দাঁড়িয়েছে
একটা ছবির মত কাঠবিড়ালি;
ভাগ্যিস ওদের কোনো কবি সম্মেলন নেই!

মাটির কাছাকাছি – গোবিন্দ মোদক

বেশ চলছিলাম পথে
কিন্তু সমস্যাটা বাধল
যখন তুমি বলে উঠলে
চলবার পথটা সোজা
অথবা আমি সোজাসুজি চলেছি
— কোনটা সত্যি?
সত্যিই এ আমি কখনও ভেবে দেখিনি
কিন্তু আমি নিশ্চিত জানি
অতিকায় একটা পথ ধরে হাঁটতে হাঁটতে
আমি চতুষ্পদ থেকে
দ্বিপদ প্রাণীতে পরিণত হয়েছি
যদিও দুই কানে
আর শরীরের নানাবিধ অংশে
গজিয়ে আছে বেশ কিছু লোম
তবুও আমি দু-একটি কথা বলতে জানি
কবিতার সব মানে না বুঝলেও
ফুলকে খাদ্য হিসেবে ভাবি না
কিংবা ঘাসের ডগায়
শিশির কণা জমলে
আমি মাটির ঘ্রাণ পাই
কেন না আমি মাটির পথ দিয়েই হাঁটি
কোনও শূন্য পথ দিয়ে নয়।

ছড়া চাই, ছড়া! – গোবিন্দ মোদক

যখন কবিতা সাথী হতে চায় না
ধরা দেয় না ভাবনার চেনা পরিসরে
তখন ছড়া লিখি
অন্ত্যমিল রেখে ছন্দে টেনে আনি শিশু-সুর
বকুলকথা আর সহজাত-ছাঁদ
চেনা বিষয় অজানা হয়ে দোলা দেয়
উচ্চারণের পাতায় পাতায়
টুনটুনি কিংবা রাজামশাইয়ের গল্প
বিড়াল কিংবা বেগুন ক্ষেতের ঘটনা
উল্টো দেশের সোজা মন্ত্রী
সবই ধরা দেয় ছড়ার ঝুলিতে
সন্ধ্যা প্রদীপ নিভু নিভু হয়ে আসে
তবুও মায়ের কোলের ছড়াটা
বড়ো ওম্ ছড়িয়ে বসে
ছাড়তে মন চায় না
দুপুরের ভাতঘুম ঘুঘু ডাকা ছড়ায় মিশে
অকারণ প্রজাপতি ওড়ায় ফুলে ফুলে
সকালে সুগন্ধ আসে পাপড়ি-ফুলের ছড়ায়
আয় আঁটুল বাঁটুল —
শামলা শাঁটুলকে ডেকে আনি
এবার ছড়া-ছড়া খেলা হবে
অথবা খেলা-খেলা ছড়া!

ভাবনার সীমারেখা – গোবিন্দ মোদক

ভাবনার কোনও সীমারেখা নেই বলে
কিছুই ভাববো না
এমনটা কোনওদিন ভাবিনি।
বরং আহ্বান করেছি
অনাহূত রবাহূত ভাবনাদেরকে।
সাদা সাদা ফুলের জলসায়
যা ভেবেছি
তা রঙিন করে নিয়েছি প্রজাপতি ওড়ায়
সে রঙ মিশে গেছে দূরে দিকচক্রবালে
মিশে গেছে রামধনুর বর্ণালীর বর্ণচ্ছটায়
কিংবা অস্তরাগের মেদুর লালিমায়।
কাজেই —
ভাবনার কোনও সীমারেখা নেই বলে
কিছুই ভাববো না
এমনটা কোনওদিন ভাবিনি।

Bengali Poetry

শর্তভঙ্গ – গোবিন্দ মোদক

মুখোমুখি কথা বলতে বলতে
যখন অনেকটা সহজ হয়ে এসেছে সবকিছু
তখনই তুমি আড়াল চাইলে;
চায়ের উষ্ণতার সব শর্ত ভেঙে
দেখিয়ে দিলে ব্লাকবোর্ডের অন্ধকার।
তোমার বুকপকেটে জমিয়ে রাখা
সব প্রতিহিংসা বের হয়ে এলো লাফ দিয়ে;
তারপর এক পা .. দু পা .. করে
এগিয়ে আসতে লাগলো
ঠিক আমারই দিকে!
আহঃ! চিৎকার করার আগেই
ফিরে এল আমার চেতনা।
অথচ কি আশ্চর্য!
দু‘হাতের সাঁড়াশি আক্রমণে
তাকে পর্যুদস্ত করতে পারবো জেনেও
আমি এক এক পা পিছিয়ে যেতে লাগলাম।
আমার শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সংগতি রেখে
পিছনের দেওয়ালটাও
এগিয়ে আসতে লাগলো একটু একটু করে!
তারপর আর কিছু মনে নেই।
জ্ঞান ফিরতে দেখি –
নিভৃত অন্ধকারে খোয়া গেছে
আমার সমূহ একাকীত্ব।

ফুল ফোটার ইতিকথা – গোবিন্দ মোদক

সব ফুল তেমনভাবে ফোটে না
তবু কুঁড়ি-গর্ভের ঘুম পেরিয়ে
হাই তুলে আধবোজা চোখে
দেখতে চেষ্টা করে –
সূর্য ওঠার সময়কাল
তারপর বাতাসকে ছুঁয়ে
আহ্বান করে পরাগমিলন।
মাটির বুকে যতো আশা
সব প্রস্ফুটিত হয় ফুলে-ফলে,
তবু মন বাড়ালেও
সব সময় মন পাওয়া যায় না;
কেন না সব ফুল
তেমনভাবে ফোটে না।

সীমারেখা – গোবিন্দ মোদক

এমন একটা সীমারেখা থাকে
তারপর আর যেতে নেই।
বরং অন্তরের ঐশ্বর্য সাবধানে ঢেকে
ফিরে আসতে হয় গণ্ডিসীমায়
যেমনভাবে ছোঁয়াছুঁয়ির বাছবিচার
করতে হয় কাঁচকে
নইলে তারই অস্তিত্বের সংকট
তাই দূরত্ব সাজায় অকপটভাবে।

আবার জলও যেমন সব সময় তরল নয়
কিছুটা কঠিন এবং কিছুটা বাষ্পীয়ও বটে
তেমনই তোমার চলনপথের অক্ষরেখা এঁকো
কঠিনে-তরলে কিংবা অদৃশ্য দাবীরেখায়;
মনে রেখো আগুন ছাড়া মনেরও আছে
অসম্ভব রকমের দাহিকাশক্তি।

সহাবস্থান! – গোবিন্দ মোদক

পাশাপাশি দুটি ঘর
মাঝখানের দরজাটা খোলাই আছে।
অথচ না আমি যাচ্ছি পূবের ঘরে
না তুমি আসছো পশ্চিমে।
একই ছাদ হাতছানি দিচ্ছে …
সুবাতাস ভাগ করে নিতে
আহ্বান জানাচ্ছে মরমী আলো,
অথচ একটা অদৃশ্য যতিচিহ্ন
দু‘ঘরের মাঝে ঝুলে আছে
নিরালম্ব শূন্যতায়;
তুমি আমাকে আড়চোখে দেখছ
আমিও তেমনি তোমাকে,
অথচ পূব বা পশ্চিমের
অবস্থানগত কোনও পরিবর্তন ঘটছে না।
এসো, অসম্ভব রকমের একটা বাজি ধরি।

অসুখ-বিসুখ – গোবিন্দ মোদক

প্রকৃতপক্ষেই আমার তেমন কোনও
অসুখ ছিল না।
অথচ ডাক্তার এসে নাড়ি টিপে,
চোখের পাতা টেনে, জিভ দেখে
বলে গেল বেদবাক্য –
চিনি দুর্মূল্য হোক, মায় পাকাফলও,
দু‘বেলা কমে যাক দু’হাতা ভাত,
পাঁঠার মাংস থাক অভিধানে লেখা,
তেল চর্বি মাখন হোক বিষতুল্য।
আহ্! ডাক্তাররা দ্বিতীয় ঈশ্বর!
দ্বিতীয় ঈশ্বরের নির্দেশে
আজ আমি অসুখ বাঁধিয়েছি;
অথচ কালও ছিলো না
আমার তেমন কোনও অসুখ।

গোবিন্দ মোদক | Gobinda Modak

Emblem of Ramakrishna Mission | রামকৃষ্ণ মিশনের প্রতীকের অর্থ | নক্‌শা ও তাৎপর্য | 2023

Fathers Day History | পিতৃ দিবসের ইতিহাস ও বাঙালি আবেগ | 2023

Bengali Story 2023 | সন্ধ্যে নামার আগে | গল্প ২০২৩

Top Bengali Article 2022 | বসন্ত উৎসব | প্রবন্ধ ২০২২

শর্তভঙ্গ | ফুল ফোটার ইতিকথা | সীমারেখা | সহাবস্থান | অসুখ-বিসুখ | চুক্তির শর্তভঙ্গ | ফুল ফোটানো গাছপালা | গোলাপ ফুলের বিভিন্ন অংশ | গোলাপ ফুলের ব্যবহার | পদ্ম ফুলের বীজ | গোলাপ ফুলের বৈশিষ্ট্য | পদ্ম ফুলের নাম | সাদা পদ্ম ফুলের ছবি | পদ্ম ফুলের বিজ্ঞানসম্মত নাম | বিভিন্ন দেশের সীমারেখা | বাংলাদেশের সীমারেখা | সীমারেখা সিরিয়াল | সীমারেখা কাকে বলে | আন্তর্জাতিক সীমারেখা কি | সীমারেখা মনে রাখার কৌশল | শান্তিপূর্ণ সহাবস্থান | ধর্মীয় সহাবস্থান | শীতের অসুখ-বিসুখ | বিরল অসুখ-বিসুখ | বর্ষায় যত অসুখ-বিসুখ | রক্তের অসুখ বিসুখ | বাচ্চাকালের অসুখ-বিসুখ | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

bee poem | poem about self love | story poem | poetry angel | narrative bengali poetry examples | poetry reading near me | prose bengali poetry examples | elegy poem | bengali poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | bengali poetry about life and love | elizabeth bishop poems | bengali poetry about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line bengali poetry | inspirational bengali poetry quotes | bengali poetry about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google bengali poetry | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder | Shabdodweep Magazine | Shabdodweep

Leave a Comment