Top Best Bengali Poetry 2023 | বন্দনা পাত্র | কবিতাগুচ্ছ

Sharing Is Caring:

বন্দনা পাত্র – সূচিপত্র [Bengali Poetry]

অন্য বর্ষা – বন্দনা পাত্র

বর্ষা এল শ্রাবণ জলে দীঘির পারে
এই দীঘি এক গল্প লেখা সাগর ধারে,
ঢেউ নেই কি দীঘির জলে…?
মাছ ধরেছ সাগর জলে বর্ষা এলে?
জাল ফেলে কি দেখেছিলে
লুকিয়েছিল শ্রাবণ কেমন চোখের তলে?
জল থৈ থৈ গল্প লেখা দিস্তা খাতায়
বর্ষা এমন সহজ হল চোখের পাতায়।
আমি দেখি শ্রাবণ আকাশ
মেঘ ধরেছে জমজমাটি বাদল বাতাস
সাগর ধারে দাঁড়িয়ে আমি এমনি উদাস,
বর্ষা এল অন্য ভাবে অনুভবে
সাঁতার জলে জল পড়ল আকাশ থেকে
অনুভব থমকে গেল তখন থেকেই এই ভেবে
সাগর জলে ডুব দিল কে….?

টুকরো মেঘে – বন্দনা পাত্র

একখানি মেঘ ভাসছে কেমন
আকাশ বুকে যেমন তেমন
পূব হাওয়া যে দোল খেয়েছে
কদম ডালে কদম গাছে…,
একটুখানি মেঘ এনেছি
আকাশ থেকে জল এনেছি
টুকরো মেঘের খেলাঘরে
শ্রাবণ শুধু জলের ঘরে
এমন দিনে দূত হয় যে
মেঘরাজের ঐ টুকরো মেঘে
কেমন করে জানব বলো
মেঘদূতের ঐ নৌকাখানি টলোমলো?

মেঘের ঘর – বন্দনা পাত্র

আষাঢ়ের দোষ দেখেছ আষাঢ় মাসে?
শ্রাবণ আকাশ দুভাগ হল শ্রাবণ মাসে।
ভাদ্র মাসেও মেঘ দেখেছ দূর আকাশে
আনন্দ কি পেয়েছ মেঘ-পুরুষে..
নারী-মেঘের ঘর দেখেছ শ্রাবণ আকাশে?
শ্রাবণী সেই ঘর বাঁধা মেঘ
মাঝে মাঝেই দারুণ বেগ…
শাওনের দোষ কি বলো..?
আটচালাতে বৃষ্টি গুলো
ফটফট শব্দ করে আকাশ ভাঙে
মেঘের ঘরের আগল খুলে
ভাদর মেঘের গল্প বলে…..।

ঢেউ আসে – বন্দনা পাত্র

সবদিক বালুময় চোখ যায়
একটা একটা ঢেউ আসে
সব নিয়ে ফিরে যায়…
জোয়ার এলে নিয়ে যায়
ঢেউ এসে দিয়ে যায়…
জীবন যখন আছড়ে পড়ে
বালুকণা হাতে আসে পরে
সেখানেই অভ্র চিকচিক করে।
ঢেউ জল ঐখানেই আসে
তারপরে, ফিকফিক হাসে…
মাছ হোক বা মুক্ত
সব কিছুই জলের ভিতরে।

মেঘ দেখেছি – বন্দনা পাত্র

মনের ঘরে মেঘ দেখেছি ও কদম ফুল
আকাশ থেকে অল্প মেঘের নক্সা-দুল
সাজিয়ে দেব তোর পরাগ রেণুর গায়
দেখবি তখন তোর কদম তলায়
মেঘজলেতে আঁচড় কেটে নক্সা এঁকেছি
কদম রেণু ঝরল যখন মেঘ দেখেছি।

গোধূলি আকাশ মেঘ মিলিয়ে রঙ ঢেলেছে
কদমের সুবাস নিয়ে সাতরঙা রঙ ফেলেছে।
শ্রাবণ আকাশ দেখল এবার কেমন যেন মেঘ
কদম গাছে বাতাস দোলে পাতার নীচে জল
টুপ করে সে নক্সা আঁকে গাছের তলে
রামধনু আর ঐ আকাশে থাকে না তো মেঘ
মাছরাঙা ঐ তাকিয়ে থাকে পুকুর জলে
মাছের রাজা ভীষণ চালাক গভীর জলে…

মেঘ দেখেছি পূব আকাশে দুপুর বেলা
এখন কেন কদম বলে চল খেলব খেলা?

ফাগ-ফুল আর চৈতী-চাঁদ – বন্দনা পাত্র [Bengali Poetry]

আয় ছুটে আয় পারুল শ্যামল রঙের আঙিনায়
বসন্তে আজ ফাগুন ফাগুন কৃষ্ণচূড়া বাঁশি বাজায়
আবীর নিয়ে আয় রে তোরা পলাশ গাছের তলায়,
ফাগুন আগুন বিদ্রোহ করে প্রেম দিয়ে যায়—
দখিন দুয়ার খুলে মন মাতে যে রঙের খেলায়।

আজ মধুকর আমোদ করে নানান রঙিন ফুলে
দখিন হাওয়া মাতাল হয়ে প্রেমের কথা বলে-
ফাগ রঙেতে মন ভেসে যায় অনুরাগের ঢঙে
ফাগুয়ার পলাশ শিমুল আলটুসি এক সঙে।

উৎসবেতে সোহাগ ছোঁয়ায় আকাশ নয়ন মেলে
এক বসন্ত জীবন রাঙায় হাজার হাজার ফুলে,
কার সাথে কার যুদ্ধ হল অশোক পলাশ ভুলে
আবীরে আর লাল হলুদ সব নানা রঙিন ফুলে।

চৈতী আকাশ নিজের চাঁদের জোছনা মাখে—
বসন্তোৎসবে মাতোয়ারা ফুল পারুলে চাঁদ দ্যাখে।

ফাগ-জোছনা – বন্দনা পাত্র [Bengali Poetry]

শিমুল শিমুল রঙের খেলা
বাতাসে দখিন দুয়ার খোলা
মধুকর যেন আত্মভোলা—
বসন্তে দূর আকাশ খোলা।
বাসন্তী তোর পলাশ মালা
রঙ আকাশে আবীর দোলা।

ফাগ মাখা সোহাগ ছোঁয়া
মাতাল হল দখিন হাওয়া
কৃষ্ণচূড়ায় আকাশ ধোয়া
এ কেমন বসন্ত হাওয়া!
ফাগুন আগুন কথা দেওয়া
চাঁদ ফুলেরা চৈতী কায়া।

জোছনা খেলে আকাশ চাঁদে
প্রেমিক যুগল রাতের আমোদে,
মাতাল হল মহুয়ার মদে –
রাত দুপুরে ফাগুয়ার ফাঁদে।

যাত্রী – বন্দনা পাত্র [Bengali Poetry]

আকাশ পারে অনেক দূরে তারার মাঝে
আবছা আলো যায় দেখা ঐ সন্ধ্যা সাঁঝে,
আকাশে চাঁদের কোলে ক্লান্ত হয়ে তারারা
মিটমিটে চোখ আগুন জ্বালে কেমন পারা।
নিশীথিনী কল্পনাতে যাত্রী মন যাত্রী হল—
বলছে শুধুই ওগো আকাশ দোর খোলো…
পানসি-তারা আনল বয়ে চাঁদের কাছে
চলেই এলাম মন যানেতে বাতাস পিছে,
ধূসর প্রেমের প্রথম আকাশ মেঘ করে যায়
চাঁদ তারারা ঘুমিয়ে পড়ে আকাশ মেঘলায়…
অদেখা সেই অপূর্ণ চাঁদ ক্ষীণ আলোতে
মন বলে যায় উড়ব এবার তোর সাথেতে।

সেই ছোট্ট গাঁ – বন্দনা পাত্র [Bengali Poetry]

আমি সেই ছোট্ট গাঁয়ে
আবার ফিরে যাব-
শিউলি তলায় পল্লীবালি হয়ে
ফুল কুড়াব হাজার শ’য়ে শ’য়ে ।

সেই গাঁয়েরই নদের ধার
ডাকছে আমায় আর একবার
সরষে ফুলের রঙ হলুদে
ওড়না ওড়াই খুব আনন্দে ।

আকাশ-কুসুম কল্পনা সেই মেয়েবেলার
এখন কেন উঠল জেগে আবার—?
বর্ষা-মনে শরৎ কেন ভাসে মনে
বিকেল হলে গ্রাম্য-কথা হৃদ গগনে।

বহমান নদের চরে পলি মাটি
ধান সবুজে সে বেলা করল খাঁটি,
মন জানলা শিশির খোঁজে
ঘাসের উপর সবুজ সবুজ।

আমি সেই ছোট্ট গাঁয়ের রূপে
বেশ তো ছিলাম কুসুম সুখে-
এক ঝলকে প্লাবন এলো ঘরে
স্রোতের বেগে টানলো আমায় এই পারে।।

তোমার বাড়ি যাব – বন্দনা পাত্র [Bengali Poetry]

মেঘ তুমি কেমন করে চলো…
তুমি কি ঐ আকাশে সদাই ঘোরো?
আমি তোমার বাড়ি যাবো…
যেথা তোমার সাদা ডানা মেলো।
গোত্র কি তোমার?সাদা কালো,
ও মেঘ তুমি কোথা থেকে আসো?
আমি তোমার বাড়ি যাবো….।
তোমার দিলখোলা ওড়না মেলা
পেঁজা তুলোর সাথে
তোমার বাড়ি যাবো….।

তোমার কাজল কালো কথার মাঝে
ঝমঝমিয়ে ঝরো,
তখন আমি ভাবি ঐ বুঝি তোমার
ঘরটি গেল ভেসে—!
আসমানি মেঘ আসমানেতে লাজে
মুখ লুকিয়ে কেমন যেন ঝরো,
ধামার তালে দমকা হাওয়ায়
টুপ টুপ্ টুপুস করে পড়ো।
চমকে বেড়াও আলো দেখাও
বিদ্যুতেরই প্রদীপ জ্বালাও,
তোমার ঝিরঝিরে বারি
আর মুষলধারী
সবকিছুতেই তোমার বাড়ি
পৃথ্বী-জনার মাঝে…
ও মেঘ,আমি তোমার বাড়ি যাবো।।

BENGALI POETRY

পৌষ তোর রোদের ছোঁয়ায় – বন্দনা পাত্র [Bengali Poetry]

পৌষ তোর রোদের ছোঁয়ায়
রোজ বেঁচে যাই তোর খেলায়

সূর্য কিরণ দূরে গিয়েও
আলতো ছোঁয়ায়
ভীষণ আমায় আরাম দেয়—
যখন পৌষ কুয়াশা ছড়ায়-

একটু আগুন অল্প আঁচে
হাত সেঁকি
সন্ধ্যা এলেই চাঁদ বলে
করছো কি?
শীতের চাদর পৌষ জড়ায়
আঁচের ভয়ে শীত পালায়।

পৌষ তোর চাঁদের আলোয়
পৌষালি মেঘ আঁধার সভায়
রোজ বেঁচে যাই তোর খেলায়
শিশির জাদু দেখে আমায়,
পৌষ তোর রোদের ছোঁয়ায়
রোদ-বিপাশা দিশা হারায়।

আনন্দের আড়ালে আগুন – বন্দনা পাত্র [Bengali Poetry]

পৌষ সন্ধ্যার দুঃখরা রাস্তার ধারে
আগুন পোহাচ্ছে—
তুমি আর তোমার বন্ধু আনন্দের ঝর্ণা
ঝরিয়ে বিদ্যুতের মতো রাস্তা পার হলে
অদৃশ্য সুখ অনুভব তোমার হল না,
আনন্দের আড়ালের আগুন তোমায়
দেখছে—-
দুঃখ আগুন পোহাচ্ছে
সুখ অনুভব করছে-
তোমার কুয়াশার ঝর্ণা
এক চিলতে আনন্দ হয়েছে
কিছু বুঝলে—?

কুয়াশা আগুন পাখি হয়েছে
পৌষ সন্ধ্যার কাছে-
বাইশ মাত্রার তাল বেজে চলেছে
তোমার জীবনের নিবিড় মিশ্র আবেগে।

রহস্য পাখি – বন্দনা পাত্র [Bengali Poetry]

নীড়চ্যুত পাখি এক রহস্যময়ী
সুখ-দুঃখের ভাবনায় সে জয়ী-
সাঁঝ-পাখি সে নৃত্য করে—
মৌন হয়ে ইচ্ছা করে মুক্তদ্বারে,

পালক খসায় প্রসন্ন হয়ে চতুর্দিকে
ভীষণ রকম হরণ করে কৌতুকে—
তাই তার নাম রেখেছি মনোহারী
রহস্য জালে ভোর পাখি সে চমৎকারী।

সে আবার খাঁচার পাখি ঝুঁটি নাড়ায়
ভোর থেকে তাই আকাশ ছায়ায়—
সাঁঝবেলাতেও মন ভোলায়—-
ঘোলা কথায় অভিমানে গাল ফোলায়

মুক্ত দ্বারে নৃত্য শেষে আবার পালায়
সুখ দুঃখের সেই রহস্য খাঁচায়।।

কোন্ তালে বিপ্লব – বন্দনা পাত্র [Bengali Poetry]

ষোলো মাত্রার ত্রিতালে ভূপালি বাজছে
তোমার নেশা তখন উপচে পড়ছে —-
সবে তো সন্ধ্যা,
চারিদিকে শঙ্খ বাজছে-
লেনিনের মতো বিপ্লব ফুঁসছে
অসহযোগিতার কর্মীরা জোট বাঁধছে
নেশায় তখন হিটলার মাথা,
ত্রিতালে অন্য রাগিনী চলছে
দ্বিতীয় প্রহরে পা রেখেছি
মনে হল দুর্গা রাগিনী গাইছে
বন্ধ ঘরে বিপ্লব সংহিতা—

রাতের মঞ্চে দাঁড়িয়ে রাত
ঝাঁপতালেতে করছে মাত
জওয়ানরা পাহারা দিয়ে চলেছে
আমরা অভিনয় করে চলেছি
দিনের পর দিন, রাতের পর রাত
কেউ মারছে বাত্, আর কেউ ভাত
ক্ষুধার্তরা শুধু আবেগী লড়াই করছে।।

ফিরে এসো কুয়াশা – বন্দনা পাত্র [Bengali Poetry]

হেমন্তের কুয়াশা তুমি ফিরে এসো
শীতের কুয়াশায় বড্ড হতাশা মাখানো
সামনের দিকে অন্ধকার
হেডলাইটেও আঁধার ঘোচে না
ভিউ ফাইন্ডারে দেখতে পাই না
এতো গভীর কুয়াশা—-!
হেমন্তের শিশির মাখা সকাল
অল্প কুয়াশা যেন কুয়াশা নয়
ওখানে কেউ আগুন পোহায় না
ঘাসের উপর শিশির মুক্ত হয়ে
ঝকমক করে, আমায় টানে
ফিরে এসো— হৈমন্তিকা ,
কুয়াশা ঢাকা আকাশ শীতের বেলা
সকালের রোজনামচায় শুনি
নিম্নচাপ আসছে—
এবার যদি শীত আসে তো আসবে
হেমন্তের আকাশ যখন আবার আসবে
আমি কুয়াশায় হাঁটব
সবুজ ঘাসের উপর—-
ফিরে এসো কুয়াশা—।

নতুন অতিথি – বন্দনা পাত্র [Bengali Poetry]

তোমার মনে বান বয়ে যায়
তার মনেতে হচ্ছে কি-?
একবারও কি বলেছে সে–?
তোমায় আমি ভালোবেসেছি।

তোমার মনের এক কোণেতে
সে কি নতুন অতিথি—?
ঊষার আলো দিচ্ছে উঁকি
পুণ্য-কথায় সে কোন্ দেবী?

তোমার মনের প্রেম-শ্রাবণে
তার আঙিনায় শুভক্ষণে
প্রেম বয়ে যায়—–প্রেম বয়ে যায়—
তুমি কি জানো, তার মনেতে হচ্ছে কি?

তুই কি আবার প্রেমে পড়লি? – বন্দনা পাত্র [Bengali Poetry]

কি রে, তুই কি আবার প্রেমে পড়লি?
নিজেকে লুকোতে জানিস না?
হাজার ভিড়ের মাঝে ঐ চোখেতে চোখ রেখেছিস?

চোখে চোখে প্রেম করেছিস, দূরে দূরে থেকেই গেছিস,
তুই কি আবার নতুন করে প্রেমে পড়লি-?

মুখেতে মাস্ক প’রেই ছিল
চোখ দুটি তার খোলাই ছিল
চশমা ছিল না—,

তার চোখ দুটি কি কাজল নয়না?

না রে, সে যে আমার হৃদয়-দ্বারে সুদর্শনা।

এই মধ্য বয়সে প্রেমে পড়লি—?
গার্লফ্রেন্ডকে সাথে করে ডেটিংরুমে চললি?

আমি কি এতই নির্লজ্জ, অস্থির–?
গার্লফ্রেন্ড তো এখনও সে হোল না
শুধু চোখেতে চোখ রেখেই গেল
ছল্ করে সে আমার হৃদয় নিল।
ফেসবুকেতে স্টোরি দিল—
‘–তোমায় আমি ভালোবেসেছি–‘।।

কে বেশি কে কম – বন্দনা পাত্র

চোখে চোখ রাখা অতো সহজ নয়
ঠিক যতটা সহজ ভাবছো—?
আঙুলের স্পর্শ পাওয়া অতো সহজ নয়
কাছে এলেই কি পাওয়া যায়–?
মনের গভীরে প্রশ্নেরা জাগে–
সে কেন কিছু বোঝে না ?
অবুঝের মতো দূরে সরে যায়
কাছে আসে, চোখ রাখে চোখে
তখন নির্বাক হয়ে যাও—
কেন-?

নীরবে রবিবাসরীয় লেখো
কে বেশি আর কে কম
চোখে চোখ রাখা শুধু
রাত ঘুম আসার আগে
কে কাকে ভাবে বেশি
আর কে কম—?
চোখ রাখা অতোটা সহজ নয়,
স্পর্শ তবু পাওয়া যায়।।

রাইয়ের প্রেম – বন্দনা পাত্র [Bengali Poetry]

প্রেম হবে আজ শ্যামলা দীঘির পারে
দেখো,যেন কলঙ্ক না লাগে
তোমার রাইয়ের গায়ে,
পাপ, পুণ্য জানেনা গো ও মেয়ে
সে শুধুই তোমায় চুরি করে।

মেঘলা-আকাশ ছল্ করেছে
রাইয়ের সাথে ঐ দীঘিরই পারে
নষ্ট আকাশ ভিজিয়ে দিল মন,
রাইয়ের লাজে ঘন হোল বৃন্দাবন
মেঘের এখন মন পুড়েছে।

হরিণ হয়ে দৌড়ে পালায় আকাশ
শূন্য হয়ে করছে নিজের প্রকাশ,
রাই দেখি আজ দুপুর বেলা
ঘরের কোণে করছে খেলা
ইনবক্সের দীঘির জলে।।

তুমি যখন দূরে – বন্দনা পাত্র [Bengali Poetry]

তুমি একদিন ঋতু বসন্ত লিখেছিলে
অপরূপ শরীর-দেওয়াল জুড়ে,
ভিতরের কষ্ট তুমি কি দেখেছিলে?
কত্তো বছর ধরে শব্দ চাপা বুক চিরে
বেরিয়ে আসতে চেয়েছে স্মৃতির কান্না।

গত সতেরো বছর পার করে আজ আঠারো,
ট্র্যাফিক সিগন্যালের মতো লাল আলো
জ্বলেছে, কী ভয়ঙ্কর জীবন—!

তুমি শুধু দূরে দূরেই রয়ে গেলে
আমার নিঃশব্দ কষ্টের বুক চিরে অতলে
তলিয়েছি, সময় বয়ে চলে গেছে–।

দাঁতে দাঁত চেপে সহ্যের দিনরাত
ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে—,
শত্রুরা আরও সজাগ হয়েছে
শুধু আমাকে কষ্ট দেবে বলে—
আর তুমি সতেরো বসন্তের ওপারে,
শরৎ, হেমন্ত, বসন্ত মেখে আমি
নিজেকে ছিন্ন করি,অভাবী হয়ে উঠি–
শত্রুদের ঐ রোমান্টিক হট্টগোলে।

বন্দনা পাত্র | Bandana Patra

Bengali Article 2023 | আশা নিরাশার দোলাচলে বাঁকুড়া জেলার কাঁসা শিল্প

Bengali Article 2023 | চিরায়ত ধর্মমঙ্গলের স্বাতন্ত্র্য | প্রবন্ধ ২০২৩

Bengali Article 2023 | “স্তন কর” বিরোধী নারী আন্দোলন ও নাঙ্গেলির (Nangeli) আত্মত্যাগ

Bengali Article 2023 | শ্রমিক আন্দোলনে সুভাষচন্দ্র বসু | প্রবন্ধ ২০২৩

bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word bengali poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | poems about hope in hard times | allama iqbal best poetry | black female poets | african american poets | poems to comfort the grieving | poems about loneliness | romantic poetry in english | encouraging poems | joy harjo poems | best poetry lines | short poems on values of life | female poets | poetry quotes about life | poem about faith | dark poems | uplifting poems | new poetry | Shabdodweep Founder

Leave a Comment