Top Best Bengali Poetry 2023 | বৃন্দাবন ঘোষ | কবিতাগুচ্ছ

Sharing Is Caring:
BENGALI POETRY

বৃন্দাবন ঘোষ – সূচিপত্র [Bengali Poetry]

তোমাকে পেয়েই – বৃন্দাবন ঘোষ

আমি তোমারে ভুলে যাব
এ করি না কামনা,
দিনে রাতে জাগা-য় স্বপনে
এ নয় শুধু ভাবনা।
আমার ভাবনা তোমায় রাখি
আমার হৃদয় মাঝে,
তোমাকে চাই আমি সতত
আমার সকল কাজে।
তোমাকে চাই আমি সতত
উৎসবে উল্লাসে,
তোমাকে চাই আমি সতত
যাতে প্রেরণা আসে।
তোমাকে নিয়েই আমার যত
কাজের প্রকৃতি গতি,
তুমিই আমার জীবনের সব
পড়ে না চিহ্ন যতি।
তুমিই আমার নিত্য দিনের
নিত্য কালের সাথি,
তোমাকে পেয়েই নিয়ত আমি
নানান কর্মে মাতি।

তত কাছে যাই – বৃন্দাবন ঘোষ

আবার নতুন করে উঠছে আবেগ
কারণ নেই আমার জানা

উঠুক উঠুক আমি উঁচু কন্ঠে বলি
করব না কিছুতেই মানা।

আমার আবেগ বাড়ে আজ যাকে নিয়ে
সে কভু কি পর হতে পারে?
তাকে যে যায় না রাখা দূরে কখনো
অভিসন্ধি প্রতিবার হারে।

আমার সকল চিন্তায় তাকে খুঁজে পাই
তাই সে হৃদয়ে নেয় ঠাঁই
আমার আবেগ বাড়ে যত তাকে ঘিরে
তত আমি তার কাছে যাই।

সবার আগে এক পা বাড়াই – বৃন্দাবন ঘোষ

ও মুখ আমার ভালো লাগে
গ্রীষ্ম বর্ষা শরতে
হেমন্ত শীত বসন্তে ।
আমার বিরাম নেই ভালো লাগার
প্রতি ক্ষণে ক্ষণে ভালোলাগা জড়িয়ে যায়।
আমার চোখ দুটো স্নেহ ভরে সেই ভালোলাগাকে আস্বাদন করে।
আমার মন পরম তৃপ্তিতে সেই ভালোলাগা অনুভব করে।
ও মুখ আমার ভালো লাগে।
ও মুখ আমার ভালো লাগে
চৈত্রের জ্যোৎস্নায়,শরতের প্রভাতে, শীতের রুক্ষতায়,হোলির আবিরে।
ও মুখ আমার ভালো লাগে
অঘ্রাণের মাঠময় সোনালি ধানের আশ্চর্য সুন্দরতায়
হেমন্তের স্বাদময় নবান্নে।
ও মুখ আমার ভালো লাগে।
ও মুখ আমার ভালো লাগে
বাঁকুড়ার লাল রাস্তায়, দারকেশ্বেরের বালুচরে,
বিষ্ণুপুরের মন্দিরের কোলে কোলে, লালবাঁধের বিশাল জলরাশির মাঝে।
ও মুখ আমার ভালো লাগে।
ও মুখ আমার ভালো লাগে
সব মুখ ছাড়িয়ে, সব মুখ হারিয়ে।
সব প্রতিদ্বন্দ্বিতায় যেন ও মুখই জিতে যায়
কোন তুলনাই টেকে না এখানে।

ও মুখ আমার ভালো লাগে।
ও মুখ আমার ভালো লাগে
এক নিদারুণ মায়া ঘিরে থাকে
শুনি এক অদৃশ্য মধুর আহ্বান।
এসো এসো,এসো এসো।
আমি যাবার জন্য উন্মুখ হয়ে থাকি।
সবার আগে এক পা বাড়াই
সবার আগে এক পা বাড়াই
সবার আগে এক পা বাড়াই।

আমার করো না আশা – বৃন্দাবন ঘোষ

তুমি অনেক কিছু ভাববে
অনেক কিছু মনে হবে
কিন্তু আমার করার কিছু নেই
আটকা পড়েছি জ্যামেই।

তুমি কি তাকিয়ে ঐ আকাশে
আমার গন্ধ পাও কি বাতাসে
না হবার নেই কোন কারণ
স্বপ্ন দেখাতে নেই বারণ।

কষ্ট রেখো না হৃদয়ে তোমার
চেষ্টা কর অতীত ভোলার
শক্ত করে রাখ তোমার মন
অনেক পড়ে আছে জীবন।

আটকা পড়েছি জ্যামে
তাই আমি গেছি থেমে
আমার করো না আশা
নিশ্চয়ই বুঝেছ ভাষা।

প্রেম থাকবে – বৃন্দাবন ঘোষ

আজও আমি তোমাকে আমার অধিকারের মধ্যেই রাখি
তোমাকে আমার পরম আপন বলেই বুঝি
তুমি আমার ছিলে এমন তো নয় তুমি আমার আছো এটাই জোরের সঙ্গে বলি।
ভবিষ্যতেও তোমার আমার সম্পর্ক অতীব মধুর থাকবে।

এ আশা দিন দিন উজ্জ্বল হবে।
অতি সুন্দর ভাবে গড়ে ওঠা জীবনের প্রথম প্রণয় মুছে যাবার নয়,
শত ঝড় ঝঞ্ঝার শেষে আকাশের তারার স্থির আলোর মত জ্বল জ্বল করে।
বহু দূর থেকে তা স্পষ্ট দৃশ্যমান হয়।

অধিকার মনের ব্যাপার
মন থেকে হারিয়ে না গেলে কার এমন স্পর্ধা তাকে হারিয়ে যাওয়া বলে!
রাগ অভিমান অধিকারকে প্রগাঢ় করে।
তুমি আমাকে চাও না কোন অধিকারেই বলতে পার না যতক্ষণ আমি অধিকার ছেড়ে না দিচ্ছি।

অত ঠুনকো কাজ আমি কখনো করি নি করবও না।
আমি এক আকাশ আকাঙ্ক্ষা সাথে নিয়ে বেঁচে থাকতে চাই।
প্রেম এসেছিল প্রেম থাকবে।

তুমি তো আমার – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

আজ তুমি এসেছ বলে আমার দেহ, মন,প্রাণ আনন্দে ভরে গিয়েছে।
তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব তার কোন ভাষা খুঁজে পাচ্ছি না।

তুমি যে আমাকে নিয়ে ভেবেছ, আমাকে নিজের বলে পেতে চেয়েছ তাতে এ যেন আমার জীবনে বিরাট পাওয়া।

এভাবে আমার জীবনে প্রেম আসবে তা তো ভাবতেই পারি নি।
হ্যাঁ,তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা,তুমি আমার আপন ,প্রাণের প্রাণ, হৃদয়ের হৃদয়।

তুমি আমার কাছে এসেছ মানে আমার জীবনে বড় একটা জয় হয়েছে।এ জয় পাহাড়ে চড়া,বিশাল সমুদ্র পার হওয়ার চাইতেও বেশি কৃতিত্বের বলে মনে করি।

এখন সময়টাও তো খুব ভালো।
আম্রশাখায় বসে কুহু কুহু করে কোকিল অবিরাম গীত গায়,পলাশ শিমুল রঙের আগুন ছড়ায়,ভ্রমরা গুনগুন করে মধু অন্বেষণে বেরোয়।বাঃ কি চমৎকার পরিবেশ!!

আমি তোমার দেওয়া প্রেমকে একেবারেই আমার বলে গ্রহণ করলাম।
এ কাউকেই ভাগ বসাতে দেব না।
তুমি তো আমার,আমার, আমার।

আপনজন – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

তোমায় আমি চাই যে অনেক করে,
ভালোবাসা দিলে আমার এ অন্তরে
তাই তোমায় ভুলতে পারা কঠিন
তেমন করা হবে না সমীচীন ।

তোমায় দেব ভালোবাসা প্রাণ ভরে
চলবে এ তো আজীবন কাল ধরে।
তোমায় নিয়ে স্বপ্নের জাল বুনি,
একথা প্রকাশ করলাম এক্ষুনি।

তুমি এসো কাছে না রেখে দ্বিধা কোনো,
আসবে জানি বলছে আমার মনও।
খুব ভালো লাগে তোমার মিষ্টি হাসি,
তোমার সুখের আমি অতি প্রত্যাশী।

তুমি ভালো থাক সে একান্ত কামনা।
তোমার গুনের নেই কোন তুলনা।
তুমি আমার সবচেয়ে আপনজন,
মনে প্রাণে ভাবি তা সর্বক্ষণ

ভালোবাসায় কড়াকড়ি – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

আরো নীরব থেকে যাবো
আকাঙ্ক্ষাকে করবো আরো আরো সঙ্কুচিত ।
হৃদয় থেকে তোমায় নামিয়ে
অনেক নিশ্চিন্ত জীবন যাপন করবো,
এই বোধ হয় খুব ভালো হবে।

কেন বৃথা দৌড়াব
কেন মনকে বৃথা করব শ্রান্ত
আমি মাটির মানুষ মাটিতে পা রেখে চলব
আকাশের চাঁদের দিকে হাত বাড়াবো না।

সব ইচ্ছে সবার পূরণ হয় না।
সকলের ভাগ্যও সমান নয়
এটা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ
তাতে জীবনে আসে দারুণ আরাম।

নিঃস্পৃহ জীবন কত সুন্দর
কত মধুর
মন থেকে অপ্রয়োজনীয়কে প্রত্যাহার করে
প্রয়োজনীয়ের অভিনিবেশ চাই ।
হোক ভালোবাসারও কড়াকড়ি।

এমন প্রেম – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

সেদিন পলাশ ও শিমুল ফুল ফোঁটার বসন্ত সকালে চৌরাস্তায় দাঁড়িয়ে স্কুল যাবার জন্য অটোর খোঁজ করার সময় হঠাৎই দেখতে পেলাম তোমায়।

এ কি হঠাৎ বলা চলে?এ তো দীর্ঘ সময়ের মহা প্রতীক্ষার অবসান।

ভালো করে লক্ষ্য করে দেখলাম তোমার দুই চোখে কে যেন প্রেমের কাজল পরিয়ে দিয়েছে।

তোমার স্যার সম্বোধনে কি যেন একটা মায়া দেখলাম।
আমার হৃদয়ে জমে থাকা বহুদিনের অভিমান মুহূর্তে গলে জল হয়ে গেল।

তোমার প্রতি রাগ যে রাখতে নেই ,অভিমান করতে নেই, গাছ থেকে টুপ টুপ করে পড়তে থাকা ঝরাপাতা গুলো আমায় শিক্ষা দিয়ে গেল।

আমি শিখলাম শিখতে চাই বলেই।

আমি তোমাকে মনে মনে আমার এ হৃদয় দেখিয়ে বললাম,আছো তো এখানে,কেন বৃথা কষ্ট পাও।

কেন নির্জনে অশ্রুজলে বুক ভেজাও।

আমি সব জানি, সব বুঝি।
তোমার আমার এমন প্রেম বলতে পারি এ জগতে বিরল।

এসো কে করবে প্রেম – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

এই সেই স্থান
যেখানে মিলেছিল কাতর দুই প্রাণ ।
সেদিন হবে মিলন জানত না দুজনের কেউ,
তবে মনে মনে উঠেছিল দুজনের কামনার ঢেউ ।
জোটের মধুর স্বপন দেখেছিল তারা দিনরাত,
সে সুযোগ করে দিল এদিনের পলাশী প্রভাত।
তার সে প্রেমের চোখ পারে কে উপেক্ষা করে?
ভালোবাসার হৃদয় তাই প্রেমিক মেলে ধরে।
কোকিল শিমুল শাখে বসে সবই দেখছিল,
সবার চোখের সামনে এই প্রেম চলছিল।
বসন্ত রঙ ছড়ায় প্রেম ছড়ায় দিকে দিকে,
জানি তো তাদের প্রেম কখনো হবে না ফিকে।
জানি তো তাদের প্রেম রয়ে যাবে চিরদিন,
এ প্রেমের মহাস্রোত হবে না হবে না ক্ষীণ।
এ প্রেম অমর হবে শ্রীকৃষ্ণ-রাধার মত,
এ প্রেম করবে সরণ নর নারী শত শত।
এই স্থান খ্যাত হোক প্রেম স্থান বলে,
এসো কে করবে প্রেম হেথা এসো চলে।

তুমি শুধু আমার – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

তুমি শুধু আমার হবে অনেকদিনের স্বপ্ন,
তাই সদা তোমার জন্য আমি যে থাকি মগ্ন।
তোমায় ভেবে জানি না দিন যায় কখন,
তোমায় করব আপন এই করেছি পণ।
তুমি শুধু আমার হবে হবে না অন্য কারুর,
তোমার প্রেমে আমার যে অন্তর ভরপুর।
তুমি আমার পাশে রবে এ চিন্তাই করি,
আমায় ছেড়ে যেও না বলব সরাসরি।
তুমি কাছে থাকলে আমার ধরে না আনন্দ,
এক নিমেষেই উড়ে যায় সকল দ্বিধা দ্বন্দ্ব ।
কি সুন্দর লাগে আমার তুমি যখন সাজো,
আমার হৃদয় বীণায় তুমি মধুর সুরে বাজো।

মাভৈঃ – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

তোমারে বেসেছি ভালো কথার কথা নয়
দরদ অনেক খানি তোমাতেই রয়
আর আছে তোমাতে গভীর মনন
তুমি যে আমার কাছে মহামূল্য ধন।
তুমি যে আমার কর প্রাণ উজ্জীবিত
তুমি থাকলে কাছে হবে শুধু হিত।
তুমি থাকলে কাছে আনন্দ অপার
তাই বলি এসো কাছে দেরি নয় আর।
যদি কোন মায়া তোমায় রয়েছে ঘিরে
চেষ্টা কর অবিরাম চলে যাক ধীরে।
মায়া পুরো সরে গেলে স্বচ্ছ হবে মন
মাভৈঃ বলে কাছে আসবে তখন ।

সত্যি যা – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

আমার বাবার মতন এমন কজন হয়,
বাবার স্নেহ পেয়ে আমি করব বিশ্বজয়।
বাবার অনেক আদর পেয়েছি বারবার,
বাবার প্রয়াণে তাই শোক যায় নি আমার ।
বাবার সাথে যেতাম দেখতে গাজন পাঁচালে ,
ছোট্টবেলার সেই স্মৃতি ভুলব না জীবৎ কালে।
আমার জীবনে একমাত্র বাবা-ই যে আদর্শ,
তার মহাজ্ঞান আমার হৃদয় করেছে স্পর্শ
পিতা স্বর্গ পিতা ধর্ম এ তো শাস্ত্রের কথা,
পিতাকে তুষ্ট করলে সন্তুষ্ট সব দেবতা।
জীবকে সেবার বিদ্যা শিখি বাবার কাছে,
বাবার কাছে যে আমার প্রচুর ঋণ আছে।
বাবা খুবই উদ্যোগী হন লেখাপড়া শেখাতে
বাবার জন্যই আজ আমি প্রতিষ্ঠিত ধরাতে।

তুমি আসবে বলে – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

তুমি আসবে বলে
পলাশ রাঙে যে অপরূপ সাজে।
কৃষ্ণচূড়ার টকটকে লাল ফুল
যেন এক সোনা বউ।
তুমি মুগ্ধ হবে না!!
রাঙা শিমুল
এবং অশোক
আসে হেলে দুলে
এলো চুলে।
নয় সেকথা বাজে।
তুমি আসবে বলে
ফাগুন বনে আগুন জ্বালায়
ভ্রমর ছুটে ফুলের মধু খেতে
কোকিল গীতি শোন ঐ কান পেতে।
তুমি আসবে বলে
প্রকৃতি সেরেছে প্রস্তুতি তার।
আসুক কালবোশেখির ঝড়
তাতে কি,
ছাড়া যায় কি প্রকৃতির সম্ভার?
তুমি আসবে
তার কি কোন নেই দাম?
তোমার তো সর্বত্র সুনাম।

ভালোবাসা – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

আমি যে তোমায় ভালোবাসি
সে কথা তুমি কি বোঝো?
আমার হৃদয়ে তুমি শুধু আছো
খুব ভালো করে খোঁজো।
তোমাকে আমার মনের কথা
বলে দেব তাড়াতাড়ি,
তা যদি তুমি না কর গ্রহণ
চিরতরে দেব আঁড়ি।
আসব না আর তোমার কাছে
করব অভিমান
আমার জন্য তোমার মন কি
করে না আনচান?
আমার জন্য তুমি কি কভু
হও নাই চিন্তিত?
সত্যি করে বল না আমায়
কি কারণে হও ভীত।
আমি জানি তুমি নও ভীত
কারণ অন্য স্থানে,
যে কারণ হোক তুমি দূরে রবে
বুঝি না তার মানে।
আমাকে আর কষ্ট দিও না
আমার কাছে এসো,
সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে
আমায় ভালোবেসো।

সুযোগ – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

কোথায় তুমি আছো এখন আমায় দিয়ে ফাঁকি,
মন থেকে হায় এই আমাকে সরিয়ে দিলে নাকি!
তোমায় ভেবে ভেবে কাটে আমার সারাবেলা,
তুমি বিরাট স্ফূর্তিতে রও আমায় করে হেলা।।
আমার হৃদয় শূন্য আজি তোমার অবর্তমানে
কেনই দূরে থাকছ তুমি বিদ্ধ প্রশ্ন বাণে।
এত ই আমি বলতে চাই করেছি খারাপ কাজ,
তার লাগি আমায় দিলে হৃদয়ে আঘাত আজ।
এ তুমি কি করলে ভালো বল না সত্যি করে,
মন কাঁদে বলব কি আর কতই তোমার তরে।
আমার অনেক আনন্দ হয় তুমি থাকলে কাছে
চলে এসো দেরি না করে এখনো সুযোগ আছে।

তুমি কি এমন – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

তুমি কি এমন
যে,তোমার সদা গুণকীর্তন করতে হবে?
তুমি কি এমন
তোমার জন্য অনুতাপে জর্জরিত হতে হবে?
তুমি কি এমন ?
তুমি কি এমন
যে,হাতের শিরা কেটে ভালোবাসা দেখাতে হবে?
আমি তেমন প্রেমিক নই
নিজের ক্ষতি করে কিছু করব
আমি তেমন প্রেমিক নই
তোমার জন্যে উন্মাদ হয়ে ঘুরে বেড়াব
আমি তেমন প্রেমিক নই
তোমার জন্যে নাওয়া খাওয়া বন্ধ করব
বরং আমি ঠান্ডা মাথায়
ভালো মন্দের চিন্তা করি
অযথা মাথায় চাপ নিই না
কারণ জীবন নদ সর্বদা এক ভাবে চলে না
সে একে বেঁকে একে বেঁকে গন্তব্যে পৌঁছোয়।

আমি ওকাজ করবই – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

আর আমাকে কেউ আটকাতে পারবে না
আমি ওকাজ করবই।
প্রথমে ভেবেছিলাম ওকাজ সবার নয়
তাই ওদিকে ফিরেও তাকাই নি।
আজ ভালো করে তাকিয়ে দেখি
এ কাজ যে কেউ করতে পারে।
কাজটা তো খারাপ কাজ নয়
ফুল তোলা আর মালা গাঁথা ।
নারীও এ কাজ করতে পারে
পুরুষও এ কাজ করতে পারে।
চাই ভালো মন,চাই ভালো লাগা
আমার দুটোই আছে।
আমাকে কেউ আটকাতে পারবে না
আমি ওকাজ করবই
পরম আগ্রহ নিয়ে করব।

মুঠো হাত খুলেছে আমার – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

আমার মুঠো হাত খুলে গিয়েছে
এবার আমার কলম চলবে তরতরিয়ে।
এক রাশ ভাবনা আমার মুঠো হাতের ভিতরে থেকে
চটপট করছিল।
চিৎকার করে বলছিল,আমি বাইরে বেরোতে চাই
আমায় অন্ধকারে আবদ্ধ করে রেখো না।
আমি একটা পথ খুঁজে পেয়েছি,ভালো পথ
আমায় সে পথে যেতে দাও।
আমার মুঠো হাত খুলে গেল তার জন্য।
নাও খুলে দিলাম, এবার তোমার কেরামতি দেখাও।
আমি এখন খাপ খোলা তরবারি যেদিকে খুশি যাব ।
সুন্দরকে বিনাশ করতে নয়
তাকে সুন্দরতম করতে
অপূর্ব শিল্প সুষমায় সুমন্ডিত করতে।
এবার আমার কলম চলবে তরতরিয়ে
আমার মুঠো হাত খুলে গিয়েছে।

আমি ঊনিশই বলব – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

আমি যা বুঝবার বুঝে গিয়েছি
নতুন করে কিছু বোঝার নেই
অন্যায় অন্যায়ই।
আসলে আমি অন্যায়ের সাথে
আপোষ করিনি কখনো।
অন্য অনেকের সাথে এই জায়গায়
আমার বিস্তর তফাৎ।
অন্যায় মানতে পারি না বলে
আমি একটু কাঠখোট্টা:
সোজা সাপ্টা উত্তর দিই
তাতে কার কি ফাটল
দেখতে যাই না,
দেখতে চাইও না।
আমার বিয়ে হল ফাল্গুনের
ঊনিশ তারিখে
রঙিন কার্ড আত্মীয় স্বজনদের
দেওয়াও হয়েছিল
সেই কার্ড তুমিই ছাপিয়েছিলে
তারপর তুমি আর একটা
কার্ড ছাপালে তাতে লেখা
আমার বিয়ে হয়েছিল
কুড়ি তারিখে
আশ্চর্য!কুড়ি তারিখে আমার
কালরাত্রি
আমি বউয়ের মুখই দেখি নি
কি করে বিয়ে হবে!
আলফাল শিশু বা পাগলকে
বোঝানো যাবে বা যেতে পারে
আমাকে নয়
আমি ঊনিশই বলব
তুমি কুড়ি তারিখের ছাপানো
কার্ড জ্বালিয়ে দাও
পুড়িয়ে দাও
আমার অসহ্য লাগছে।
কেউ আমাকে টলাতে পারবে না
আমি ঊনিশই বলব
আমি ঊ-নি-শই বলব বলব।

খোসামোদ – বৃন্দাবন ঘোষ [Bengali Poetry]

এবার সিদ্ধান্ত নিয়েছি চূড়ান্ত রূপে
আর খোশামোদ করব না তোমায়।
কেনই বা করব খোশামোদ?
আমার সরল চিত্তের সুযোগ নিয়ে
তুমি আমাকে অনেক ভাবিয়েছ
আর মজা লুটেছ বেশ করে
আমি তোমার অভিসন্ধি ধরে ফেলেছি।

তাই সাবধান হলাম সাধে কি?
প্রেম যদি দাও তো ঠিক আছে
নিশ্চয়ই প্রেম দেব তোমায় ।
তুমি আমার জন্য উদ্বিগ্ন হলে দ্বিধা নয়
আমিও হব তোমার জন্য উদ্বিগ্ন নির্ভুল ভাবে।
তুমি তোমার এক হাত আমার দিকে বাড়ালে
আমি আমার দুহাত তোমার দিকে প্রসারিত করব।
সে বিষয়ে আমার কোন কার্পণ্য থাকবে না কখনো
বরং তুমি তোমার কার্পণ্য দূর কর হৃদয় থেকে।
স্বতঃপ্রণোদিত ভাবে এগিয়ে এসো আমার কাছে।
খোশামোদ আমি করব না স্থির করেছি এখন,
তাতে যা হচ্ছে হোক যা ঘটছে ঘটুক।
ভালো মন্দ দুটোর দিকেই তৈরি থাকলাম।
দুঃখ কষ্ট আসে তো আসুক
সব সয়ে নিতে পারবো আমি
কিন্তু খোশামোদ আমার ধাতে সয় না।
একেবারেই না একেবারেই না।

বৃন্দাবন ঘোষ | Brindaban Ghosh

New Bengali Novel 2022 | ফিরি বিশল্যকরণী (পর্ব ৪) | উপন্যাস

Porokia Prem Ekaal Sekaal | পরকীয়া প্রেম (একাল সেকাল) | 2023

Bengali Story 2022 | বন্ধুর বিয়েতে গিয়ে | প্রবোধ কুমার মৃধা

Bengali Story 2022 | নকুল পাগলা | প্রবোধ কুমার মৃধা

bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Comment