শওকত নূর – সূচিপত্র [Bengali Novel]
স্টেশন কান্তার (২য় পর্ব) [Bengali Novel]
কান্তার থানা হাজতে একদিন এক রাত কাটাবার পর কোর্টে চালান হয়ে জেল হাজতে প্রেরিত হয়েছেন আফলাতুন সাহেব। তার সাথে আছে পাহারাদার রজত তেওয়ারি। জেলখানার একই সেলে আশ্রয় হয়েছে দু’জনের। অপ্রত্যাশিত এ পরিণতিতে ভীষণ ভেঙে পড়েছেন আফলাতুন সাহেব। দিনের অধিকাংশ সময় নিস্তেজ হয়ে থাকেন। রজত তেওয়ারি উপযাজক হয়ে দু’এক কথা বললে তিনি মুখ খোলেন, নইলে নয়। রজত তেওয়ারি ভেবে পায় না কেন এমন হলো। কারণ, তার এই পাহারাদার জীবনে সে স্টেশনটিতে যতো স্টেশন মাস্টার দেখেছে তাদের মধ্যে মানুষ হিসেবে আফলাতুন সাহেবই শ্রেষ্ঠ। খাঁটি নির্ভেজাল মানুষ। তাই তার কৌতূহলের অন্ত নেই। আফলাতুন সাহেবের সাথে ওখানকার কারো কোন বিরোধ বা শত্রুতা আছে কি-না সে জানতে চায়। সে জিজ্ঞাসা করে : আপকে সাথ কোয়ি লোগকা দুশমনি হ্যায়, ছাহাব ?
না, তেমন কিছু নয় ; তবে —।
লেকিন কিয়া হ্যায়, ছাহাব ?
একদিন একজন টিকেট চেকার দু’জন যুবককে আমার কাছে নিয়ে এসেছিলো। তারা টিকেট কাটেনি, আবার কোনো জরিমানা বা টাকা পয়সাও মোটের ওপর দিতে চায়নি। অধিকন্তু, আমাদের দু’জন প্রহরীর ওপর চড়াও হয়েছিলো। প্রহরীরা চেয়েছিলো তাদের আটকে রেখে থানায় খবর দিতে। আমি ওদের প্রস্তাবে সায় দেয়াতে তারা আমার ওপর চোখ পাকায়। ফলে আমি তাদের ঘণ্টা দুই আটকে রাখার পর ছেড়ে দিই। আটক অবস্থায় আমার অগোচরে তারা সম্ভবত বারবার আমার দিকে চোখ পাকিয়েছে। যাবার সময় কী যেন বিড়বিড় করছিলো তারা।
ছাহাব, আপকো মালুম হ্যায় —?
কিছচিজকা মালুম ?
ক্যায়ছা চেহারা ছুরত হ্যায় দোছরা বো দো যুবকমে ?
হুম, এমনিতে ভয়ংকর মনে হচ্ছিল না, তবে চোখের চাউনিগুলোই —।
বডিকা ড্রেস ?
পরনে টি-শার্ট, জিন্স প্যান্ট, পায়ে কেডস জুতা।
ছাহাব, আপ কান্তার বিদ্রোহীকা নাম শুনা হ্যায় ?
হ্যাঁ, শুনেছি। তবে তারা তো জেনেছি বেশ দূরে আস্তানা গেড়েছে। সেই —।
শালবনকা পর পাহাড়, নদী, ওপারমে চর, উছকে বাদ জঙ্গলকা পাহাড়- উধারমে।
আপনি কি ভাবছেন ওই দুই যুবক কান্তার বিদ্রোহীদের কেউ ?
মুঝে মালুম নেহি হ্যায়। আদালতমে সরকারবাদী মামলা হুয়া হ্যায়। খুনকা হুয়া কিশোরিকা কোয়ি স্বজন নেহি মিলা হ্যায়। কিশোরীকা লাশ লাওয়ারিশ হুয়া।
কিশোরীর স্বজনের সন্ধান না মিললেও নিশ্চয়ই সে লাওয়ারিশ নয়। আমার ধারনা, তারও স্বজন আছে।
ছাহাব, আপ ক্যায়ছে সামঝে?
যে রাতে সে খুন হয়, খুনের আগে আমি তার কণ্ঠ শুনেছিলাম। আমার স্পষ্ট ধারনা কণ্ঠটি তারই ছিল।
আপ কিশোরীকো আওয়াজ শুনে হ্যায় ; ক্যায়ছা ছাহাব ?
শালবন থেকে তার কণ্ঠ ভেসে আসছিলো। একবার নয়, দু’ তিন বার।
ক্যায়ছা আওয়াজ, ছাহাব ?
সে চিৎকার করে বলছিলো, রিংকু, ভাই আমার !
এ কিয়া হ্যায়, ছাহাব। কিশোরীকা ভাই ? মাগার কাহা হ্যায় বো আদমি ?
আমার ধারনা খুনিরা মেয়েটিকে তার ছোট কিংবা বড় ভাইসহ তুলে এনেছিলো। অথবা ভাইটির সামনে মেয়েটিকে তুলে এনেছিলো। যদি তারা আমাকে কোনও কারণে শত্রু গণ্য করে থাকে তবে আমাকে ফাঁসাতেই মেয়েটিকে খুন করে দরজায় লাশ রেখে গেছে। ভাবতে পারি না আমি কার কী ক্ষতি করেছি যে আমাকে এভাবে ফাঁসাতে হবে।
কান্তার বিদ্রোহী বহুত ডেয়ারিং আদমি হ্যায়, ছাহাব। উছদিনকো দো যুবক ; আপকা উপর বদলা …।
হ্যাঁ, তাও হতে পারে বলে ভাবছি। পত্রিকাগুলো এখন পর্যন্ত আমাদেরকেই খুনী ও ধর্ষক বলে নিঃসন্দেহ বিবৃতি দিচ্ছে। নেপথ্যে কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে বিকল্প কোনো ভাবনাই হয়তো তাদের মাথায় নেই। অথচ কত সহজ একটা হিসেব- কেউই খুন করে নিজের ঘরের দরজায় লাশ ফেলে রাখবে না।
কান্তার বহুত জটিল এলাকা, ছাহাব। ভালো আদমি ইধারছে রেয়ার মিলতা হ্যায়। আপ দেখিয়ে ও শালে মেডিক্যাল অফিসার পকেটছে পয়ছা লিয়ে দেদারছে মুঝে আপকো ধর্ষক প্রমাণ করেগা। ইয়ে এক লম্পটকা স্থান হ্যায় ছাহাব, বহুত আচ্ছা লম্পটকা স্থান।
আমিও সেটাই ভাবছি। ভাবছি, যদি মেয়েটির কোনো আপনজন ওর খুনের সন্ধান পেতো ; কিংবা রিংকু নামের ওর সে-ই ভাইটিরই যদি জীবন্ত সন্ধান মিলতো, তবে মামলা ভিন্ন দিকে মোড় নিতে পারত।
মুঝে লাগতা হ্যায় কিশোরীকো ভাই খুন হুয়া হ্যায়, অর আসামীকে পাছ আমূল বান্দী হ্যায়।
আমারও তাই ধারনা। কিন্তু আমার কেবলই সন্দেহ হচ্ছে।
কিয়া বাতিক, ছাহাব ?
আমার সন্দেহ, সেদিনের ওই দুই যুবক যদি কান্তার বিদ্রোহীদের কেউ হয়, তবে তাদের উদ্দেশ্য বড় ধরনের কিছু। তাদের স্বাধীনতার পথে যারা বাধা হয়ে দাঁড়াতে পারে তাদের তারা টার্গেট করবে নিশ্চয়ই। তাদের টার্গেটে এ অঞ্চলের উঁচু স্তরের মানুষরা থাকবে। একজন নিরীহ স্টেশন মাস্টার, যে কি-না তাদের বিদ্রোহে কোনো ফ্যাক্টর নয়- সামান্য অপমানের প্রতিশোধ নিতে তাকে ফাঁসাতে তারা খুন খারাবি পর্যন্ত করে বসবে ?
আপ নেহি জানতে, ছাহাব!
কিয়া ?
ইছ এলাকাকা বহুত আদমি কান্তার বিদ্রোহীকো মদদ কারতা হ্যায়। বহুত বড় বড় আদমি সরকারকো নজরমে ধোঁকা দে রাহা হ্যায়। কান্তার স্টেশন বিদ্রোহীকে পাছ বহুত ইমপোরট্যান্ট এলাকা হ্যায়।
আপনি কি করে জানলেন কান্তার স্টেশন বিদ্রোহীদের কাছে গুরুত্বপূর্ণ স্থান?
মেরা আন্দাজ, ছাহাব।
তবে কি তারা স্টেশনে পরিবর্তন চাচ্ছে ? কিন্তু নতুন স্টেশন মাস্টার এলে তাদের সুবিধা কী ? সে তো সরকারেরই লোক হবে।
হাঃ হাঃ হাঃ। আপ মুঝে হাসায়া ছাহাব।
চান্স ফিফটি, ছাহাব। ছব স্টেশন মাস্টার কান্তার এলাকাকে বাহারকা আদমি হ্যায়। কোরাপ্ট আদমিকো দেশপ্রেম নেহি রাহতা হ্যায়, কান্তার বিদ্রোহী বহুত আদমিকো পয়ছাছে খরিদ লিয়া। যদি ইয়ে স্টেশন গাদ্দারকো হাতমে চালা যাতা হ্যায়, ইধারমে বিদ্রোহীকো আনাগোনাপে কোয়ি বাধা নেহি রাহেগা, ছাহাব।
আই, সি। হতে পারে তেমন কোনো ষড়যন্ত্রও। স্টেশন মাস্টার তাদের লোক হলে স্টেশন দিয়ে এলাকায় তাদের যাতায়াত নিষ্কণ্টক হতে পারে। ছদ্মবেশে এসে তারা গোপন ঘাটিও গাড়তে পারবে।
আপকা আন্দাজ বিলকুল ঠিক হ্যায়, ছাহাব।
এখন আমাদের কী করণীয়? আমরা যে উকিল ধরেছি আদালতে প্রথম দিন সে আমাদের পক্ষে খুব জোরালো যুক্তি তর্ক দেখাতে পারেনি। আমার কাছে তাকে খুব দুর্বল মনে হয়েছে।
উকিলকে জাত ইধারমে বহুত আচ্ছা ধুরন্ধর হ্যায়, ছাহাব। আপকা পয়ছা লিয়ে দেদারছে আপকে সাথ গাদ্দারি করেগা। আপকো কুছ মালুম নেহি পারেগা। ইয়ে বহুত আচ্ছা জটিল স্থান হ্যায়, ছাহাব। আপ ইধারকে উকিলকে জাতকো নেহি জানতে।
তা ঠিক ; কিন্তু এ অঞ্চলে এখনো তো রাষ্ট্রেরই নিরঙ্কুশ প্রাধান্য রয়েছে। সেটাতো আমাদের জন্য আশাব্যঞ্জক।
ছাহাব, রাষ্ট্রকে দৃষ্টিমে হামতো কিশোরীকা খুনী, বলৎকারি বদ আদমি হ্যায়। হাম বদ আদমি হ্যায়, ছাহাব।
তা ঠিক, আমরা তো প্রমাণ করতে পারছি না যে আমরা খুনী ধর্ষক নই; বরং আমাদের মিথ্যা মামলায় জড়ানোর নেপথ্যে রাষ্ট্রবিরোধী বড় ধরনের ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে। এই উকিলও যদি তাদেরই ছদ্মবেশী লোক হয়ে থাকে তবে আমরা এ বিষয়ে কী করে সরকারের দৃষ্টি আকর্ষণ করব ? তবে কি উকিল পরিবর্তন করব ?
মুঝে নেহি মালুম হ্যায়। আপকা স্বজন মামলামে হ্যান্ডেল কর রাহা হ্যায়। বো ইধারমে নয়া আদমি হ্যায়। সাচ্চা উকিল ক্যায়ছা পায়েগা ?
কী করা যায় তবে? ওতো ফ্রিল্যান্সার সাংবাদিক। আমাগীকাল ওর দেখা করতে আসার কথা। আজকে যেসব কথা হলো তার সবই ওকে খুলে বলতে হবে। ও যদি বাইরে থেকে কিছু করতে পারে। যদি এটা প্রমাণ করা যায় যে আমরা ষড়যন্ত্রের শিকার, যার সাথে রাষ্ট্রস্বার্থ জড়িত, তবে মূল রহস্য উদ্ঘাটনও হতে পারে।
আপ ঠিক বোল রাহি হ্যায়, ছাহাব। আপকা সাংবাদিক ভাইকো সব খুলকে বোলিয়ে। ইয়ে পাক্কা রাস্তা হ্যায়, ছাহাব। মুঝে লাগতা হ্যায়, কোয়ি দোছরা রাস্তা খোলা নেহি হ্যায়। ইয়ে আখেরি রাস্তা হ্যায়।
শওকত নূর | Shawkat Noor
Bengali Poetry 2023 | কৃষ্ণকিশোর মিদ্যা | কবিতাগুচ্ছ ২০২৩
Bengali Poetry 2023 | গোবিন্দ মোদক | কবিতাগুচ্ছ ২০২৩
Bengali Poetry 2023 | বারিদ বরন গুপ্ত | কবিতাগুচ্ছ ২০২৩
Bengali Novel 2023 | স্টেশন কান্তার (১ম পর্ব) | উপন্যাস ২০২৩
bengali novel | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | bengali story | bengali story books for child pdf | bengali novel for adults | bengali story books | bengali story books for child | bengali novel pdf | bengali story for kids | bengali novel reading | short story | bengali novel analysis | bengali novel characteristics | bengali novel competition | short story definition | short story english | short story for kids | short story generator | short story ideas | bengali novel length | long story short | bengali novel meaning | long story | long story instagram | story writing competition | story writing competition topics | story writing competition for students | story writing competition malayalam | bengali novel competition india | story competition | writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali novel writing | bangla news article | bangla article rewriter | article writing | bengali novel ai | bengali novel app | article writing book | bengali novel bot | bengali novel description | bengali novel example | article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | bengali novel format | bengali novel generator | article writing global warming | article writing igcse | article writing in english | article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | bengali novel on child labour | article writing on global warming | article writing pdf | bengali novel practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | bengali novel trends 2023 | bengali novel topics 2023 | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder