সৌম্য ঘোষ – সূচিপত্র [Bengali Article]
কবিতার অন্তরাত্মা – সৌম্য ঘোষ [Bengali Article]
কবির অন্তরাত্মা যখন যার সঙ্গে সম্মিলিত হয় তখনই গড়ে ওঠে উপলব্ধি। ক্রোচে তাঁর নন্দনতত্ত্বের আলোচনাতে প্রায় এই একই কথা বলেছেন। রবীন্দ্রনাথের সমগ্র কবি জীবনে সেই তাৎপর্যই দীপ্র হয়ে উঠেছে। সমস্ত কিছুর সঙ্গে মিলিয়ে থাকা একটা ইঙ্গিত ঠিক তখনই সুন্দরের সুজাতা মূর্তির মত ফুটে ওঠে কবির অনুভবগত মীমাংসা আর তার পরিগ্রহণ। গভীরতর উপলব্ধির সঙ্গে বিশ্বাসের মনোবৃত্তির প্রণোদনাই একজন কবিকে সকল অন্ধকারের সংশয় থেকে মুক্তি দিতে পারে। নিজেকে মেলাবার, সমস্ত ব্যবধান অনায়াসে পার হয়ে নিরভিমান নিবিষ্টতায় অনিবার্য যে দুঃখতাপহর ঐশী সংহিতাতে কবি এসে পৌঁছায়, হৃদয়াবেগের বাষ্পনীহারিকাময় সংহতির সেই সারৎসারেই সৃষ্টি হয় একটি কবিতা। আর নিরতিশয় এক অপেক্ষমাণ বিশ্বাসের মুখোমুখি দাঁড় করানোই বোধ হয় তাঁর অনাবরণ অভিপ্রায়।
নিজের কেন্দ্রিত নীরবতার বিরুদ্ধেও কি দাঁড়াতে হয় কবিকে? কবিতাকে? এক সর্ব শূন্যতার দূরত্বে কিংবা নির্বাক দুর্বোধ্যতায়? প্রশ্নটা প্রকৃতপক্ষে ঘুরে যায়, বিষাদে আনন্দে নিবিড় কবিতার সার্থকতার অন্তরকন্দরে। প্রাণের গবাক্ষে শুধু অনাত্মীয়তার দূরত্বে দাঁড়িয়ে থাকেন তখন কবি। যেমন, মেক্সিকান কবি অক্টাভিও পাজ লোজানো (১৯১৪-১৯৯৮) — তাঁর কবিতা পাঠে হয়তো বা মূর্ছাতুর হয়ে পড়ে আত্মার প্রশান্তি কিংবা বলা যায়, জেগে ওঠে এক ধরনের নান্দনিক অবিশ্বাসবাদ। বস্তুত পাজের কবিতার সঙ্গে কখনো বা জড়িয়ে থাকে এক স্মৃতি। শূন্য বিভ্রান্তির মধ্যে সংকুচিত করে পাঠকের মন।
আসলে সৃজনধর্মী প্রবৃত্তির যা বিরোধী তাকে নিশ্চিতভাবে কবিতার কল্যাণে আনা এক মর্মন্তুদ নান্দনিক অবিশ্বাসবাদের পরিচায়ক। আর এই রকমটা হয় তখনই যখন হৃদয়ানুভূতির সঙ্গে প্রকৃত সত্যের অভাব ঘটে সম্মিলনের। ‘সহজাত নিঃসঙ্গতা’ কবিকে পীড়িত করে। তবুও জীবন। যে জীবন ‘মাটি নারীর শরীরে’ সৃষ্টি করে স্বল্পায়ু বেদনা, তাকে মহিমান্বিত করে দেখানোই কবির দায়িত্ব। রবীন্দ্রনাথ দুঃখের সাধনা বলতে কি বুঝিয়েছেন জানি না, তবে এইটুকু অন্তত আমার কাছে স্পষ্ট যে, সংসারের আড়ালে ঠিক এই জীবনেরই সমতলে আছে এক ধ্রুব কান্নার ভূমি। যা আমাদের সুখের সাথে, মিলনের সাথে মিশে সকলকে সেই ভূমির দিকেই টেনে নিয়ে চলেছে– দিবস রাত্রি। আমরা পারি না সেই ভূমি থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে। বরং সেই দুঃখের বেদনার একাত্মবোধেই পূর্ণ হয়ে ওঠে জীবনের অনন্ত বিরাম।
ঐতিহ্যের যে শান্তরস আমরা কবিতা পাঠের ক্ষেত্রে বহন করে চলেছি, কবিতার সেই কোন্ যুগ থেকে আজও অখণ্ড প্রতীকের নৈপুণ্য তুলে ধরে সচেতন নিবেদিত পাঠ। শাশ্বত ভাবনার কালযোগ্য রূপ আজকের বাংলা কবিতাতেও পাই। সাম্প্রতিককালের বাংলা কবিরাও তাঁদের রচনার পারম্পর্যে কিংবা যুগছন্দ সৃষ্টিতে কখনোই নান্দনিক দূরত্বে থাকেননি। বরং অনেক বেশি ঘনিষ্ঠ। সাম্প্রতিক পর্বে চল্লিশ দশকের কবি অরুণ ভট্টাচার্য লিখেছেনঃ
“সারা জীবন ধরে একটি মাত্র সাদা ফুল তুলতে চেয়েছিলাম / একটি কামিনী ফুল / আজও তোলা হয়নি। /
কামিনী ফুল হাত থেকে শুধু ঝরে ঝরে যায়।”
মগ্ন উপলব্ধির স্পন্দে সংবদ্ধ কবি। সাজগোজহীন অলংকারহীন তাঁর কবিতা। যা আমাদের কাছে স্বরে-লয়ে আত্মানুসন্ধানের আলো জ্বালায়। কিছুটা অন্তর্মুখীন, হয়তোবা কিছুটা নীরবতায় প্রচ্ছন্ন। Emotion – এর সঙ্গে Intellect এবং অনুভবের স্তব্ধ নির্যাসে সঙ্গীত সংহতিতে নির্মিত পঞ্চাশ দশকের অন্যতম ধীমান কবি আলোক সরকার লিখলেনঃ
“সব ঘরেরই পশ্চিম দিকে/ জানালা। / পশ্চিমের আলো এসে পড়েছে / ঘুমন্ত রাজকন্যার ঘরেও।/
ঘুমন্ত রাজকন্যার চোখের ওপর। /
তার মাথার কাছে / সোনার কাঠি। /
পশ্চিমের হাওয়ায় / সোনার কাঠি আলতো কাঁপছে/ পশ্চিমের আলোয় / ঐ চিকচিক করছে সোনার কাঠি।”
গূঢ় এক সান্দ্রতা ছায়া ফেলে কবি আলোক সরকারের কবিতায়। কবিতার স্তরে স্তরে উন্মোচিত হয় যেন আমাদের চেতনার জন্মলগ্নের প্রদোষালোকের শান্তছায়া। অক্টাভিও পাজের কবিতায় আমরা যে যূথবদ্ধ গভীর অসুখের কথা শুনি, দাঁড়াই প্রজ্ঞানময় প্রকট অন্ধকারের সামনে। ভাববাদী কবি আলোক সরকারের কবিতায় তেমনি পাওয়া যায় সেই অন্ধকার থেকে হাজার আকাশের মুক্তির ইশারা। তাঁর কবিতায় এক একটি উচ্চারণ পাঠকের সামনে উন্মোচন করে অজস্র ছবি।
“তুমি অন্ধকার থেকে ইতিহাসে, নশ্বর পুরাণে, বোধে / সামগ্রিকতায় কথা বল, যেন / হাহা — শব্দ উঠে এক/
অন্ধকার পুকুরের পাড় থেকে মেঘ থেকে চরাচর থেকে— / শুনি, যেন বধির একজন; / কোথাও রয়েছে কিছু, তুমি বল।” —- কালীকৃষ্ণ গুহ।
টুকরো টুকরো কথার বলয়ের ভিতর থেকে দূর আকাশের এক বিন্যাসের মতোই কালীকৃষ্ণ গুহের কবিতা আমাদের খোঁজ দেয় সময়ের বাইরে অন্য কোন মর্মকথার। বন্ধনহীন মনুষ্যত্বের আনন্দ দানই কবিতার একমাত্র ভূমিকা। কবিতার স্তবকে স্তবকে যুক্ত বিরল ভালবাসার যে অন্তহীন টান তা সঞ্চারিত হয় পাঠকের হৃদয়ে। বাংলা কবিতার মহাপরিণামে এখনো রয়েছে সেই আশ্বাস যা আজ কিংবা আগামী দিনে বিশ্বভাষ্যে বিশ্ব কবিতার বিলোল ভিড়ের ভিতর বেঁচে থাকবে শ্রেষ্ঠতা নিয়ে।।
সৌম্য ঘোষ | Soumya Ghosh
History of Bengali Poetry | কবিতা কি ও কেন এবং তার ইতিহাস
Bengali Article 2023 | সুভাষচন্দ্রের আত্মজীবনীঃ বিভিন্ন মনীষী প্রসঙ্গ
New Bengali Article 2023 | ওড়িশার পটচিত্রে ভগবতী কালী দেবী | প্রবন্ধ ২০২৩
Bengali Article 2023 | নিছক, কথার কথা নয়
কবিতার অন্তরাত্মা | অন্তরাত্মা | অন্তরাত্মা কবিতার আবৃত্তি | অন্তরাত্মা (চলচ্চিত্র) | অন্তরাত্মা কি | অন্তরাত্মা কাকে বলে | অন্তর আত্মা বা আত্মা কি | প্রেমের কবিতা | বিখ্যাত কবিতা | ভালো বাংলা কবিতা | আনকমন কবিতা | সেরা কবিতা | জীবনমুখী কবিতা | কষ্টের কবিতা | বিরহের কবিতা | কবিতা অঞ্চল | বাংলার কবিতা | বাংলা প্রবন্ধ | বাংলার লেখক | প্রবন্ধ ও প্রাবন্ধিক | সেরা প্রবন্ধ ২০২৩ | শব্দদ্বীপ | শব্দদ্বীপের লেখক | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন
Antoratma | bengali article writing | bangla news article | bangla article rewriter | article writing | article writing ai | article writing app | article writing book | article writing bot | article writing description | article writing example | article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | article writing format | article writing gcse | article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | bengali article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | bengali article writing pdf | bengali article writing practice | Bengali article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Bengali Article Writer | Short Bengali Article | Long Bengali Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Web Magazine | Shabdodweep Writer | Shabdodweep Founder