Top Bengali Article 2022 | বসন্ত উৎসব | প্রবন্ধ ২০২২

Sharing Is Caring:

জয়ন্ত কুমার সরকার – সূচিপত্র [Bengali Article]

বসন্ত উৎসব [Bengali Article]

শীতের জড়তা দূর করে বসন্তের আগমন বার্তায় গাছেরা আড়মোড়া ভাঙ্গে, পুরানো পাতা ঝরে কচি পাতা, ফুলে ফুলে ভরে ওঠে চারিদিক, দখিনা হাওয়ায় দোলা লাগে প্রকৃতির অঙ্গে । বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে । বসন্তের ছোঁয়ায় শীতের শুষ্কতায় বিবর্ণ প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়, বর্ণময় হয়ে ওঠে । কৃষ্ণচূড়া, পলাশ, শিমূল, মালতী, মাধবী সহ নানান ফুলের রঙীন বর্ণছটা, আম্রমুকুলের সৌরভে ম্ ম্ করে চারিদিক। ফাগুনে যেন আগুন লেগেছে বনে বনে। আকাশে বাতাসে তখন একটাই সুর বাজে ‘‘রাঙিয়ে দিয়ে যাও, যাও, যাও গো এবার যাবার আগে……”। ফাল্গুনী পূর্ণিমার দিন বাংলার বসন্ত উৎসব বা দোল উৎসবের মূল আকর্ষণ আবীর, আবীরের রঙে পরস্পরকে রাঙিয়ে দেওয়াই দোল উৎসব । রঙের পরব দোল উৎসবই কেতাবি ভাষায় বসন্ত উৎসব । উত্তর ভারতে বাংলার দোলযাত্রার পরের দিন হোলি উৎসব পালিত হয় ।

BENGALI ARTICLE

দোল ও হোলির অর্থ আলাদা হলেও অনুষ্ঠান একই । হোলি শব্দটি এসেছে হোলিকা থেকে । হোলিকা হলেন অসুর রাজ হিরণ্যকশ্যপের বোন । হিরণ্যকশ্যপের পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত আর হিরণ্যকশ্যপ জানেন বিষ্ণুর অবতার ভাগিনেয় কৃষ্ণ তার মৃত্যুর কারণ ; তাই প্রহ্লাদকে কিছুতেই বিষ্ণুভক্তি থেকে বিচ্যুত করতে না পেরে হিরণ্যকশ্যপ ও তাঁর বোন হোলিকা প্রহ্লাদকে হত্যার ষড়যন্ত্র করেন; হোলিকা বিশেষ শাল গায়ে জড়িয়ে শিশু প্রহ্লাদকে সঙ্গে করে আগুনে ঝাঁপ দেন, কিন্তু বিষ্ণুর আশীর্বাদে ঐ বিশেষ শাল প্রহ্লাদের গায়ে জড়িয়ে যায়, অগ্নিদগ্ধ হয়ে হোলিকার মৃত্যু হয় । এই হোলিকার দহন স্মরণে দোলের আগের দিন গাছের শুকনো ডালপালা দিয়ে তৈরী ঘরে মাটির পুতুল রেখে আগুন দিয়ে সেই ঘর পোড়ানো হয়, একে নেড়াপোড়া বলে । অন্যমতে ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে কেশি নামে একজন অসুরকে বধ করেন । অত্যাচারী অসুর দমন হওয়ার আনন্দে উৎসব হিসাবে দোল পূর্ণিমায় আবির রঙ খেলার উৎসব পালন করা হয় ।

হিন্দু বৈষ্ণব মতে দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসে গোপবালিকা পরিবৃতা শ্রীরাধাকে আবির রঙ মাখিয়ে রঙ খেলায় মেতে উঠতেন । এই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি । দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির রঙে স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তন সহকারে শোভাযাত্রা বের করা হয় । আবার পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর-পূর্ণিমাও বলা হয় । শান্তিনিকেতনের দোল উৎসবের একটা পৃথক মাধুর্য আছে । এখানের দোল উৎসবে কখনও ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষঙ্গ হিসাবে থাকে না, কিন্তু তাতে আনন্দ উৎসবে কোন ঘাটতি হয় না ।

শান্তিনিকেতনের প্রাণপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি চলে আসছে । দোলের দিন যখন সবচেয়ে পুরানো পোশাক পরে রঙ খেলতে যাওয়াটাই রেওয়াজ, সেখানে আবরণে-আভরণে রঙীন সাজে সেজে নারীপুরুষ মেতে ওঠে ফাগের খেলায় । শান্তিনিকেতনে বসন্তের দোল উৎসবকে ঘিরে অনেক আগের থেকেই ব্যাপক উদ্দীপনা চলতে থাকে আবাসিক, ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষজনের মধ্যে । দোলের দিন রাস্তায় আবির রঙ খেলতে খেলতে প্রভাতফেরীতে ‘‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগল যে দোল” সমবেত সঙ্গীতে মুখর হয়ে ওঠে গোটা শান্তিনিকেতন । কাঠি হাতে নাচ-গানের বর্ণময় শোভাযাত্রায় সারা আকাশ জুড়ে আবীর রঙে রেঙে ওঠে সকলে ।

বসন্ত উৎসবে পা ফেলার জায়গা থাকে না শান্তিনিকেতনে । রেল থেকে হোটেল, ব্যবসায়ী, ছোট বড় নানান দোকানদার দোল উৎসবের দিকে তাকিয়ে থাকে । সবার জন্য অবারিত দ্বার শান্তিনিকেতনের দোল উৎসবে । কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে উৎসাহী মানুষ, উৎসাহী পর্যটক, বিদেশীরাও শান্তিনিকেতনে আসেন । সন্ধ্যের সময় কবিগুরুর নৃত্যনাটক মঞ্চস্থ করে আবাসিক ছাত্র-ছাত্রীরা । ইস্কনের মন্দিরে বহু কৃষ্ণপ্রেমী বিদেশী ভক্ত, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন দোল পূর্ণিমায় । একমাস আগে থেকেই ইস্কনের মন্দিরে প্রস্তুতি শুরু হয়, রঙের উসবে সামিল হন ভক্তরা নিষ্ঠা ও ভক্তির সঙ্গে । উত্তর ভারতে মথুরা, নন্দগাঁও, বরসানাতে ১৬ দিন ব্যাপী হোলি উৎসব উদযাপন করা হয় । বরসানার হোলির বৈচিত্র্য অন্যরকম । নন্দগাঁও থেকে শ্রীকৃষ্ণ বরসানায় এসে শ্রীরাধার সঙ্গে হোলি খেলতেন, রাধার সখি গোপবালিকাদের জ্বালাতন করতেন, বরসানার মেয়েরা লাঠি দিয়ে কৃষ্ণ ও তার সঙ্গীদের লাঠি দিয়ে মজা করে আঘাত করতেন । এই থেকে বরসানায় ‘লাথ মার হোলি’ খেলা হয় ।

Bardhaman District Pancham Dol 2023

নন্দগাঁওতেও ‘লাথ মার হোলি’ খেলা চলে ; শুধুমাত্র বরসানা আর নন্দগাঁও এর লোকেরাই এই হোলি খেলাতে অংশগ্রহণ করতে পারে । বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরেও হোলি আবির গুলালের সঙ্গে খেলা হয় । হাজার হাজার বিদেশী মানুষের ঢল নামে রাস্তায় । আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় উৎসাহের সঙ্গে দোল পূর্নিমায় রঙ খেলা বা হোলি খেলা হয় । পুরুলিয়ায় নিমডিহিতে বসন্ত উৎসবে দরবারি, ঝুমুর, ছৌনাচ, নুটুয়া নাচ,বাউল গান বিশেষ আকর্ষণ । বাঁকুড়া জেলার মল্ল রাজধানী মন্দিরশহর বিষ্ণুপুর গুপ্ত বৃন্দাবন বলে পরিচিত । এখানকার মদনমোহন মন্দিরটি ১৬০০ খ্রীষ্টাব্দে মল্লরাজ দুর্জন সিংহদেব নির্মাণ করেন । মন্দিরগাত্রে টেরাকোটার অপূর্ব শৈলীতে গ্রথিত হয়েছে রামায়ণ মহাভারতের উপাখ্যান । শ্রীকৃষ্ণ-রাধিকাকে সম্মান জানাতে প্রতিবছর দোলযাত্রায় এখানেও বিশেষ উৎসব পালিত হয় ।

এছাড়াও মদনগোপাল ও লালজীউ জাগ্রত বিগ্রহের মন্দিরে দোল উৎসব পালিত হয় । কোচবিহারের তুফানগঞ্জ থানার রায়পুর গ্রামে দুইশত বছরের প্রাচীন দোল উৎসব ও মেলা, মালদহের হরিশ্চন্দ্রপুর, মুর্শিদাবাদের হরিহরপাড়া, নদীয়া জেলার রাধাবল্লভ জীউর দোল উৎসব ও মেলা বেশ প্রাচীন । দোলযাত্রার উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে । দোলে রঙ খেলার সময় জাতি ধর্ম কেউ দেখে না, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সব মিলেমিশে একাকার হয়, আবীর রঙ মাথায় মুখে লাগিয়ে ভাই সম্বোধনে পরস্পর আলিঙ্গনাবদ্ধ হন, দোল উৎসবের মেলা মিলনমেলায় পরিণত হয় ।

জয়ন্ত কুমার সরকার | Jayanta Kumar Sarkar

Bengali Story 2023 | সন্ধ্যে নামার আগে | গল্প ২০২৩

Travel Story 2022 | আমার বেড়ানো | পণ্ডিচেরী | মহাবলীপূরম | তিরুপতিধাম | কন্যাকুমারী

Fathers Day History | পিতৃ দিবসের ইতিহাস ও বাঙালি আবেগ | 2023

Emblem of Ramakrishna Mission | রামকৃষ্ণ মিশনের প্রতীকের অর্থ | নক্‌শা ও তাৎপর্য | 2023

বসন্ত বিলাস | বসন্ত বিলাপ | বসন্ত বিলাপ হুমায়ূন আহমেদ | বসন্তের আগমন | ঋতু রাজ বসন্তের আগমন | বসন্তের আগমন কবিতা | বসন্তকালের উৎসব | বসন্তকে ঋতুরাজ বলা হয় কেন | বসন্তের ফুল ও পাখি | বসন্তের ফুল ও ফল | বাংলা প্রবন্ধ | দোল উৎসব | রং খেলা | হোলি উৎসব

bengali article writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali article rewriter | article writing | bengali article writing ai | bengali article writing app | bengali article writing book | bengali article writing bot | bengali article writing description | bengali article writing example | article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | bengali article writing format | article writing gcse | bengali article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | bengali article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder

Leave a Comment