পুনম মায়মুনী – সূচিপত্র [Bengali Article]
নির্যাতিতা রহিমারা – পুনম মায়মুনী [Bengali Article]
আমাদের ঘরে যে মেয়েটি কাজ করে তাকে কেউ কাজের মেয়ে চাকরানি ভদ্র ভাষায় বলে গৃহকর্মী। বেশীরভাগ কম বয়সী শিশুদেরই চাহিদা বেশী। কারণ এদের দিয়ে ইচ্ছামত কাজ করিয়ে নেওয়া যায় আবার নামেমাত্র অল্প টাকায় বেতন, কখনোবা শুধুই থাকা-খাওয়ার বিনিময়ে।
প্রায় প্রতিদিনই খবরের কাগজে টেলিভিশন ফেসবুকের পাতায় গৃহকর্মীদের প্রতি অমানুষিক নির্যাতনের বর্ণনায় নিজেকে সৃষ্টির সেরা মানুষ বলে ভাবতে লজ্জা ও ঘৃণায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হয়।
যেদিন থেকে আপনার ঘরে গৃহকর্মী রহিমা প্রবেশ করলো সেই মুহূর্ত থেকেই সে ঐ পরিবারের একজন সদস্য হয়ে গেল। পরিবারের অন্যান্যদের মতো তার ভালমন্দ ভাবাটাও সকলেরই কর্তব্য। অথচ এই রহিমাদের প্রতি আমরা কতটুকু দায়িত্বশীল?
ওদের প্রতি যে বর্বরতার আচরণ করা হয় তা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক! আপনার শিশু তুল্য যে কচি খুকিটি শুধুই পেটের দায়ে ও ক’টি কাগজের নোটের বিনিময়ে নিজের সবচেয়ে কাছের ও প্রিয়জনদের ছেড়ে কষ্টে বুকে পাথর বেঁধে আপনার আশ্রয়স্থলে এসেছে আপনারই প্রয়োজনে।
এই গৃহকর্মী রহিমাদের উপর অমানুষিক নির্যাতনের খবর কমবেশি আজ আমরা প্রায় সবাই জানি । কাজের ঊনিশ বিশ হলে কিল-চড়, গরম পানি ঢেলে দেওয়া, আগুনে লাল করা খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেওয়া, চুল কেঁটে দেওয়া, মেরেধরে বাথরুমে আটকিয়ে রাখা। আপনার সমবয়সী শিশুটির সাথে খেলতে খেলতে হঠাৎ যদিওবা একটি খেলনা ভেঙে ফেললো! কারো দোষ বিচার না করে, আপনার শিশুটির সামনেই, গায়ের জোরে কষে একটি চড় বসিয়ে পাঁচ আঙুলের লাল দাগ বসিয়ে দেন, ঐ নিরীহ শিশুটির ছোট্ট কোমল তুলতুলে গালে।
রহিমাকে পাশে দাঁড় করিয়ে, আপনার আদরের দুলালকে তাঁর বায়নার সব মজার মজার খাবার আইসক্রিম কেক বার্গার আদর যত্ন করে মাথায় হাত বুলিয়ে খাইয়ে নাদুসনুদুস করে তুলছেন। অথচ রহিমার মনের বাসনাটা আপনার একটুও নজরে পড়লো না?
কখনোবা, কোমলমতি ঐ ছোট্ট শিশুটি তাঁর লোভ সংবরণ করতে না পেরে ফ্রিজ থেকে যদি একটু খাবার খেয়ে নিল ব্যস, চুরির অপরাধে শুরু হলো তার উপর অকল্পনীয় অত্যাচার। বাইরে কোথাও বেড়াতে বা রেস্টুরেন্টে গেলে ঝুলি বহন করার জন্য সাথে রহিমাকে নেয়া হয় ঠিকই, কিন্তু তাকে বাইরে বসিয়ে দিব্যি আপনারা সবাই মিলে চাইনিজ, বিরিয়ানি ইত্যাদি পেট পুরে খেয়ে আসেন। সেখানে একজনের খাবারও কি জুটলো না?
নাকি কাজের মেয়ে বলে কোন তোয়াক্কাই করেন নাই?
বড়ো বড়ো অনুষ্ঠান হলে মাত্র ৫০০/১০০০ টাকায় এক প্লেট খাবারের জন্য রহিমাকে ঘরে তালা দিয়ে চলে যাচ্ছেন সবাই সেজেগুজে। অথচ বিয়ে বাড়ীর সব ভারী কাজগুলো এই রহিমাকে দিয়েই করিয়েছেন। তার মনের ভিতর যে কি ঝড় তোলপাড় করছে সেই কষ্টটা একবারও কি বোঝার চেষ্টা করেছেন? তারও তো স্বাদ-আহ্লাদ আছে আপনার মতো সেও তো মানুষ! আনন্দ করার অধিকার আছে এই অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করছেন। এটি রহিমার প্রতি একটি মানসিক অত্যাচার।
গৃহকর্মীদের উপর লোমহর্ষক অনেক ঘটনাই আজ প্রায় সবারই জানা। ওদের মানসিক ও শারীরিক নির্যাতন এমন কি হত্যার মতো জঘন্যতম অপরাধ করতেও এক শ্রেণীর মানুষের বিবেকে এতটুকু নাড়া দেয় না! কিন্তু কেন, ওরা গরীব নিঃস্ব বলে?
জ্বী, ওরা নিঃস্ব বলেই আজ আপনার দ্বারে! আশ্রয়ে থেকে সবচেয়ে পরিশ্রমের কাজ শারীরিক পরিশ্রমের বিনিময়ে নিজ পরিবার, বাবা-মাকে কোরবান দিয়ে আপনার সংসারের সমস্ত কাজ নিঃশব্দে করে যাচ্ছে।
তাঁর অসহায় মলিন মুখটি আপনার অন্তরের দৃষ্টিকোণ দিয়ে একবার দেখুন, ছল ছল দু’টি চোখ আপনার দামী কোন জিনিষের উপরই রহিমার বিন্দু পরিমাণ লোভ-লালসা নেই। শুধুই আছে তীব্র একফোঁটা স্বচ্ছ ভালোবাসা পাওয়ার লোভ! একটু স্নেহের আশায় কেমন ব্যকুল হয়ে তার সাধ্যের অতিরিক্ত আপনার দেয়া কাজগুলো নির্দ্বিধায় করে যাচ্ছে। আপনার শিশুতুল্য এই ছোট্ট মানুষটি, যে আপনাদের সকলকে আরাম-আয়েশ করে শুয়ে থাকার সৌভাগ্যবান বানিয়ে দিল ।
সেই মানুষটি সামান্য পরিমাণে স্নেহ মায়ামমতায়, আপনার বুকের মাঝে একটু ঠাঁই পেতে পারে না কি?
তার বদলে ওদের প্রতি কি নিষ্ঠুর আচরণটাই না করা হয়!
সারাদিন বিরামহীন কাজ করার পর রাতে রহিমাদের ঘুমানোর জায়গা হয় স্টোররুম, রান্নাঘর, নয়তো ডাইনিং স্পেসের কোনায় একটু খালি জায়গায় জড়সড় হয়ে শুয়ে থাকার। শীতের রাতে ঠান্ডা মাটির উপর মাদুর বিছিয়ে একটি কাঁথা মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে না ঘুমানোর মতোই পাড়ি দিতে হয় সারারাত। সবার খাওয়ার শেষে বাসী পচা খাবারসহ তাকে খেতে দেওয়া হয়,পরিধানের কাপড়টিও দেওয়া হয় তাদের পুরানো মলিন কাপড়। কেউ কেউ আবার ওদেরকে কোন কাজ ছাড়া নিজেদের রুমে পর্যন্ত প্রবেশ করতে দেয় না। রান্নাঘর আর বারান্দায় সারাদিন কাটিয়ে দিতে হয়। এটি ওদের প্রতি একটি অমানবিক কাজ ছাড়া আর কিছুনা । মানসিক নির্যাতন এর মতোই নিন্দনীয় কাজ।
রহিমার স্থানে আপনি আপনার নিজ সন্তানটিকে দাঁড় করিয়ে চোখ বন্ধ করে শুধু একবার ভাবুন তো, এই আচরণগুলো যদি আপনার আদরের কলিজার টুকরার সাথে করা হতো তাহলে আপনি এই শোক সহ্য করার ক্ষমতা রাখতে পারতেন তো?
তেমনি এই রহিমারাও কোন এক স্নেহময়ী মায়ের কলিজার টুকরা। আপনার সন্তানকে তো গর্ভাবস্থা থেকেই আপনার চাহিদা অনুযায়ী বিলাসিতার মাঝে লালনপালন করে তুলছেন।
কিন্তু রহিমারা?
গর্ভাবস্থা থেকেই অভাবের তাড়নায় মা নিজের চাহিদাগুলোকে গলা টিপে হত্যা করে দুঃখ-কষ্ট সহ্য করে, অভাব অনটনের মধ্যে জড়াজড়ি করে রহিমাকে লালনপালন করেছে। তবে আপনার মতোই রহিমার মায়েরও রহিমার প্রতি ভালোবাসার কোনই কমতি ছিল না। তবুও অভাবকে জয় করতে না পেরে অবশেষে সন্তান একটু ভাল থাকা খাওয়ার জন্য তাঁর সাত রাজার ধনকে, আপনার উপর অগাধ বিশ্বাস রেখে আমানত হিসাবে রেখে যায়।
কিন্তু অবশেষে আপনারা বিশ্বাসঘাতকতা করে, আমানতের খেয়ানত করে সেই রহিমাদের পঙ্গু ও রক্তাক্ত শরীরে হাসপাতালে, না হয় লাশ করে অভাগী মা’য়ের বুক খালি করে শূন্য হাতে ফিরিয়ে দেন।
পুনম মায়মুনী | Punom Mymoni
Bengali Story 2023 | রূপান্তরের পথে | ডরাইয়া মরে
Traditional Seth Family Durga Puja | চন্দননগরের ঐতিহ্যবাহী হরিহর শেঠ পরিবারের দুর্গাপূজা
Tebhaga Movement | বাংলায় “তেভাগা আন্দোলন” এবং সলিল চৌধুরীর গণসঙ্গী
History of Bengali Poetry | কবিতা কি ও কেন এবং তার ইতিহাস
নির্যাতিতা রহিমারা | নির্যাতিতা রেণু খাতুন | নির্যাতিতা ছাত্রীকে ক্ষতিপূরণের নির্দেশ | নির্যাতিতা আতঙ্কে | মারাই গেল কালচিনির নির্যাতিতা | ময়নাগুড়িকাণ্ডে নির্যাতিতা | ৯৯৯ কলে নির্যাতিতা গৃহবধূ উদ্ধার | নির্যাতিতা মায়ের অভিযোগ | আতঙ্কিত নির্যাতিতা বাড়ি | নির্যাতিতা এক রোহিঙ্গা নারীর কথা | বাংলা প্রবন্ধ | বাংলার লেখক | প্রবন্ধ ও প্রাবন্ধিক | সেরা প্রবন্ধ ২০২২ | শব্দদ্বীপ | শব্দদ্বীপের লেখক | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন
bengali article writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali article rewriter | article writing | bengali article writing ai | bengali article writing app | bengali article writing book | bengali article writing bot | bengali article writing description | bengali article writing example | article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | bengali article writing format | article writing gcse | bengali article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | bengali article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder