শিবপ্রসাদ পুরকায়স্থ – সূচিপত্র [Bengali Poetry]
ক্ষুব্ধ জনতা – শিবপ্রসাদ পুরকায়স্থ [Bangla Online Kobita]
প্রতি তে’মাথায় জনদরদী বক্তৃতা ভালো লাগে
দেশের সেবায় নিবেদিত প্রাণ দিকে দিকে নেতা জাগে
সকলের যদি লক্ষ্যটা এক-
মিছে দলাদলি পিছে পড়ে থাক
যেকেউ মুখ্য দায় নিলে দেশ থাকে তো নির্বিবাদে।
খোলা মনে যদি দেশ সেবা করি তাহলে কীসের ভয়?
পরস্পরের প্রতি সন্দেহ অহেতুক কেন নয়
কথা আর কাজে যদি মিল থাকে
জেগে আছে সাড়া দেয় এক ডাকে
প্রতিপক্ষকে বন্ধু ভাবাটা তখনই সহজ হয়।
এইতো সেদিন সামাজিক কাজে কর্মী যেতো না পাওয়া
বলতে শুনেছি ‘বাড়িতেই খেয়ে, মহিষ চরাতে যাওয়া’
আজ আর নেই কর্মী অভাব
যে-যার মতোই খাটায় প্রভাব
পদের জন্য কাড়াকাড়ি করে ভাঙে চেয়ারের পায়া।
প্রতি অঞ্চলে সামাজিক কাজে টাকা আসে নানা খাতে
বেশির ভাগ তো কারচুপি হয় অভিনব চিন্তাতে
সাম্য বাদেই হলে ভাগাভাগি
কেউ তো উঠবে কাঁচা ঘুমে জাগি
স্বার্থপরের দলে নেতা থাকে হয় দল বদলাতে।
পোড়খেকো নেতা বিরোধী শিবিরে পিঠ পাচড়ানো পেলে
ছেড়ে আসা দল কতটা অসৎ সততায় ধরে মেলে
ছলে বলে এরা যদি গদি পায়,
প্রান্তিক যদি ভাবে অসহায়
ক্ষুব্ধ জনতা ভোট পন্থায় জনপথে দেয় ফেলে!
গণতন্ত্রে ছন্দপতন – শিবপ্রসাদ পুরকায়স্থ [Bangla Online Kobita]
রাজদ্রোহীর অপরাধে ঠিক না গণহত্যা
গণতন্ত্রেও ব্যতিক্রমী ঘোর বিরোধী পন্থা
চাপানউতোর কূটনীতিতে
সবকিছু চায় গুলিয়ে দিতে
চালের ঘুঁটি সেই জনগণ নেতারা নিয়ন্তা।
দেশ মাতলে অস্থিরতায় সবখানে সন্ত্রস্ত
আমরা যারা খুব সাধারণ কেমন মোহগ্রস্ত
নিষ্ঠুরতায় আবাল বৃদ্ধ
হয় বেওয়ারিশ অস্ত্রে বিদ্ধ
রক্তে যারা হোলি খেলায় তারা তো অভ্যস্ত।
নির্বাচিত প্রতিনিধি জনগণের কণ্ঠ
যায়না সঠিক বুঝতে পারা তাদের কী নির্ঘণ্ট
বাজার যখন অগ্নি -মূল্য
নয় জনগণ তাহার তুল্য
গণতন্ত্রের প্রহসনে গলায় বেঁধে কণ্ঠ।
আমরা যেমন আবেগ প্রবণ তেমন স্মৃতি ভ্রষ্ট
স্বদেশ ভূমি কীসের স্বাধীন মনের মধ্যে কষ্ট
রাজনৈতিক তকমা মেরে
খাস তালুকে দাপিয়ে ফেরে
গণতন্ত্রের ছন্দ পতন সেটাই দেখি স্পষ্ট!
গণতন্ত্রে লুকোচুরি – শিবপ্রসাদ পুরকায়স্থ [Bangla Online Kobita]
উন্নয়ন যা ইস্তাহারে নির্বাচনের মুখে
পিছিয়ে পড়া কেউ কোথাও থাকবে নাকো দুখে
প্রতিশ্রুতি শুধুই শ্রুতি
দিকেদিকে জনশ্রুতি
স্বপ্ন ভাঙায় প্রান্তিকেরা দাঁড়ায় তারা রুখে।
জনস্বার্থ বিরোধ নীতির বিরুদ্ধ মত দিয়ে
আজ ঘেরাও, কাল অবরোধ নিত্য দাবী নিয়ে
প্রতিবাদে সরব ভাষায়
খামখেয়ালীর নিদ্রা ভাঙায়
সম্মিলিত প্রতীক জোট আন্দোলিত হিয়ে।
শ্রমিক চাষির স্বার্থ ঘিরে সবাই ভেবে সারা
বুর্জোয়া কে কাকেই বলে তরজা করেন তারা
ধূর্ত যারা মুচকি হাসে
আমজনতা তাদের পাশে
বুঝি নাতো কী প্রত্যয়ে এমন ভাবতে পারা।
এটাই ওটাই আমার বলে এনো না ভাবনাতে
জন্মগত ভোটাধিকার এটাই তোমার হাতে
গণতন্ত্র কী মানে তার
খায় নাকি গায় মাখিবার
জানতে চেয়ে চাইবে আড়ি ঘটুক রাজার সাথে।
কাদের হয়ে লড়ছে কারা আমরা ওরা বাছে
আদ্যিকালের প্রশ্নগুলো ঘুরছে সবার কাছে
কার চাইছি ভরাতে পেট
করছি তোষণ পাঠিয়ে ভেট
গণতন্ত্রেই লুকোচুরি খেলতে মজা আছে।
শ্রেণি সংগ্রাম – শিবপ্রসাদ পুরকায়স্থ [Bangla Online Kobita]
জাত বলে কিছু নেই রাজনীতি বোঝে
বিভেদের ঘোলাজলে ভোটারের খোঁজে
বড়ই দরদ দেখি সংখ্যালঘু বলে
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্য ধ্বনি তোলে
তবু দাঙ্গা রক্তে রাঙে কাদের ইঙ্গিতে?
ভায়ে ভায়ে পারি না বুঝিয়ে।
জাত বলে কিছু নেই তা কি করে ভাবি
আত্মসুখী সমাজের খুঁজে ফিরি চাবি
ছোঁবে বলে সুকৌশলে নানা অজুহাতে
ক্ষুধিতের অন্ন কাড়ে ছাই দেয় ভাতে
পরিক্ষিত চাতুরীতে মুষ্টিমেয় কিছু
মানব আকারে অতি নিচু।
জাত বলে কিছু নেই বড়ো রসিকতা
বিশেষ সম্পর্কে দেখি কেন নীরবতা
আসন্ন ভোটের স্বার্থে মঞ্চে বলা যায়
সকল মানুষ এক এভাবে ঠকায়
দৈনন্দিন জমে ওঠা ক্ষোভ বঞ্চিতের
জন্ম দেয় শ্রেণি সংগ্রামের!
সুর বদল – শিবপ্রসাদ পুরকায়স্থ [Bangla Online Kobita]
সারাজীবন কারো নিয়ে ভাবতে আমি যাইনে
যা দিয়েছে উজাড় করে হই না খুশি তাইনে
আজও ভুগি চোখের দোষে
ঠুলি পরে তাইতো বসে
আমার যাসব আঁকড়ে নিয়ে তবুও কী সুখ পাইনে
এই কেড়ে নেয় ওরাই বুঝি ভেবে ভেবেই খাইনে।
হাওয়া বুঝে সবার সাথে নিয়েছি ভোল বদলে
ভালই হতো চিন্তাধারায় রদল বদল করলে
মাথা নাড়ি সবার সাথে
অনেক সহজ কাজ হাতাতে
আপন লক্ষ্যে মাড়িয়ে চলি হয়না দেখে চললে
অপরাধের দাগ মুছে যায় চড়িয়ে কথা বললে।
কারণ খুঁজি সবাই কেন দু’চোখে আর চায় না
যতই আমি ভালো সাজি চোখ এড়ানো যায় না
যখন তখন জনরোষে
ব্যক্তি জীবন অসন্তোষে
আতঙ্কিত গোপন কিছুর ছোঁয়াচ যদি পায় না
হাতেনাতে ধরেই ফ্যালে সেটাই ভীষণ ভয় না।
আর যা না হোক বিদায় কালে সান্ত্বনা তো এইটা
কয়েক পুরুষ চষে খেলাম চিন্তা এখন যেইটা
জমিদারি যাক না উঠে
নাম ভাঁড়িয়ে খাব লুটে
ইচ্ছে করে এক দড়িতে অবাধ্যের পেটাই-
সময় এখন বদলে গেছে ভয়ের হলো সেটাই !
চিরদিনের – শিবপ্রসাদ পুরকায়স্থ [Bangla Online Kobita]
ভাবতে পারি না পেরিয়ে এসেছি
দুঃস্বপনের দিন
নির্ভয়ে নেই প্রাণবায়ু নিতে
থাকি না শঙ্কাহীন।
একদা ভারত স্বাধীন হয়েছে
জীবনের বিনিময়ে
নেতাজি সুভাষ রক্ত চেয়েছে
ভারতবাসীর হয়ে
এখন চায়না রক্ত ঝরায়
প্রতিবাদী গলা ক্ষীণ।
স্বরাজ ভূমিতে হয়েছে বুনোন
রক্ত বীজের ঝাড়
ন্যায় নীতি নিয়ে ব্যবসা চলছে
রক্তেও নেই ছাড়
সাধারণ হাত বাড়িয়ে দিয়েছে
যতো পারো শুষে নিন।
কালশিটে দেহে রক্তাল্পতা
দুর্বল ঝরা ঘামে
কঙ্কালসার জীবন যাদের
বিকোয় না আর দামে
প্রদীপের তলে কতশত প্রাণ
আঁধারেতে হয় লীন।
নীরব ব্যথা – শিবপ্রসাদ পুরকায়স্থ [Bangla Online Kobita]
সারা জীবন কাটালি প্রায়
ক্ষুদ্র মনের গণ্ডিতে
পারলি না তুই একটি দিনও
মানব সেবায় মন দিতে।
এমন হঠাৎ কী হলো তোর
রাখলি খুলে ভেজানো দোর
কেউ ফিরেও তাকায় না আর
বোঝেনি ভুল এমনিতে।
এমন কী বা মরিস খুঁজে
পাওনা কড়ি নিস তো বুঝে
আবার কি ভুল করলি শেষে
বিফল হলি ফন্দিতে।
সব আছে তোর নেই মনে সুখ
রাখলি মুঠোয় অমর মুলুক
মানুষকে তুমি দূরেই রেখে
করলি শশ্মান তোর চিতে!
মন্দের ভাগী – শিবপ্রসাদ পুরকায়স্থ [Bangla Online Kobita]
যা কিছু ঘটুক কপালের ফেরে
বিধাতার হাতে লিখা
আমরা পুতুল অলক সুতায়
সেই টানে যবনিকা।
আমাদের যেন কোন দায় নাই
লাগাম বিহীন শুধু ছুটে যাই
বালকের মত দুহাত বাড়াই
ছুঁতে চাই নীহারিকা।
জীবনের আয়ু হাতে গোনাদিন
তাতেই আমরা থাকি উদাসীন
শৌর্যে বীর্যে যেন অমলিন
উজ্জ্বল দীপশিখা।
অপ্রত্যাশিত শেষ পরিণতি
কাহার কারণে যাবতীয় ক্ষতি
মন্দের ভাগী জগতের পতি
এ আমার অহমিকা।
পারিশ্রমিক – শিবপ্রসাদ পুরকায়স্থ
সব কিছুতেই আমার আমার
যেন শিশুর দাবী
আমার বলে নেইরে কিছুই
কজন এমন ভাবি।
জগৎ চিনিস কে কতটুক্
মুঠোয় ভরে চাস পেতে সুখ
যেদিন সত্যি বুঝবি রে তুই
ভীষণ লজ্জা পাবি।
চাইছে যে তোর ভরে দিতে
সেই পারেনি গুছিয়ে নিতে
তোর থেকেও অধিক দুখী
তার কাছে সুখ চাবি?
নিষ্কামে ফল চাসনে পেতে
ঘাম ঝরিয়ে থাকলে মেতে
শরীর মনের সম্পদে তুই
পূর্ণ হয়েই যাবি।
সুপ্ত ব্যথা – শিবপ্রসাদ পুরকায়স্থ
চাও বা না চাও কিবা আসে যায়
তবুও জীবনে ঘটে
ঝেড়ে ফেলে দিতে চাইলেও তবু
সরাতে পারি না বটে।
লুকাতে পারিনা গোপন সকল
নিয়তই বুঝি তারা কী সবল
তারা তো ভাঙতে চায় মনোবল
কতো অপমান রটে।
আপনার জন ভাবিতাম যারা
দূরত্ব রেখে আজ হাসে তারা
আমার কী দোষ বুঝতে পারিনা
আটকে গিয়েছি জটে।
মানতে পারি না বাঁকা রসিকতা
বলতে পারিনা হৃদয়ের ব্যথা
এড়াতেই চেয়ে এই নীরবতা
হয়ে আছি আঁকা পটে।
শিবপ্রসাদ পুরকায়স্থ | Shibaprasad Purakayastha
New Bengali Story 2023 | সন্দেহের কাঁটা | কৃষ্ণকিশোর মিদ্যা
Dwiragaman | দ্বিরাগমন | পুনম মায়মুনী | 2023
Shesh Belay | শেষবেলায় | মনসুর আলি | Best 2023
Suryamukhi | সূর্যমুখী | শওকত নূর | Best 2023
চিরদিনের | নীরব ব্যথা | মন্দের ভাগী | পারিশ্রমিক | সুপ্ত ব্যথা | চিরদিনের কবিতা | চিরদিনের জন্য | চিরদিনের উত্তম কুমার | পারিশ্রমিক কাকে বলে | পারিশ্রমিক বাক্য রচনা | পারিশ্রমিক বর্ণ বিশ্লেষণ | শীত পদান্তর | সোনা এর পদ পরিবর্তন | গ্রাস পদ পরিবর্তন | অঙ্গীকার পদ পরিবর্তন | পারিশ্রমিক সংক্রান্ত | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২২ | কবিতাসমগ্র ২০২২ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন
Chirodiner Songs | Chirodiner Movies and Music | Ami Toh Tomar Chirodiner | Bondhutto Chirodiner | Nirob Betha | Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | Sabuj Basinda | High Challenger | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life