শ্যামল চক্রবর্ত্তী (সবুজ) – সূচিপত্র [Bengali Poetry]
বৃষ্টিভেজা স্কোর – শ্যামল চক্রবর্ত্তী (সবুজ) [Bangla Kobitar Diary]
সিংহ শুধু জঙ্গলেতে?
লর্ডসের ওই ব্যালকনিটা।
ব্রিটিশ দম্ভ চূর্ণ করে,
বাইশ গজের চওড়া ব্যাটে।
বৃষ্টিভেজা স্কোরটা পড়ছে,
জিতিয়েছিল কেমন তরে।
শচীন-সানি-বিরাট-ধনী,
দাদার কাছে ভারত ঋণী।
অফ্স্টোকে ঈশ্বর তুমি,
মনের কথা বললো দ্রাবিড়।
শুধু কি আর মাঠের নায়ক!
সামলে দিল দাদাগিরি।
টেস্টে তোমার ষোল আনা,
এক দিনে বাইশ শত।
বয়কটের আদর নামে,
সবার প্রিয়।
প্রিন্স্ অব কলকাতা।
নারীর জীবনে আষাঢ়ে গল্প – শ্যামল চক্রবর্ত্তী (সবুজ) [Bangla Kobitar Diary]
হায়রে মানুষ তোরা মিথ্যে দিয়ে গড়া।
যুগের পর যুগ এমন অবোধ হয়ে চলা।
শ্যামলা চোখে তাকিয়ে পাগলা পাগলা হওয়া।
আমার মনের ক্যানভাস টা তোর হৃদয় আঁকা।
তোর হাতের গোলফ্লেকটা আমার মত জ্বলা।
হাজার বছর আমার মন তোর মনেতে গড়া।
মিথ্যে কত প্রতিশ্রুতি ছলা কলায় ভরা।
লক্ষ্য আমার মন যোগানো উর্বরতায় ঠাস।
কবিতা মনের মলম পোড়া হৃদয় লাগা।
সমস্ত – শ্যামল চক্রবর্ত্তী (সবুজ) [Bangla Kobitar Diary]
ফুটছে জ্যোতি তোমার আঁখি,
প্রেমের আস্কারায়।
দামাল প্রেম পূর্ণ হবে,
তোমার ইশারায়।
হৃদয় মাঝে মেঘ জমেছে,
হোক না শ্রাবণ মাস।
ঝরুক প্রেমের অঝোর বারি,
শূন্য হৃদয়ে তরী।
প্রেমের নেশা – শ্যামল চক্রবর্ত্তী (সবুজ) [Bangla Kobitar Diary]
নেশায় আমি তোমায় খুঁজি,
বৃষ্টি ভেজা বর্ষাতে।
মাধব সেজে বাজায় বাঁশি,
এইতো বৃন্দাবন।
নেই তো আমার ময়ূর মুকুট,
প্রেমই মজে মন।
আসুক তুফান মর্মে আমার,
হায়রে ত্রিভুবন।
গোলকধামে ঈর্ষা করুক,
হবো কৃষ্ণ রাধা।
প্রেমের নেশায় বৃষ্টি ভেজা,
খুঁজবে অভিসার।
মাধব মাধব রাধা মাধব,
ভাঙবো ও বাঁশি আজ।
প্রেমের লীলায় তন্দ্রা তোমার,
বিলীন হব আজ।
কর কি শ্রমের হিসেব – শ্যামল চক্রবর্ত্তী (সবুজ) [Bangla Kobitar Diary]
খাতার পাতায় ছাপা হয়,
বুদ্ধিজীবীর কথা ।
উক্তি আর যুক্তি কত,
ঠান্ডা ঘরের কথা।
স্বার্থে যদি আঘাত করো,
শব্দ করে পালায়।
মজুর কত কৃষক তারা,
ঘাম রক্ত ঝরায়।
পাওনা কি তার নোবেল শুধু,
কর কি তার শ্রমের হিসেব।
সমাপ্ত কি হবে?
অন্তরে আলো চেতনার দ্বীপ জ্বালো – শ্যামল চক্রবর্ত্তী (সবুজ) [Bangla Kobitar Diary]
নিশা রাতে শক্তি পুজো,
চৌদ্দ প্রদীপ জ্বালো।
এঁদো কোনায় প্রদীপ মালায়।
হলো আলোয় আলো।
জাগাও অনুভূতি,
অন্তরে আলো।
ঘোচাও তমসা,
চেতনার দ্বীপ জ্বালো।
ধর্ম পুজো থাক দূরে,
মানবতার আলো জ্বালো।
তাইতো তুমি মা মৃন্ময়,
জগৎ করেছ আলো।
স্মৃতিচারণায় বুদ্ধদেব গুহ – শ্যামল চক্রবর্ত্তী (সবুজ) [Bangla Kobitar Diary]
লাল কালী ভেজা পাতা হল আবছা হয়ে।
বেদনার সাঁকো নিয়মে পেরোনো,
পাঠকের মনে রবে অবিচল যেন।
এত সহজে যায় কি মুছে নক্ষত্র ধ্রুবতারা।
নানা পড়বে মনে, সেলফে অনেক বইয়ের পাঁজা।
কয়েক লক্ষ পাঠক কোজাগরী মাধুকরী।
চেনালো শুধু প্রকৃতি, জঙ্গলে প্রান্তিক জনগণ।
গেলেন করে যুব অভিনয় কিশোরসাহিত্য উপন্যাসে।
ঘুম কেড়েছে কত যৌবন বসন্ত কোয়েলের কাছে
সহজে কাটে না নেশা মহুয়ার জঙ্গলে মেশা।
না হয় হোক অরণ্য ঐশী, ধরা দিল প্রেমিকের মহিমা।
নারী বললে বাদ হয় কি তবে প্রকৃতি থেকে।
করেছেন লালন বন জোছনায়, ভালোবাসার শ্যামল অন্ধকার।
ট্রেনের লাইন – শ্যামল চক্রবর্ত্তী (সবুজ) [Bangla Kobitar Diary]
ইস্পাতের তৈরি আমি।
যেন দুটো দাঁড়ি আমি।
আমার উপর ভর করে,
মজার ভ্রমণ দূরে পানে।
জীবন আমার ওষ্ঠাগত।
ঘটাং ঘটাং শব্দ করে।
চালাও চাকা বুকের উপর।
বাঁচিয়ে দিয়ে সময় কত।
এইতো সভ্য তৈরি সমাজ।
শ্যামল ঘেরা ঘন অন্য।
জেগেই থাকি সারাক্ষণ।
এপার থেকে ওপার যায়,
জন্তু ছাড়া ঐরাবত।
ছোট্ট খোকা বড় সোনা,
মজায় চড়ে টয় ট্রেন।
ওই দেখে না স্বপ্ন কত,
প্রশ্ন জাগে শত শত।
গলিয়ে দাগ হৃদয়ে মম।
এবার আমি ট্রেনী হবো,
স্বপ্ন ঐতো সার্থক হবে?
বিবেক যদি হয় জাগ্রত।
শালিক পাখি – শ্যামল চক্রবর্ত্তী (সবুজ)
ছুটে যায় দলবেঁধে লাঙ্গলের পিছে পিছে।
চেনা যায় সহজে রিং কালো চোখে তার।
ঝুঁটি নেই তাতে কি কালচে রঙ বাদামি।
কমলা ঠোঁট দিয়ে মজা করে কেঁচো খায়।
খড়কুটো ঘাস পালা নীড়ে তারা নিয়ে যায়।
বাসা বাঁধে গাঙশালিক আশেপাশে খাল-বিলে।
শহরের মানুষের ভাঙ্গে ঘুম প্রভাতে।
শিস তার মধুরিমা পাখি তাই পোষে বেশ।
মজাদার গায়কী সমতায় সমাদর।
কিচমিচ শব্দে নানান তারা প্রকারের।
শহরের প্রান্তরে খোঁজে তারা খাবারে ।
দলবেঁধে জমায়েত ক্ষেত আর ডাস্ট্-বিন।
খাবারের খোঁজে তারা ফড়িংয়ের পানে ধায়।
চক-চক শব্দ করে তারা বিপদের আভাসে।
ঠিক ঠিক শব্দের পটু কেমন অনুকরণ।
আম জাম কাঁঠাল এর প্রিয় তারা খাবারের।
জুটি বেঁধে জীবনে জোড়া জোড়া শালিকে।
পটু তারা দখলে নীড় কত শত পাখিদের।
সুখ্যাতি নেই তার শালিকের পরিচয়।
নানা দেশে প্রকারে পরিচিত শালিকের।
আসমান – শ্যামল চক্রবর্ত্তী (সবুজ)
আসমানে জমে মেঘ মন হয় আনমনা।
কালো আর সাদা মেঘে গাংচিল উড়ে যায়।
বলে যায় কত কথা তাই মন উতলা।
চেয়ে থাকি তোরই পানে আয় মেঘ আয়না।
যাবো ভেসে তোরই সনে মন আর সয় না।
মনে আছে জমা কথা দয়া করে শোন না।
হাত নেড়ে বলে কথা নয় আমি একলা।
জানো না তো ঐক্যের আছে কত শক্তি।
একসাথে ঘনীভূত এনে দেবো বৃষ্টি।
ভরে যাবে মাঠ-ঘাট চাষবাস শ্যামলে।
শান্তির দূত হবো মেঘ আমি গাংচিল।
উড়ে যাব অন্তরে প্রেম হবে শান্তির।
জগতের ক্রন্দন মুছে দেবো এমনি।
অর্থের চাহিদা থাকবে না কখনো।
নীলিমায় নীল কেন করে মন প্রশ্ন ।
মন তাই উতলা খুঁজে মরে উত্তর।
আসমান অসীমে পাবেনা নাগালে।
হৃদয়ের আসমান করো তুমি প্রশস্ত।
মানবতা সৃষ্টি হবে এই সমাজে।
পৃথিবীর জনগণ এক হবে মন প্রাণ।
বসন্তের গোলাপ – শ্যামল চক্রবর্ত্তী (সবুজ)
গোলাপ আমি পাপড়ি অনেক গন্ধ ঢালী তোরে।
মন্দ নয় দেখতে আমায় মূল্য দিস তারে।
দেবের গলায় মালা দিয়ে শোভা বৃদ্ধি সাজে ।
গোলাপ আমি উস্কে দেওয়া প্রেমের প্রদীপ জ্বালি।
যুগেই অনেক তরুণ জানে আমি প্রভাবশালী।
গোলাপ আমি প্রেমের কলম বন্যা সৃষ্টি করি।
করেছে কত বসন্তের পারে, আমায় সঙ্গে করে।
নানান দিবস আমায় খুঁজে তাইতো আমি গোলাপ।
কণ্টক আছে দেহে ভরা মরে ক্ষুব্ধ হয়ো না যেন।
সুন্দর হবে প্রিয়তমা তবে খুঁত খুঁজো না কোনো।
জীবন তবে সুখী হবে আমায় দেখে শেখো না!
মালা হয়ে যুগে যুগে রবো জীবন নদীর পারে।
আমায় নিয়ে গল্প ছবি প্রেমের কবিতা আঁকো।
বসন্তের পথিক হয়ে ক্লান্ত প্রেমের ছায়ায়।
দুই জুটি হয়ে দেবে ধরা তরে তবে হবে সার্থক।
প্রতীক হয়ে রবো তারি মাঝে মূল্য দেবে মরে।
আমার পাপড়ি দিয়ে প্রেমের ছবি তোমার অন্তর।
কতো না ঝরে পাতা কুঁড়ি বৃদ্ধ হলে পরে।
নিয়মের সাথে চলে তাকে কেন অস্বীকার করো?
রূপ নিয়ে কেন বাড়াবাড়ি এইতো অহংকার করো।
উদ্ভিদ – শ্যামল চক্রবর্ত্তী (সবুজ)
সুষ্ঠুভাবে লালন পালন রবির কিরণ মুখ্য লাগে
জল আর অক্সিজেনে শরীর গঠন পর্যাপ্ত প্রয়োজন।
ভবিষ্যতের কাজ করো সময় তোমায় দেখবে জানো।
সবুজ হবে বিশ্বময় দুশ্চিন্তা চাহিয়া থাকবে না।
বাঁচবে তোমার ভবিষ্যৎ ,টিকিয়ে রাখুক সবুজ গাছ।
পূর্ণ বিকাশ ঘটায় তুমি ,তাইতো সময় আসবে জানি।
ভাগ্য তুমি নিজেই গড়, সবুজ গাছ রোপণ করো।
লক্ষ্য নজর রাখলে পরে সুস্থ জীবন ধন্য হবে।
নির্মল মুক্ত হবে পরিবেশ একটা সবুজ উদ্ভিদ এই বেশ।
সীমাহীন প্রদান উদ্ভিদে হিসেব কষা কখনো হবে না শেষ।
ক্লান্ত পথিক তরুতলে আশ্রয় নেয় ভাব কি তখন?
অমূল্য অক্সিজেন উৎস মোদের সবুজ ঐতো সবুজ।
কাঠের চাই দাও উদ্ভিদের জুড়ি মেলা ভার।
জীবনের বেঁচে থাকার খাবারের চাহিদা তোমাকেই চাই।
ফল কেন শাকসবজিতে ও তোমাকে চাই।
মহৌষধি মনে করিয়ে দেবে তোমাকে চাই।
তোমাকে চাই এক কদম এগোতে পারবে না ।
নীড় কত আছে তাতে বলার অপেক্ষা রাখে না তো।
পুষ্পরাজি শোভাবর্ধনে তোমাকে চাই।
ভাবার কি অবকাশ আছে খাতার পাতা ভরে যাবে।
আবার তো তুমিতো শক্তির উৎস আছো।
শ্যামল চক্রবর্ত্তী (সবুজ) | Shyamal Chakraborty
New Bengali Article 2023 | সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা
New Bengali Story 2023 | তুতানের পৃথিবী | গল্পগুচ্ছ
Shesh Belay | শেষবেলায় | মনসুর আলি | Best 2023
Suryamukhi | সূর্যমুখী | শওকত নূর | Best 2023
Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Kobita Bangla Collection in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla Online Kobita | Bangla Online Kobita 2023 | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2022 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | poetry competition crossword | writing competition | writing competition malaysia | Kobita Bangla Collection in mp3 | writing competition hong kong | writing competition game | Bangla Online Kobita pdf | Bangla Online Kobita pdf book | Bangla Online Kobita – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life | Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | Natun Bangla Kabita 2023 pdf book | Writer – Kobita Bangla Lyrics 2023 | Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Top poetry – Natun Bangla Kabita 2023 | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF