Bangla Kobita Ghar – Prabir Kumar Chowdhury
অন্যায্য – প্রবীর কুমার চৌধুরী
মুখ আর মুখোশের আড়ালে –
মনুষ্যত্ব বলি হয় অন্তরালে
তুমি, আমি কেউ বুঝি না আহ্লাদে
আমরা কী গভীর ষড়যন্ত্রের ফাঁদে।
অফুরন্ত কামরসে সিক্ত হও
শিৎকারে নিভৃতে কথা কও
দেওয়াল বেয়ে নেবে আসে সরীসৃপ
ক্ষণকাল পড়ে নিভবে জীবনদ্বীপ।
যে ওষ্ঠে লেহন কর প্রেম রসলালা
সে ওষ্ঠে লুকিয়ে আছে চরম বিষজ্বালা
ক্ষণেকের মোহে যে মানবতার দ্রোহ
ঘরভাঙে লোভের নির্লজ্জ সমারোহ।
কতকাল চলছে মিথ্যার প্রহসন
তাকেই দিচ্ছো মর্যাদার আসন!
এতো যে অন্যায়, মিথ্যার প্রলাপ
অচেতনে তুলে দাও তারে গোলাপ?
অপস্রিয়মাণ – প্রবীর কুমার চৌধুরী
বর্ণমালার মিছিলে স্তব্ধ হয়ে আসে সে গান
আবহমান ঝাপসা হতে, হতে দুচোখ ম্রিয়মাণ
আজ কেবলই সবুজহীন লোভের অন্বেষণ
রাতভরে বসে অপ্রত্যাশিত মৃত্যুর অধিবেশন।
বসনহীন, বেআব্রু চকচকে ছড়ানো নকল সোনা
কৃত্রিমতার সাজানো বাগানে ফোটে না হাসনুহানা।
গাছের আঙিনায় ঠাঁই নেই, বড় নিষ্প্রাণ,ছায়াহীন
পাতা ঝরে,ঝরে ছায়া মরে, মরে গোধূলিই বিলীন।
চিতায় শোয়ানো অথবা কবরের নিচে শুধু আহ্বান
হৃদবলয়ে দাউ, দাউ করে অনল জ্বলে লেলিহান।
বেঁচে আছে প্রেম – প্রবীর কুমার চৌধুরী
না আর ভালো লাগে না
জীবনের যা কিছু বুকে তুলে নেওয়া
সুখের আঙিনায় হাসি মুখে দেওয়া
পিছে পড়ে থাকা নষ্ট দুপুরে
তোমার চলার ঝংকার নূপুরে
ভগ্ন নীড়ে ফিরে আর আসে না।
হয়তো বলিনি মুখ ফুটে কিছু
না বলেও তো থেকেছি কত না কাছে
বসন্ত বাতাসে ঝরেছে ফুল গাছে,গাছে
দুটি হাতে মালা গেঁথে পড়াতে চেয়েছি
বোঝোনি তুমি গানে, গানে কত বলেছি
বোঝোনি কেন ঘুরি পিছু, পিছু?
অভিমানে প্রেম দিলে নির্বাসনে
সবাই কি বলে মুখ ফুটে সব কথা
বড় প্রিয় বুকে চাপা গোপন ব্যথা
সে প্রেম বেঁচে আছে হৃদসিংহাসনে।
পদক্ষেপ – প্রবীর কুমার চৌধুরী
ধাপ গুনে পায়ে,পায়ে উঠে আসি
লুপ্তপ্রায় মননের চেতনায় –
জানি – নয় এতো কোন স্বর্গের সিঁড়ি
না ডুবে যাওয়ার এক মোহনা।
শুকিয়েছে কত জলাশয়, জলহীন স্থল
মধ্যাহ্নে, ফিরে যায় তৃষ্ণার্ত চাতক
বর্ষা বুকভরা অভিমানে, মরুভূমি হাসে
সুধাহীন ভূমে, শুস্কতা বুকের আঙিনায়।
তুলির টানে তোমার মুখে আকীর্ণ,
চুম্বন ভোলায় সব অভিমান
লংকাকান্ড, ছড়ায় বিষভান্ড -প্যালেটে –
বিকৃত প্রতিচ্ছবি, প্রতিবিম্বিত ক্যানভাসে।
গুনে গুনেও ভুল হলো সব পদক্ষেপ
পথ ভুলেই কাছে এলো মিথ্যার বাসনা
খণ্ডন হোক আদিষ্ট সুখ, জেগেছে-
ঘুমন্ত অবিশ্বাস্য জমিয়ে রাখা মন্বন্তর।
প্রেমহীন – প্রবীর কুমার চৌধুরী
কত যুগ পেরিয়ে এলো একসাথে
চারিহাতে সাজাল অপেক্ষার বসতের ঘর
ভরিয়ে দিল দোঁহে হাসি আর গানে
সায়াহ্নে খুঁজে,খুঁজে দেখে প্রেম ছিলো না!
কথার পাহাড় জমে গেল কত আজীবনে
হাত ধরে পেরোনো সুখ-দুঃখের চরাচর
মিলনের পর আতিপাতি খুঁজে, খুঁজে কাটে রাত
নরম বুক ছুঁয়ে, ছুঁয়ে কোত্থাও প্রেম পেলো না।
রান্নাঘরের তাকে সাজানো সুস্বাদু আহার
হাতে ভরা গ্লাসে বিশুদ্ধ পানীয় জল
দুপুর বেলায় মুখোমুখি পাতে সুগন্ধি ভাত-
গ্রাস গিলতেই বোঝে সে ভাত প্রেমে সিক্ত না।
পালঙ্কে জ্যোৎস্না পড়ে হাসে চাঁদ খসে, খসে
চাদরে অটুট রতিনেশার অদম্য নেশার গন্ধ
পরাগ মিলনে বাগিচায় সুপ্রভাতে ফুলও ফোটে
সে ফুল বুকে চেপেও কেন প্রেমহীনতার যাতনা?
কত রাত কেটে গেল ঠোঁটে-ঠোঁট রেখে
কত নিশীথের মিলন তৃপ্তির ভাসে শীৎকার
দুটি মন হিসাবের খাতায় কিছু কি জমালো
বার্ধক্যের চোখে জল, কথা দিয়েও প্রেম এলো নাতো।
চাঁদের কণা – প্রবীর কুমার চৌধুরী
মায়েরও সোনা চাঁদের কণা –
হেঁটে যায় গুটি গুটি পায়ে।
মুখে তার নিষ্পাপ হাসি,
মায়ের মনে বাসনার রাশি
বুকভরা আহ্লাদে আটখানা,
মায়া ভরানো ওচোখ টানা, টানা।
শুভ জন্মদিনে মায়ের মমতাখানা –
সাজায় দেখি ধুতি পাঞ্জাবি দিয়ে।
এও এক সাধনা – প্রবীর কুমার চৌধুরী
আদরে মাখানো রক্তশোষণের ইতিহাস দেখে –
হয়তো ফিরে তো যেতেই পারতাম, গরম ভাতের গল্পের জন্যে, তবুও দাঁড়িয়েছিলাম শেষটুকুর অপেক্ষায়।
ওভাল সেফের মুখ, মিষ্টি হাসি, মুখে –
টোল পড়ে ক্ষণে, ক্ষণে – বুকের উল্কিতে দুর্বার আকর্ষণ, বুঝিনি তাতে ভরা আছে কদর্য প্রতারণা।
কেমন ভিড়ে মিশে যায়, বিলিয়ে দেয় স্বত্বা,
মন জয় করে ভয়ানক সুন্দর চতুলতায় –
বিভ্রান্ত করে মন, কিন্তু পরিণতি বড়ই দুঃখের।
আমি বুঝিনি তার অভিনয় , অপেক্ষায় পায়নি চুম্বন,
একটু উষ্ণতার জন্যে ঘুরেছি বারবেলা, বড়ই শীতল ও দেহ।
নিশীথে অলক্ষ্যে জাগায় প্রলয় – কোন স্বপ্ন দেখায়নি।
খবরে প্রকাশ – শক্তির উৎসের সন্ধানে তার –
প্রতারণাও এক সাধনা, তারই জন্যে দিন – রাত গরম ভাতের গল্প, অন্তিমে বসায় পঞ্চমুন্ডির আসন।
মন সৃজনের কথা – প্রবীর কুমার চৌধুরী
শেষের শুরু – অশনির হাওয়ায় ছড়ায় ছলাকলা
আশা জাগায় মনে, মিলনস্পৃহা অনাথ আত্মজনে
না পাওয়ার ব্যথার ঘুম ভাঙায় স্বপ্ন গোধূলিবেলা
মনকথা কবে না আর, অতল নিঃস্বতার বিজনে।
বনানী বর্ণহীন, পাখপাখালির থেমে গেছে গুঞ্জন
নিরাসক্ত একা,খুঁজে ফিরি হারানো মনোরঞ্জন?
পিয়াস জাগে, বারিধারা মাগে তৃষ্ণার্ত চাতক চাতকি
নীলাকাশে ডানা মেলে ভারাক্রান্ত, অশান্ত মন,
নিরবধি খলনায়কের দিগন্তজোড়া দিশাহারা ভেলকি
আর কতকাল রবে নীরব, জ্ঞানহারা, মৃতবৎ অচেতন ?
মূক ও বধীর নও তো তুমি, নিরন্তর কেন বাকহীন
সল্লাসে উগরে দাও প্রতিবাদ – চেতন হোক বাধাহীন।
জাগ যুগপুরুষ – প্রবীর কুমার চৌধুরী
চিরঘুমে শায়িত তুমি হে যুগপুরুষ,
নিষাদের যে তীর কাঁপতে কাঁপতে বিদ্ধ করেছিল তোমায় –
আজ সেই তীরেই বিদ্ধ সকল মানবজাতি।
বিশৃঙ্খলিত আজ তোমার সাজানো পৃথ্বী।
সাম্য আর গণতন্ত্রের গান গেয়েছিলে তুমি,
আপন পৌরুষ আর গরিমায় গড়েছিলে –
মানুষের মানবিক ভারসাম্য।
পাপের সাম্রাজ্যে স্বপ্ন দেখিয়েছিলে –
ন্যায়, সত্য আর সুন্দরের,
আজ তুমিহীনতায় ভরে গেছে –
পাপাচার আর মিথ্যার বেসাতি।
দিক দিগন্তে কংস প্রাণ পেয়েছে ফিরে,
অত্যাচারে উন্মত্ত মাতাল,
নিষ্ঠুর, কামনায় ভরে উঠেছে শান্ত পৃথিবী।
হে মধুসূদন, হে গদাধর, জাগ্রত হও –
দেখাও তোমার অসীমতামানবতার কল্যাণে।
ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠাকারী হে মহান নেতা –
ভক্তিবাদের মায়াবী চেতনার হে উদারচেতা,
নবরূপে তুমি আজ এস ভগবান,
শান্তিরাজ্য প্রতিষ্ঠায় তোমাকে আহ্বান।
নবভারতের প্রয়োজনে হোক পুন-মহাভারত-
শঙ্খ, চক্র, গদা, পদ্মে শোভিত পদাঘাতে –
বিদীর্ণ হোক দুর্জন, শত্রুহীন হোক পবিত্র ভূমি
হে মহাসারথি বাজাও তোমার পাঞ্চজন্য,
বিশ্বরূপ দেখাও প্রভু নতুন কুরুক্ষেত্রে –
মানবতা জাগুক, আজকের রণক্ষেত্রে।
শীতের ছড়া – প্রবীর কুমার চৌধুরী
হিমেল হাওয়া দিচ্ছে জানান কড়া নাড়ে শীত,
পূর্ণিমা রাত রুপোয় ধোয়া গাইছে খুশীর গীত।
তাপমুক্ত, রোগমুক্ত প্রভাব চিরন্তন –
এবার বুঝি বেরিয়ে পড়ার এসেছে মাহেন্দ্রক্ষণ।
আকাশ আজ বাঁধনহারা নীল মেঘের ভেলা –
বনানী তাই দিচ্ছে হাসি, পাখ-পাখালির খেলা।
হৃদয় আমার দিচ্ছে শিস এ কোন আকুলতা –
ষড়ঋতুর পঞ্চঋতুর ভীষণ ব্যাকুলতা?
নবান্নের হাতটি ধরে আসছে শীতকাল,
মাঠে মাঠে সোনার ফসল হাসি ভরা গাল ।
পৌষ পার্বণ, খেজুর রস, পাটালি, পুলি-পিঠে –
প্রভাত রোদে পিঠ ঠেকিয়ে রসনায় জীবন মিঠে।
সকাল-সন্ধ্যা চাদর মুড়ে দিচ্ছে যেন উঁকি –
মিষ্টি সকাল, রোদের কিরণ নাই জ্বলনের ঝুঁকি।
হিমেল হাওয়ায় হিমের স্পর্শ –
শিশির ভেজা ঘাসের আগায় জাগায় বুঝি হর্ষ!
শীতের রাতে গরম চাদর আগুন পোয়ানোর ঢল –
এমন সুখের, খুশীর দিন কোথায় আছে বল?
শীতের রাতে কতই মজা যাত্রা পালা হবে –
স্কুলমাঠে মেরাপ বাঁধা সার্কাস পার্টি রবে।
ঠান্ডা-রাতে সুখস্বপ্ন, ঘুমের দেশে খেলা –
তাইতো মাগো ঘুম ভাঙতে আজ হয়েছে বেলা।
নানান ফুলের জলসায় নীরব থাকে না মন,
শিশির মাখানো স্নিগ্ধ ফুল সৌরভ ছড়ায় এখন।
তোমরা বল মৃত্যু সময়,কেউবা বলে নীরবতা,
আমি বলি ভালোলাগা, সুখ মেশানো অধীরতা।
তাপ মুক্ত দিবস-রাতি জাগায় বুকে প্রাণ,
দরজা খুলে তাকিয়ে দেখি শীতের আহ্বান।
উদ্ভাস – প্রবীর কুমার চৌধুরী
শুভ সকাল
থাক বহাল
শুভেচ্ছাটুকু।
এ দীনতায়
এ বিনতায়
বাঁচি কতটুকু?
ডাকি যে এতো
আশায় কত
মন উড়ুক্কু।
ঘরেতে এসো
একটু বোস
প্রেমাঞ্জলিতে।
একটু ছুঁয়ে
মিলবো দুয়ে
আসক্তিতে।
আশায় নব
দুজনে রব
উচ্ছাসহীন…
এত লাঞ্ছনা
এত বঞ্চনা
চেতনাহীন।
পড়েছি নুয়ে
থেকেছি ভূয়ে
মুখ-বধির।
পাপ-অংশ (পাপাংশ)
হোক ধ্বংস
দিন অস্থির।
এ কোন সৌভিক – প্রবীর কুমার চৌধুরী
জানালা থেকে দৃশ্যত একটা পঙ্গু গ্রহের আংশিক উন্মুক্ত আকাশ-
নিরবচ্ছিন্ন শতভিষা নিভু, নিভু ।
কুহকে মোড়ানো আদিঘোড়া ছোটে অক্লান্ত,
কৃষগহ্বর মুঠোয় নিয়ে আসে…ধূসর শহর।
আর কবে স্বাবলম্বী হবে,দৃষ্টি দেবে
গঠন বিন্যাসে মুখরিত হবে কথকতা?
তুমি যে ঋত্বিক অনন্ত সময় পেরিয়ে হয়েছ সাধক।
মৃত্যুর শোকাবহে …আমূল পরিবর্তন সঙ্গীত মুখর ।
ছকভাঙ্গা যাত্রাপথে দোতারায় সুর তোলে-
পদাতিক অনন্তকাল।
বিবসন, আর স্বর্গরথে চড়ে না মন
এখন যে দেহ টানে জ্যোৎস্নাহীন আদিঘোড়া।
আবর্তে নেশাচ্ছন্ন করে রেখেছে সৌভিকসন্ধ্যা ।
প্রেমচুম্বন – প্রবীর কুমার চৌধুরী
কে তুমি মায়াশরীর
আমার মুখোমুখি
তোমার নবনির্মিত আয়ুধ-
আমার শরীরে আঘাত হানে।
সময়ের দৃষ্টিতে সহস্র প্রশ্ন
অন্বেষায় ক্লান্ত ,পিছিয়ে যায় তটরেখা।
প্রতিভার প্রথম আলো –
ঠিকরে পড়ে প্রেমহীন বুকে
সাফল্যে গোলাপ কুঁড়ি উন্মাদ স্তন
বেপরোয়া উল্লাসে শুধু চায় – “প্রতীকের উত্তরাধিকার “।
কিছুই পারিনি নিতে
সে কেবলই চায় কামনায়
নিষিদ্ধ যৌবন। ব্যর্থ নিষিক্ত প্রেমে –
শেষ বিকেলের পালানো আলো
কনে দেখে,গোধূলির আলাপনে।
পতঙ্গের ন্যায় উড়ে আসে-
কাঁপা ঠোঁট অপেক্ষার মদির ঠোঁটে-
সলাজের ঢাকনা খুলে ঢেলে দেয় প্রেমচুম্বন।
অনুকবিতা – প্রবীর কুমার চৌধুরী
বড় লোভী তুই খুঁজিস রতন
রাত পহালো রে উঠবি কখন?
বেলা বয়ে যায়, সঞ্চয় কোথায়?
নিলি শুধু ভেট ভরালিও পেট।
দেখলি না নদী- মাঝি পাড় করে
সায়াহ্নে দাঁড়ায়ে কাঁদবি অঝোরে।
এ কোন সকাল – প্রবীর কুমার চৌধুরী
সহস্র বছর পেরিয়ে এসে-
দেখি এ কোন সকাল?
তমিস্রাবৃত,ধূসর, বিবর্ণ
মায়াহীন –
জঠর জ্বালায় ক্ষত-বিক্ষত
মনুষ্য আকৃতির দুপেয়ে অবলা জীব।
সূর্যোস্নাত কিছু বিষমাখা বিক্ষুব্ধ
ত্রাণযাঁচে দুর্নিবার। অসহায়-
দুমুঠি ঊর্ধবাহু অনর্গল কান্নায় ডুবে অনন্তকাল।
নিরাভরণ, পীড়িত – নগ্নতায় দোল খায়, যেন এক উচ্ছিষ্ট জীবন !
প্রাত্যহিক, অযাচিত নির্মম খোলস ছাড়ায় অপরিপূর্ণতার অনুতাপে।
ব্যথাতুরা নিখিল আকাশ,
বিষাক্ত নির্মম বাতাস,
কার দোষ খোঁজে নিপীড়িত, অনাহুত, অবাঞ্চিত দুর্গন্ধ শবাধার ?
ঘৃণার স্রোতে ভেসে যায় –
অভিশপ্ত গর্ভের নিস্কলঙ্ক আধার।
সহস্র বছরের কঠোর সাধনা,
কৃচ্চসাধনের এ ভয়াভয় প্রতিফলন-
বল, বল কে চেয়েছে অসহনীয় –
সংক্রামিত এ অভিশপ্ত সকাল ?
স্বপ্নের মূর্ছনা – প্রবীর কুমার চৌধুরী
হৃদয়ের অভ্যন্তর রক্তাক্ত, ক্ষত-বিক্ষত
তবুও তোমার মুখের সেই হাসি
যা দেখে যৌবনে প্রারম্ভে বলেছি-
ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসি।
অলক্ষ্যে দুহাতে সরাও পথের কাঁটা
জ্বলছে শুধুই জ্বলছে, যেন লঙ্কাবাটা
সমস্ত দুঃখকে স্বপ্নের রাংতায় মুড়ে –
তবুও বলেছো ভালো থেকো।
নিশীথে একাকিনী তুমি কলঙ্কিনী
দুঃখকে ঢেকেছো স্নিগ্ধ জোছনায়
নীরব থেকেই হাজার ঝাড়বাতি-
জ্বেলে-জ্বেলে, তমসের মহল করেছো আলোকিত।
কে তুমি অভিমানী, আঁখিজলের স্রোতস্বিনী
বুকে অতৃপ্ত মাতৃত্ব ক্ষুধা, প্রেমহীনা স্রোতস্বিনী?
চোখের পাতায় অসমাপ্ত ফুলশয্যার বারঙ্গিনী
হাজার রাতের বাসর জেগেও দৃষ্টিতে মধুভান্ড ?
কে তুমি অদৃশ্যে বাজাও ভোরের ভৈরবী
জীবন হাটে ছেঁড়া তারে তোল সুরের লহমা।
বাসি ফুলের মালা গেঁথে গলায় পরাও ভালোবেসে
মৃতপ্রায় মনুষ্যত্বের এখনও কি বাঁচার আশা আছে ?
সপ্তমীর নবপত্রিকা পূজা – প্রবীর কুমার চৌধুরী
দুর্গাপূজার একটি অঙ্গ নব পত্রিকা
নিছক পাতা নয়, নয়টি উদ্ভিদে যেন নবরূপের মাতৃকা।
কদলী, কচু, হরিদ্রা, বেলপাতা-
দাড়িম্ব, অশোক, মান, ধান যথা।
সপ্তমীতে পূজার শুরু, কলাবউয়ের সাথে-
স্নান করাতে নদীপথে সকল গৃহবালা, শঙ্খ নিয়ে হাতে।
একজোড়া বেল, লালপাড় শাড়ি, ঘোমটা টানা বঁধুর আকার নেয়-
কাষ্ঠমঞ্চে সিঁদুর দিয়ে কলাবউকে গণেশ পাশে দেয়।
তোমরা কি জানো – নয়টি উদ্ভিদে দেবীর আরাধনা ?
নবপত্রিকায় দুর্গা মায়ের নয়টি রূপের কল্পনা।
কদলী গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রাহ্মণী –
কচু গাছে কালিকা মায়ের হয় গো আগমনী।
হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী আমার মা উমা,
জয়ন্তী গাছেই থাকেন মা কার্তিকী, করেন শুধু ক্ষমা।
বিল্ব গাছে থাকেন মা দেবী শিবা, মানবের রক্ষিকা-
দাড়িম্ব গাছেই অবস্থান মাতা দেবী রক্তদন্তিকা।
অশোক গাছের অধিষ্ঠাত্রী মাতা শোকরহিতা –
মা চামুণ্ডা মান গাছেই থাকেন অন্তরিতা ।
বৈকুণ্ঠের লক্ষ্মীদেবী ধানগাছের অধিষ্ঠাত্রী পুরাণ মনস্কাম,
নবপত্রিকার বাসিনী নয় দেবীর একত্রে নব দুর্গা নাম।
এইভাবেই দুর্গোৎসবের ভক্তি আরাধনার সূচনা –
কৃত্তিবাসে রাবণবধে রামচন্দ্রের অকালবোধনে প্রার্থনা।
বাতিঘর – প্রবীর কুমার চৌধুরী
আমিতো সাজাই ভগ্ননীড় একমনে,
যেন দুঃস্বপ্নের অবহেলিত জাদুকর
একচিলতে অন্ধকারাচ্ছন্ন মনে সযতনে-
অবশিষ্ট, আলোর বাতিঘর..বাতিঘর..বাতিঘর।
ভাঙছে মন, ভাঙছে শরীর তবুও আছে বায়না
ক্ষত চাঁদ জাগিয়ে তোলে হৃদয়ে প্রেমের জ্যোৎস্না।
কাঁকর পথে দিচ্ছি হামা ছিনিয়েছে আমার মনোরমা
কলঙ্ক আর লজ্জাশরম কিনছে দেখি টাকায় ক্ষমা
বাসর ঘর, হিংস্র অধর, মেকি ছিল ফুলের আধার
প্রজাপতির ভাঙছে ডানা অবহেলার মনফাগুন
শুকনো ফুল গন্ধ বিহীন, ফুলশয্যাই সারাৎসার
স্বপ্নগুলো সাজিয়ে রেখে চিতায় তোলে মনাগুন।
বাড়ছে বয়স, জীর্ণ শরীর দৃষ্টিতে কেবল দীর্ঘ ছায়া
অভিমান কাড়ছে শুধু হৃদয়ে রাখা সকল মায়া।
নয়নের মাঝে নয়ন না পাই দাঁড়াই বেদনার বালুচরে –
ঘর ভেঙে গেছে কবেই বালুচরে আজও অশ্রু ঝরে।
তবুও বানাই বালি দিয়ে ঘর অবচেতনে
আমি যেন স্বপ্ন পূরণের এক জাদুকর
দীর্ণ, জীর্ণ, ভাঙাচোরা, একচিলতে মনে-
এখনও অবশিষ্ট আমার বাতিঘর..বাতিঘর..বাতিঘর।
একাগ্রতায় লিখছে ইতিহাস – প্রবীর কুমার চৌধুরী
নিত্য নতুন কাহিনীতে পৃষ্ঠা ভরে ওঠে
মুক্তির আবাহন হয়না চিরসত্য শব্দাক্ষরে
ডাস্টবিনে জমা হয় শোক, পঙ্কিল সভ্যতা হাসে –
পেটে ছুঁচো ডাকে, দুর্বল কাঁপে, বোবা গাছে খোঁজে খড়কুটো ।
ক্রীতদাস পায় অনুমতি,তৈল মর্দনে সহস্র লুণ্ঠন
আদল গায়ে বাদল ঝরে – গোলানো ভাতের সঙ্গম
বেআবরু দেহের ভাঁজে, ভাঁজে মৈথুন সংগ্রাম
উদর ভর্তি অনশন, রয়েছে ফাঁকে বুদ্ধিদীপ্ত পলায়ন
মরমী জানে বিসর্জনই নিভৃতে স্বর্গের সিঁড়ি ছোঁয়।
আসন দখলে অন্ধকার সিঁড়ির চুপকথা
শেষ চক্রে একাগ্রতায় ইতিহাস মাপছে আয়ু
এখনি সময় আগুনে আহুতির নির্লজ্জ অহংকার।
প্রবীর কুমার চৌধুরী | Prabir Kumar Chowdhury
New Bengali Article 2023 | সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা
দেবতা ৩৩ কোটি | 33 Crore Gods | প্রবোধ কুমার মৃধা
Chandannagar Jagadhatri | চন্দননগরের জগদ্ধাত্রী পূজার প্রবক্তা কে ??
Odisha Goddess Durga | ওড়িশার পটচিত্রে দেবী দুর্গা | 2023
Bangla Kobita Abritti Songs | Mixed Kobita Bengali Kobita | Sound of bangla kobita lyrics | Sound of bangla kobita in english | Sound of bangla kobita mp3 download | bluetooth bandopadhyay kobita | bratati bandyopadhyay kobita lyrics | bratati bandopadhyay kobita mp3 download | Bangla Kobita Abritti | Best Bangla kobita MP3 Songs | Kobor Bangla Kobita.mp3 | Hits of Bratati Bandopadhyay | Bangla kobita music | Bangla Audio Book | Esho Abritti Kori | Bengali Recitation | Kobita Lyrics Poetry In Bengali | Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Bangla Kobita Ghar 2024 | Poetry Collection | Book Fair 2024 | bengali poetry | bengali poetry books
Bangla Kobita Ghar pdf | Bengali Poem Lines for Caption | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | Bangla Kobita Ghar Ebook | poetry collection clothing | new poetry | new poetry 2024 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Bengali Poem Lines for Caption in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Best Bengali Poetry Folder | Best Bengali Poetry Folder 2024
story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2024 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | Bengali Poem Lines for Caption crossword | writing competition | writing competition malaysia | Bengali Poem Lines for Caption in mp3 | writing competition hong kong | writing competition game | Best Bengali Poetry Folder pdf | Trending Bangla Kobita Ghar | Bangla Kobita Ghar – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield
spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | English Literature | Bangla Kobita Ghar examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that Bangla Kobita Gharmake you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | Bangla Kobita Ghar Ranking | positive Best Bangla Kobita Collection | Bengali Poem Lines for Caption about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life
Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | New Bangla Kobita Ghar | Writer – Bangla Kobita Ghar | Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Archive – Bangla Kobita Ghar | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF | New Bangla Kabita Collection | Shabdodweep Online Poetry Story | Poetry Video Collection | Audio Poetry Collection | Bangla Kobitar Collection in mp3 | Bangla Kobitar collection in pdf | Indian Bengali poetry store | Bangla Kobita Archive | All best bengali poetry | Indian Bangla Kobita Ghar | Best Poems of Modern Bengali Poets | Best Collection of Bengali Poetry in pdf | Bengali Poetry Libray in pdf
Autograph of Bengali Poetry | India’s Best Bengali Writer | Shabdodweep Full Bengali Poetry Book | Bengali Poetry Book in Google Bookstore | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top Poems of Modern Bengali Poets | Bangla Kobita in Live | Live Bangla Kobita Ghar | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2023 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry | Youtube Poetry Video | Best Bangla Kobitar Live Video
Live Video Shabdodweep | Bengali to English Poetry | English to Bengali Poetry | Bengali Literature | Full Bengali Life of Poetry | Bangla Kobita Ghar | Online Kabita Archive Library | New Bengali Poetry House | Full Bengali Poetry Collections PDF | Library of Bangla Kobita | Bengali Poetry and Story | Bengali Poetry Writing Competition | World Record of Bengali Poetry Writing | Peaceful Poetry | Online High Trend Bangla Kobita Selection | High Trend Bangla Kobita translation in english | High Trend Bangla Kobita | High Trend Bangla Kobita for instagram | romantic bengali poem lines | bengali short poem lyrics