মোহাম্মদ শহীদুল্লাহ – সূচিপত্র [Bengali Poetry]
ভোরের সূর্যটাকে ডাকছি – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
একটি তরুণের সঙ্গে কথা হয়েছিলো —
যার তর্জনী ছিলো এলএমজির ট্রিগারে, শত্রুহননের খেলায় যে কিনা সহসাই
গর্জে উঠেছিল বাঘের মতো।
রক্তাক্ত বুক থেকে উদগীরিত
দৃপ্ত কন্ঠে চিৎকারে যার
দুঃশাসনের পাহাড়ে নামাতো
স্মরণকালের ভয়াবহ ধ্বস্।
অসংখ্য স্বাধীনতার ফুল যার
সাহসী উপমা শাপলায়
শতদলে।
অনন্য আকাশে
সে প্রতিদিন জ্বলজ্বল করা শুকতারা
হয়ে
হেসে উঠেছে বারবার
রবীন্দ্র-নজরুলে।
কবিতা বাড়ির আজকাল – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
মেদবহুল কবিতায় ঠাসা নগরে
নাভিশ্বাস উঠে যাচ্ছে।
পরিণত দিনটার গর্ভ থেকে বেরুচ্ছে রাজাকারের মতো অসংখ্য
কেউটে।
অতএব বিনম্র শিল্পের মতো গ্রামটা, স্বচ্ছসলিলা নদীর মতো শব্দের প্রবহমান প্রেম,
আজকাল কবিতা-বাড়ির বিপরীতে
দাঁড়ানো।
ফুটপাতের বিষন্ন বাতাস ভেদ করে যখন, বিদগ্ধ জীবনের পাংক্তেয় গল্পে
ধূসরতার প্রলেপ মাখা শহরে
আমি একা– ফ্লাইওভারে উঠে
আকাশ দেখার ব্যর্থ চেষ্টা করেছি।
অক্ষমতার বীজতলা – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
কবেকার নাই হয়ে যাওয়া সুখের বাকল
ছিঁড়েখুঁড়ে
কচুরিপানার
ধাবমান কষ্টটা মাটিচাপা দিয়েছিলাম,
বহুজাতিক রুমালে
একেবারে চুপসানো কতিপয় গোলাপ
ফিরিয়ে নিয়েছিল মুখ।
নকশা ভরা পাণ্ডুর চিবুকে
তাকিয়ে থেকেছি বছরের পর বছর।
এখানে এখন অক্ষম অভিষেক
নবায়ন করা হলো না
আশাভরসার উর্বর বীজতলার।
আবেদনপত্র – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
গতিশীল টায়ারে
আচমকা ফেটে যাওয়ার শব্দে থেমে গেছে অবাধ্য ঝিঁঝিঁপোকা,
তবুও অপেক্ষা করছি অনাগত ভবিষ্যতের নিস্কলুষ পাণ্ডুলিপিটার।
অপেক্ষায় আছে সবাই।
কেন না সকলের দৃষ্টিপথে আজ ক্ষুধার্ত পৃথিবীর লক্ষকোটি
পুষ্টিহীন হাত।
আশ্লিষ্ট আবেদনপত্র
জমা দিয়েছে সবাই,একমুঠো শান্তির অমোঘ অন্বেষা তাদের।
অনাবিল উপহার – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
তোমার চোখের ভুরুতে
ভারাক্রান্ত বৃত্তচাপ এড়িয়ে যাওয়া হলো না। এড়িয়ে যেতে পারিনি যেমন
কমলার রঙ ছাপিয়ে ওঠা কৃষ্ণচুড়া।
তোমার অনিমেষ সৌন্দর্যের উঠোন ভরা আজ সেই অহংকারটুকু
গেঁথে নিলাম বর্ণাঢ্য রেশমী সুতোয়।
আজ সেই অহংকারের পরাগটুকু
গায় মেখে নিলাম অমূল্য প্রসাধনীর মতো
সবিনয় আদর মাখা ভাঁটফুলের
সরলতা দিয়ে গড়িয়ে নিলাম
যাবজ্জীবনের অলংকার।
ধানশীষ স্বপ্ন – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
ভারী ভারী আশাগুলোর শীষ–
যেন অনাগত ভবিষ্যৎ,
ক্লান্তিহীন আশাবাদে ভরপুর
নিরুদ্বেগ ডানা মেলে
সোনালী দিনের চিল।
নেড়েচেড়ে খাইখরচের খড়গুলো
ভালোবাসার গনগনে রোদে শুকাই,
আগাম কেটে নেয়া শীষে জ্বলজ্বলে সুখ,
চুম্বনরস মেখে দিলাম তাই
নিরন্ন দুপুরের হা-ভাতের মুখে।
সমুদ্রে অবারিত জোৎস্নাটুকু মমতায়
আলোকিত স্বপ্নের দেখাদেখি,
মুখোমুখি মুখরতার কবিতার বেলাভূমিতে
দাঁড় করিয়েছে।
কষ্টের মহীসোপানে আছি দাঁড়িয়ে
খুঁজে ফিরি ফলবান কবিতার অনাগত শৈবাল,
সেইসব সোনালী প্রত্যাশার নীল জল,
শুদ্ধতম আয়নায়
স্বদেশের মুখ।
শ্বাপদসংকুল সড়কপথে – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
ধাবমান মনোট্রেন
নব-নির্বাচিত কবিতার অঞ্জলি দিতে পারার
অশেষ আহ্বানে তৃপ্ত চোখে
আলোঘর চমকিত করেছে
বৈতালিক সম্বোধনে
ধরে রাখার নিগূঢ়তম
সুখের পাপড়িতে
সাজিয়েছি আভরণ
সারাক্ষণ অস্থির চলাচল মাঠ থেকে মাঠে
বিনম্র ঝংকারে
তন্ময় দীপশিখা থেকে শুরু হলো
বর্ণিল লেখাজোখার অনন্য পাঠশালা
মুখস্থ করছি সবাই পৈতৃক সূত্রে পাওয়া
বেদনার নামতাবলী—
যেখানে আলুথালু রোদে তেতে ওঠে
বিব্রত যৌবন,
সেখানে ক্যামন একটা পোড় খায়
ক্যামন একটা বাঁকে
ক্যামন আরো একটা বাঁক।
জলজ হৃদয়ে সুপ্ততাপ – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
জমাট মোহে
প্রতিদিনই নরম সরম একটা
আর্তনাদ,
অবহেলার নর্দমায় ডুবে থাকি,
যেন একটা
মেয়াদোত্তীর্ণ টেবলেট,
কিংবা
কাজ শেষে ছুড়ে মারা
টেবিল টিস্যু।
ছুটন্ত বাসের বিধ্বস্ত জানালায়
ফ্যাকাসে মেঘের পালকি,
ফুটপাত থেকে বাড়ানো
নিরন্তর ক্ষুৎকাতর হাতে
আলো ভরা রজনীগন্ধার গুচ্ছ —
অশান্ত লোকালয়ের পোড়ানো জীবন থেকে
উঠে আসে পলিথিন ব্যাগ,এবং
আরো কিছু বিরামহীন
চাওয়া পাওয়ার কর্কশ মিছিল।
প্রদায়ক শক্তির বিরচন – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
ঝাপসা মাঠের ওপর ঝুলছে
উদ্দেশ্যহীন জোছনা,
তারা ভরা বিষণ্ণতা এবং
দীর্ঘশ্বাস গেঁথে
বেলা গেল তার।
নিরঙ্কুশ আলোকে,আবাহনে
আবারো মাঠের শিশিরে ধুয়েছে রক্তিম পা’
হেমন্ত কিশোরী জড়িয়ে আছে তার পেলব শরীরে কুয়াশার পশমি চাদর,
কঠোরতার কলম পিষে শেষ ঠিকানায়
প্রতিরোধী শ্লোগান সহসা জ্বলে ওঠবার
শক্তি খুঁজে পেয়েছে ভোরের অনবদ্য আঙ্গিনা।
জমায়েতের পুরোভাগ রংহীন মনে হলেও
মাটিতে শব্দ তুলেছে হাতিয়ার,
মাটির ঢেলা ভাঙতে ভাঙতে
ভেঙে ফেলেছে পুরনো দেয়াল।
অসহিষ্ণু এক যুগ – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
গতানুগতিক নিয়মেই
অক্ষরের বাগানে লুটতরাজ
রক্তলোলুপ হাত বাড়িয়েছে
আকাঙ্ক্ষার অসীম উন্মাদনা,
ভাষাহীন মুখে নিস্তব্ধতা
নিষ্ফল রোদন।
উদ্ধৃতি যত নির্মাণের
বিবৃতি যত উষ্ণতার
সংলাপ যত শুভ্রতার
জাগতিক ইটপাটকেল
মাথার ওপরের আকাশটাকে
নিশ্চিহ্ন করেছে,
আণবিক ধুলোমাখা
অন্দরে কলুষ ঠেলে দিলো
বৈরিতার মিসাইল,
মেঘের বল্কল থেকে
উঠিয়ে দিয়েছে ক্রমেই
শ্লীলতার প্রচ্ছন্ন আবেগ।
হরণ – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
আলোর বলয়
বানাতে গিয়ে
একটা ছবি দিলাম এঁকে
পারস্পরিক বোঝাপড়াটা
খুবই রোমাঞ্চকর ছিল
হেঁটে যাওয়ার ক্লান্তি
পালিয়েছিল
নৈমিত্তিক খুনসুটি সিলেবাসে
চৌকস আঁকিবুঁকি নিয়ে
আকন্ঠ মুগ্ধতায় পরিপূর্ণ ছিলাম
অকুন্ঠ উপমার জোয়ার এসেছিল জীবনের
তারপর
আর ইতিহাস হতে পারলো না
ছোঁ মেরে নিয়ে গেছে
নাগরিক চিলেরা।
আমার দ্বিতীয় দ্বিধার
মানচিত্র খুললে যত্রতত্র ঘোরাফেরা
দস্যু বনহুর তছনছ করেছে
বিরাজমান বাস্তবতার বাগানবাড়ি।
উপেক্ষা – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
রাতের খাতায় পড়ে থাকে
নিরঙ্কুশ ম্যান্ডেট
অনাথ আশ্রমের সঙ্গে
সহজাত অভাবের দুঃসহ
নিউরনে ঢুকিয়ে দিয়েছে
যাতনার ছুড়ি।
আনত চিবুকের চারপাশে
মার্জনাহীন তেজস্ক্রিয় ইউরেনিয়াম।
চক্কর দিচ্ছে
স্নেহবর্জিত কতিপয়
অশুভ পাখি।
সরীসৃপের মতো গড়িয়ে গড়িয়ে আসে
চ্যালেঞ্জিং স্কোর।
পাঁজরের ব্যথায় গড়া অভুক্ত সকালে
দারুণ কিছু ব্যবচ্ছেদের অনুভব
পাঠিয়েছে আজন্ম
দুর্ভাগা চিৎকার।
চরমপন্থি সুখের পসরা – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
কায়ক্লেশে খোঁড়াখুঁড়ির সড়কে
সহস্র বছরের অসুস্থ প্রতিযোগিতা।
এখানেই বিন্দুর মতো স্থির
জলাশয়ের তলানিতে প্রাপ্তিগুলো।
জগদ্দল পাথরটাকে বুকে চেপেই
এতোগুলো যুগ পাড়ি দেয়ার কাহিনী বাক্সবন্দি।
পীড়নের পর পীড়নের নানাবিধ পাঠ
মুখস্থ করাটা ছাড়তে পারিনা।
বরাবরই যেখানে হাতের কাছে
তৎপরতার ফুলগুলো গেলো ঝরে,
তার হলো না স্থান মালায়,
কিংবা অঞ্জলিতে,
এ-ই পিপাসিত কষ্টগুলো
ক্রোমোজোমে করে বয়ে বেড়ানোর
বংশ পরম্পরা–
প্রবাহিত যাপিত জীবনের
অচ্ছুৎ বিধানের আদ্যোপান্ত,
ক্রমশই ভারী করতে পেরেছে রক্তপাত,এবং
যাবতীয়
অশুভ পাঁয়তারার লিস্টি।
ডাক না পাওয়া শব্দাবলী – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
শব্দ আমার
প্রতিদিনের কর্মযজ্ঞে খুঁজে বেড়ানো খরগোস,
পঙ্কিল রাজপথের চোরাই গর্তে পড়া
ঠুনকো অটোরিকশা।
অশীতিপর মায়ের চোখে নবায়নহীন লেন্স।
শব্দ আমার
কিশোরী শ্রমিক,
তার প্রিয়তমের জন্য লুকিয়ে রাখা বাদামের ঠোঙ্গা।
অধুনালুপ্ত ঠেলাগাড়ির চাকায় অস্থির
দেখভালহীন পৌরসভা।
শব্দ আমার
বংশ পরম্পরায় বয়ে চলা পাইপগানে
শীশার গুলির মতো অকাট্য বাণী।
বিকলাঙ্গ বাতায়ন পাশে
গুণী বাউলের একতারায় আগুন সুরের তুফান।
শব্দ আমার
মাইলের পরে মাইল লিখে চলার
উর্বর বলপেন,দেয়াল লিখনের ব্রাশ।
শব্দ আমার
চারুমনের মাটিতে গড়া প্রত্যাশার
বৈধ স্থাপনা,
অদম্য উচ্ছ্বাসের পোস্টারে
বঞ্চিতের বর্ণমালা।
বিবিধ নিষেধাজ্ঞা – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Poetry]
নিষেধ ছিল হেঁটে যেতে
ঋজুতার সাথে।
অবিশ্বাস্য সব অবিশ্রান্ত ঝিঁঝিঁর
নৈশবাদনে
আমার
কণ্ঠে লুকোনো ন্যূনতম
সাহসী শ্লোগান।
একদিনের হঠকারী উন্নয়নের এনার্জি বাল্বটা
জ্বলে ওঠবার শক্তি খুঁজে পায়না,
মিথ্যের তেলে ভাজা পরোটার সাথে
আপোসনামার হালুয়া ফ্রি —
পেয়ে গেলেও
ভুলতে বসেছি নিকটজনের আর্তনাদ।
মোহাম্মদ শহীদুল্লাহ | Md Shohidullah
Best Bengali Poetry 2022 | সুশান্ত সেন | কবিতাগুচ্ছ
Top Bengali Poetry 2022 | কবিতাগুচ্ছ | নীলমাধব প্রামাণিক
Best Bengali Poetry 2022 | কবিতাগুচ্ছ | বিকাশ চন্দ
New Bengali Article 2023 | বাংলায় শিল্পে বিনিয়োগ সামান্যই
ধানশীষ স্বপ্ন | শ্বাপদসংকুল সড়কপথে | জলজ হৃদয়ে সুপ্ততাপ | প্রদায়ক শক্তির বিরচন | অসহিষ্ণু এক যুগ | হরণ | উপেক্ষা | চরমপন্থি সুখের পসরা | ডাক না পাওয়া শব্দাবলী | বিবিধ নিষেধাজ্ঞা | হরণ অর্থ | হরণ করার ইচ্ছা | হরণ বিপরীত শব্দ | হন অর্থ | পূরণ অর্থ | অমৃত হরণ | হরণ ও অপহরণ | উপেক্ষা ও অপেক্ষা | টপিক উপেক্ষা করা | উপেক্ষা করুন | উপেক্ষা কবিতা | উপেক্ষা বিপরীত শব্দ | অপেক্ষা অর্থ | বৃষ্টি উপেক্ষা | চরমপন্থী নারীবাদ | চরমপন্থাবাদ | নরমপন্থী ও চরমপন্থী | চরমপন্থী মতবাদ | চরমপন্থী নেতার নাম | চরমপন্থী ও নরমপন্থী টীকা | নরমপন্থী ও চরমপন্থী কারা | চরমপন্থী আন্দোলন | নরমপন্থী ও চরমপন্থী পার্থক্য | নরমপন্থীদের সীমাবদ্ধতা | চরমপন্থীদের উদ্ভবের কারণ | যুক্তরাষ্ট্রে চরমপন্থি | পসরা গান | পসরা কীর্তন | ভাষা পরিবর্তনশীল | মনোযোগ আকর্ষণী শব্দাবলী | কবিতার শব্দাবলী | নিষেধাজ্ঞা জারি | নিষেধাজ্ঞা আইন | নিষেধাজ্ঞা বানান | বাংলাদেশের নিষেধাজ্ঞা | নিষেধাজ্ঞা কত প্রকার | সবুজ রঙে সেজেছে কৃষকের স্বপ্ন | স্বপ্নে ধানের চারা দেখলে কি হয় | স্বপ্নে ধান সিদ্ধ করতে দেখলে কি হয় | স্বপ্নে তারা দেখলে | স্বপ্নে চাল দেখা | স্বপ্নে ফসল দেখলে কি হয় | স্বপ্নে জমি চাষ করতে দেখলে কি হয় | স্বপ্নে ক্ষেত দেখলে কি হয় | স্বপ্নে ধানের গোলা দেখলে কি হয় | ধান অথবা প্রাণ | শ্বাপদসংকুল অরণ্য | ভারতের জলপথের গুরুত্ব | ভারতের জলপথে বাণিজ্য | জলপথের সুবিধা ও অসুবিধা | জলপথের দুটি সুবিধা | জলপথের অসুবিধা | ভারতের জলপথে বাণিজ্য রচনা | জলপথের যানবাহনের নাম | আকাশপথের সুবিধা ও অসুবিধা | সুপ্ততাপ | গুপ্ত এবং সহজিয়া | বাষ্পের আপেক্ষিক সুপ্ততাপ কত | বরফের গলনের সুপ্ততাপ কত | তামার আপেক্ষিক সুপ্ততাপ কত | বাষ্পীভবনের সুপ্ততাপ | পানির ঘনীভবনের সুপ্ততাপ কত | বরফ গলনের সুপ্ততাপ কত জুল | সন্ধি বিচ্ছেদ | ভাগবত পুরাণে বর্ণিত নাগের নাম | ভবিষ্যৎ পুরান | ভবিষ্য পুরাণ বাংলা | বার্ধক্যহেতু মতিচ্ছন্ন অর্থ | ভবিষ্য পুরাণ মুহাম্মদ | দিবারাত্র সন্ধি বিচ্ছেদ | কুয়াশা সন্ধি বিচ্ছেদ | অসহিষ্ণুতা যখন পাখা মেলে | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২৩ | কবিতাসমগ্র ২০২৩ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন
Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | 2023 new bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | bengali story | bengali story books for child pdf | bengali story books for adults | bengali story books | bengali story books for child | bengali story books pdf | bengali story for kids | bengali story reading | short story | short story analysis | short story characteristics | short story competition | short story definition | short story english | short story for kids | short story generator | short story ideas | short story length | long story short | long story short meaning | long story | long story instagram | story writing competition | story writing competition topics | story writing competition for students | story writing competition malayalam | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2022 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | poetry competition crossword | writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bangla article rewriter | article writing | article writing ai | article writing app | article writing book | article writing bot | article writing description | article writing example | article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | article writing format | article writing gcse | article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder | Shabdodweep Magazine | Shabdodweep | Bengali poetry competition 2023 | World Poetry Competition 2023