৭ই আগস্ট, ২০২২ সংখ্যার লেখক তালিকা
আগামী ৭ই আগস্ট, ২০২২ রাত ৯টায় প্রকাশিত হবে শব্দদ্বীপের ৭ই আগস্ট, ২০২২ সংখ্যা। মনোনীত সকল লেখকদের মেইলে তাঁদের লেখার লিঙ্ক পাঠানো হবে। এখনও পর্যন্ত যাদের লেখা প্রকাশের জন্য মনোনীত হয়েছে তাঁদের সকলের নাম নিচে দেওয়া হল।
প্রকাশের পর থেকে ভিউজ কাউন্ট দেখা শুরু হবে। তাই মেইলে পাঠানো নিয়ম অনুসারে শেয়ার করার অনুরোধ রইল। স্ক্রিনশট শেয়ার করবেন না। শব্দদ্বীপ এবং নিজেদের কিছু বন্ধুদেরকে ফেসবুকে ট্যাগ করে দেবেন।
আপনাদের চেনা জানা লেখক যাদের প্রতিভা আছে তাঁদেরকে শব্দদ্বীপের কথা বলুন যাতে তাঁদের অপ্রকাশিত লেখাগুলো প্রকাশের সুযোগ পায়।
(১) প্রবোধ কুমার মৃধা
(২) গোবিন্দ মোদক
(৩) তনিমা হাজরা
(৪) জয়ন্ত চট্টোপাধ্যায়
(৫) সৌম্য ঘোষ
(৬) প্রদ্যোৎ পালুই
(৭) ত্রিভুবনজিৎ মুখার্জী
(৮) শান্তনু গুড়িয়া
(৯) মোঃ ওয়াসিউর রহমান
(১০) রামপ্রসাদ দাস
(১১) জয়নাল আবেদিন
(১২) সুশান্ত সেন
(১৩) অতনু দাশ গুপ্ত
(১৪) শ্যামাপ্রসাদ সরকার
(১৫) জয়ন্ত কুমার সরকার
(১৬) প্রবীর কুমার চৌধুরী
(১৭) বন্দনা পাত্র
(১৮) শুভদীপ দত্ত প্রামানিক
(১৯) আবদুস সালাম
(২০) কুহেলী দাশগুপ্ত
(২১) আরতি সেন
(২২) বিপাশা চক্রবর্তী
(২৩) তালাল উদ্দিন
(২৪) বৃন্দাবন ঘোষ
(২৫) দালান জাহান
(২৬) রানা জামান
(২৭) রীনা তালুকদার
(২৮) দেবারতি গুহ সামন্ত
(২৯) বিকাশ চন্দ
(৩০) মোহাম্মদ শহীদুল্লাহ
(৩১) কৃষ্ণকিশোর মিদ্যা
(৩২) কল্যাণ সুন্দর হালদার
(৩৩) দেবমঞ্জরী ঘোষ
(৩৪) শওকত নূর
(৩৫) অর্ঘ্যদীপ চক্রবর্তী
(৩৬) প্রতিম ঘোষ
(৩৭) শিবপ্রসাদ পুরকায়স্থ
(৩৮) শক্তি পদ মুখোপাধ্যায়
(৩৯) লিলি সেন
(৪০) সুভাষ নারায়ণ বসু
(৪১) সুচন্দ্রা বসু
No comments:
Post a Comment