শপথ
- বৃন্দাবন ঘোষ
যাত্রা আমার শুরু হল নতুন কিছু করতে,
এ ব্যাপারে কোন মতেই চাই না আমি সরতে।
নতুন কিছু করার লাগি পড়ব অনেক বই,
অধ্যয়নে রাখবে জেনে মোটেই অলস নই।
এসেছি যখন এই ধরায় যাবই রেখে দাগ,
অক্ষয় কীর্তি করব স্থাপন বিঘ্ন বিপদ ভাগ।
আমার যাত্রা শুরুতে কেউ সাথে না এলে,
বীরবিক্রম চলব একা খাবই খিদে পেলে।
সবার সাথে নিশ্চয়ই করব ভালো ব্যবহার,
জয় আমার হবে নিশ্চিত কভু হবে না হার।
ঝড় ঝঞ্ঝা, অতিমারি, বান কোনোতে নেই ভয়
আমার বুদ্ধিমত্তায় হবে আমার অভ্যুদয়।
আমার যাত্রা শুরু শুধু বিশ্ব হিতের তরে,
ইচ্ছে হয় পৌঁছে যাই সকলের ঘরে ঘরে।
সবাই আমার আপন জন কেউ নয়তো পর
সবার জন্য করব কাজ না নিয়ে অবসর।
আমার ভালো কাজের জন্যে সকলে চিরকাল
আমায় তারা করবে স্মরণ এমনই কপাল।
কোনদিকে না তাকিয়ে যাত্রা শুরু আমার,
এক মহা শপথ নিলাম নতুন কিছু করার।
উঁকি মেরো না
- বৃন্দাবন ঘোষ
আমাকে যদি না চাও তুমি গোপনে বার বার উঁকি মেরে দেখার যৌক্তিকতা কি খুঁজে পাই না
এটা আমি মনে করি তোমার এক ধরনের বদভ্যাস
আর তা-ও যদি না হয় তবে বলতে হবে আমার প্রতি তোমার প্রেম
আজও আগের মতোই উজ্জ্বল হেমন্তের সকালে উঠোনে পড়া সোনালী রোদের মতো
অথবা বসন্তের পলাশ শিমুলের অত্যধিক উজ্জ্বলতার মতো।
যা ম্লান হয় নি তাকে ম্লান হয়েছে বললে হয়?
আসলে এ পথ তোমার আমার পরম মিলনের মহাপথ।
মাঝে মান অভিমান এসব থাকতেই পারে
এসব থাকা ভালো থাকলে প্রেম প্রগাঢ় হয়
অন্তরে জমা দূষিত বস্তু নোংরা সব নিঃশেষে দূর হয়ে যায়।
তখন শরতের স্নিগ্ধ বাতাস গায়ে লাগে
শরীর মন উৎফুল্লিত হয় মহা আনন্দ অক্লেশে লাভ করা যায়
তুমি যদি আমাকে না চাও ওসব তোমার জেনে লাভ নেই উঁকি মারতেও বারণ করি।
কেমন আমাদের প্রেম
- বৃন্দাবন ঘোষ
তোমার সাথে আমার প্রেম হয়েছিল সে তো বর্তমান কোন ঘটনা নয়
অতীতের এক কোনে পড়ে থাকা এক সামান্য তুচ্ছ ঘটনা।
সে অতীতের গর্ভে ডুবে প্রাণহীন হয়েছে।
সেটা নিয়ে গোলঘাটের আর তেমন প্রয়োজন নেই মনে করি একশো বার।
সেটা এখন শুধুই স্মৃতি হয়ে গেছে এটুকু বলতে পারি আর কিছু বলতে না পারলেও।
যে বেশি ভালোবাসে তার কাছে স্মৃতি বড় বেদনার
সে যদি আমি হই আমার সে তুমি হলে তোমার
ব্যর্থ প্রেমের মতো শ্রেষ্ঠ ঘাতক আর কেউ হতে পারে না
কোন ক্ষেত্রে সে প্রাণঘাতক কোন ক্ষেত্রে মনঘাতক
যারা এই গাড্ডায় পড়েছে তারাই সবচেয়ে ভালো জানে।
তাহলে এ ব্যাপারটা আমাদের চেয়ে কেউ ভালো বলতে পারবে না।
তবে প্রেম যদি অভিনয় হয় এটম বোমার চেয়েও সে মারাত্মক ক্ষতিকারক।
আমাদের প্রেম কেমন ছিল কে জানে।
প্রেম থাক চিরদিন
- বৃন্দাবন ঘোষ
কিছুতে কোনভাবেই মুছে ফেলা যাচ্ছে না আমাদের বহুদিনের শুদ্ধ মধুর প্রেম।
গ্রীষ্ম এলে তোমার প্রতি আমার স্মৃতি একরকম
বর্ষায় অন্য রকম
শরতে একটু ভিন্ন রকম
হেমন্তে ও শীতে তোমার প্রতি আমার স্মৃতি ভালোরকম।
বসন্তের সে সুখকর স্মৃতি আমার শরীর রোমাঞ্চ করে মনকে আনন্দময় করে তোলে।
আমাদের এ প্রেম মুছে যাক তা কিন্তু আমার কাম্য নয়
এমন খারাপ কাজ আমি কোনদিন কোনোমতেই করতে পারব না করা সম্ভব নয়।
আমাদের প্রেমের প্রদীপ স্থিরভাবে উজ্জ্বল হয়ে আলো দিক
আমাদের দুজনের জীবনে এমনটাই চাইছি সদা সর্বদা সর্বক্ষণ।
আমাদের সার্বজনীন প্রেম থাক চিরদিন চিরকাল চলুক অনন্তকাল ধরে।
একটু ভালোবেসো
- বৃন্দাবন ঘোষ
আমাকে তোমার নেই প্রয়োজন হয়তো হতে পারে
তোমাকে আমার খুব প্রয়োজন মহাজয় বা হারে।
তোমাকে আমার খুব প্রয়োজন বৃষ্টি বাদল দিনে
তোমাকে আমার খুব প্রয়োজন বলি জোরে বা ক্ষীণে।
তোমাকে আমার খুব প্রয়োজন কাশফুলের শরতে
তোমাকে আমার খুব প্রয়োজন মনের প্রতি পরতে।
তোমাকে আমার খুব প্রয়োজন সোনালি ধান যখন
হেমন্তে থাকে মাঠময় সোনা হয়ে বলবই ঠিক তখন
তোমাকে আমার খুব প্রয়োজন তাই তো তোমায় ভাবি
তোমাকে আমার খুব প্রয়োজন এ আমার এক দাবি।
তোমাকে আমার খুব প্রয়োজন এসো না কাছে এসো
আগের মতো দরদ দিয়ে একটু ভালোবেসো একটু ভালোবেসো।
আজই হোক ক্ষীণ
- বৃন্দাবন ঘোষ
আমার যত আকুলি ব্যাকুলি দুরমুশ হয়ে যাবে
সেখানে শুধুই নিষ্ফলতা সার্থক রূপ পাবে
সেখানে বিরাজ করবে জানা নিদারুণ হাহাকার
সেখান থেকে ফিরে আসা যাবে না বুঝি আর।
সেখানে এখন তাহলে দেখব শ্মশানের নীরবতা
সেখানে জীবন অবশেষ নেই শূন্যে বিলয় তা
সেখানে প্রাণপ্রতিষ্ঠা করা বিধাতার শুধু সাধ্য
বিধাতা না করলে আমি মানতে তখনই বাধ্য।
আমাদের মন কখনো কেমন এই ভালো এই মন্দ
ভালো কিছু পাবার তরে চলে অবিরাম দ্বন্দ্ব।
না পেলে মন জ্বালায় ভোগে সত্য চিরকালীন
আমার আকুলি ব্যাকুলি করা আজই হোক ক্ষীণ।
No comments:
Post a Comment