[প্রশংসাপত্র] [২২শে জুলাই, ২০২২ থেকে ৬ই আগস্ট, ২০২২ পর্যন্ত]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [জুলাই শেষ সংখ্যা]
দুরন্ত নজরুল
- কল্যাণ সুন্দর হালদার
যে ছেলেটার বুকে বাজে
সাম্যবাদীর গান
সেই সবার প্রাণের প্রিয়
সেই তো মহীয়ান।
মনের ছেঁড়া তারে গাহিল
অগ্নি বীণার গান
বিষের বাঁশির মধুর সুরে
ভোরে ওঠে প্রাণ।
শিকল ভেঙে আগল খুলে
দুরন্ত যার গতি
হুঁকোর জল , ভাতের হাঁড়ি
এক সুরেতে মতি।
যার কলমে ধরা দিল
জবালা বারাঙ্গনা
সত্যকামের করল দৃঢ়
পেল সম্মাননা।
দুর্গমে যার অবাধ গতি
মরুতে নেই ভয়
জোড় হাতে ভিক্ষা মেগে
করবেনা তো জয়।
শান্তি কোথায়
- কল্যাণ সুন্দর হালদার
গোলা - বারুদের দুলকি চালে
রাষ্ট্র নেতা হাসে
লাখে লাখে জওয়ান মরে
গরীব মরে ত্রাসে।
সন্ত যারা শান্ত তারা
তাদের কাছে যাই না
স্কুল কলেজের শিক্ষাতে
শান্তি কোথায় পাইনা।
বীর শহীদদের রক্তে লেখা
ইতিহাসের পাতা
শান্তি যারা চায়না তারা
শান্তি দূতের ছাতা।
প্রাণের কবি
- কল্যাণ সুন্দর হালদার
বাংলা আমার বাংলা তোমার
বাংলাতে গান গাই
বোশেখ মাসের পঁচিশ এলে
শুধু তুমি নাই।
মনের দুয়ার খুলে রেখে
স্বপ্নে দেখি রোজ
অন্ধ কানাই গানটি শোনায়
কেউ করে না খোঁজ।
কুমোর পাড়ায় কুমোর আছে
গোরুর গাড়ি কই
ভ্যান গাড়িতে কলসী- হাঁড়ি
বাজারে চলে ঐ।
ঠাকুর তুমি বিশ্ব মাঝে
ঠাকুর ঘরে নাই
সবার হয়ে বললে কথা
সব হৃদয়ে ঠাঁই।
বিশ্ব তোমার প্রণাম জানায়
পূব গগনের রবি
সৃষ্টি মাঝে প্রমান দিলে
তুমি বিশ্ব কবি।
আলোর ধারা
- কল্যাণ সুন্দর হালদার
মনটা রঙিন চির সবুজ
চিরন্তনের খেলা
মনের আলো বিশ্ব কালো
ঘুচিয়ে ভাসায় ভেলা।
বিশ্ব নবীন যাহার কাছে
তার-ই চোখের ধারা
সুধা মাখা আলোর ধারা
আমার নয়ন তারা।
ঝরনা সম আলোর ধারা
মনের মাঝে দিয়ে
কোন ভুবনের পারে প্রভু
বসে আছ গিয়ে।
আলোর ধারায় ধুইনি ওগো
আমার হৃদয় খানি
মলিন রসের সুরের ধারা
জীবন হলো হানি।
তোমার গড়া ভুবন পারে
আলোর ছড়াছড়ি
বারে বারে জন্মে তবু
হারিয়েছি সব কড়ি।
প্রেম
- কল্যাণ সুন্দর হালদার
প্রেম মানেতো সোনার কাঠি
দুঃখী মেয়ের গয়না
শুদ্ধ মনের ভাব তরঙ্গ
মতি ঝিলের ময়না।
টুপুস টাপুস ডুব মারে
জল লাগেনা গায়
চোদ্দ ভুবন ঘোরে ফেরে
আপন মহিমায়।
কামের ঘরে প্রেমের বসত
প্রেম থাকেনা কামে
সুফি বাউল রসিক ফকির
কেনে জীবনের দামে।
একই পথে চলে তারা
দুই জনাতে আড়ি
একই নদীর পাড়ে দেখি
ওদের ভিটে বাড়ি।
প্রেমের ঘরে দিবানিশি
হচ্ছে যারা পোক্ত
কাম-কামনার ঊর্ধ্বে তারা
নিঃসঙ্গে আসক্ত।
কামে আছে চাওয়া পাওয়া
ঈর্ষাতে ভরপুর
জীবন নদীর ঘূর্ণি পাকে
দুঃখ ভরা সুর।
মিছে কেন কামের দেশে
গুলিয়ে ফেল প্রেম
রতির হলে ঊর্ধ্ব গতি
সেইতো শুদ্ধ হেম।
কাম সাগরে প্রেম যমুনা
হর-গৌরীর খেলা
প্রেম প্রতিষ্ঠার একাসনে
কৃষ্ণ ভাসায় ভেলা।
No comments:
Post a Comment