[সেরা বাংলা কবিতা ২০২২]
[১ম সেরা]
[এপ্রিল ১ম সংখ্যা] [পঠন / দর্শন সংখ্যার ভিত্তিতে বিচার]
মনুষ্যত্ব
- রৌশন আলী
আমি আসবো ফিরে এই দিশাহারা পৃথিবীতে,
দেখব আমি জগৎটাকে নতুন রূপে ।
ঘুরবো আমি সবার দুয়ারে দুয়ারে,
এই ধরতি মায়ের বুকে ।
ভিন্ন ভিন্ন ভাবনা নিয়ে,
খুঁজবো এবার মানুষকে ।
মানুষের মাঝে আসব আমি,
মনুষ্যত্ব হয়ে।
যুদ্ধের মাঠে রক্তাক্ত পরিবেশে ,
আসবো আমি সত্যের অস্ত্র হয়ে ।
শোষণ ও বঞ্চনার মাঝে আসবো আমি,
পবিত্র কন্ঠ হয়ে ।
মন্দির-মসজিদ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে
আসবো আমি গুরু হিসাবে।
মন্ত্র দোয়ার মাঝে আসবো আমি
বিশ্বাস হয়ে ।
মিথ্যার পথে আসবো আমি
সত্য হয়ে।
আঁধার পথে আলো হয়ে আসবো।
নব নব প্রস্ফুটিত শিশুদের মাঝে
হাজারো পবিত্র হৃদয়ে,
আমি আসবো মনুষ্যত্ব হয়ে।
স্বাধীনতা
- রৌশন আলী
থাকবো না আমি বন্দি খাঁচায়,
দেখব এবার জগৎটাকে ।
কাঁদবো না এবার একা বসে,
হাসবো এবার সবার সাথে ।
হাঁটবো আমি বাধা পায়ে,
হাঁটবো এবার স্বাধীন পায়ে ।
লিখবো না চিঠি স্রষ্টার কাছে,
লিখব এবার স্বাধীন দেশে।
খাবো না আমি বন্দি খাঁচায়,
থাকবো এবার খোলা আকাশে ।
খুলবো এবার মনের জানালা,
খোলা আকাশের নিচে ।
বাদল হয়ে খেলবো এবার
বায়ুর সঙ্গে।
দেখব এবার পুরো জগৎটাকে
স্বাধীন হয়ে।
বলবো এবার হৃদয়ের কথা
স্বাধীন পেয়ে।
স্বাধীন দেশে স্বাধীন আমি
স্বাধীন মোরা সবাই।
স্বাধীন পেয়ে আমি
আনন্দে হারিয়ে যায় ।
এখন আমি স্বাধীন ভাই
স্বাধীন আমার দেহ।
স্বাধীন আমার স্বপ্নগুলো
স্বাধীন আমার পবিত্র হৃদয়।
লিখব এবার আমি খোলা আকাশের নিচে
স্বাধীনতার গান।
শোনাবো আমি সবাইকে
বন্দী খাজার জীবন।
আমি দেখিনি
- রৌশন আলী
আমি দেখিনি ভালোবাসা,
আমি দেখিনি হাজারো হৃদয় ভাঙ্গা।
আমি দেখিনি বিশ্বাসঘাতক,
আমি দেখিনি কথার খেলাপ করা ।
আমি দেখেছি একা পথটা,
যেখানে সবাই দিশাহারা।
ওই যে? একটা মানুষ হেঁটে যাচ্ছে,
চিৎকার করে কান্না করছে।
তার কান্নার শব্দ শুনে ভূমিটা যেন কেঁপে উঠে,
চোখ দুটো অশ্রু ভরা,
তার অশ্রু পথটা হয়ে গেছে ভিজা
চারিদিকে অশ্রুর একটা বিশাল স্রোত ।
ওই মানুষটা একা কাঁদছে,
বড়ো অসহায় হয়ে, বসে আছে বটগাছের নিচে ।
কোকিলের ডাক শোনা যাচ্ছে,
বটগাছের শান্ত ছায়া ।
শাখা প্রশাখার এক অপরকে জড়িয়ে ধরে থাকা,
ইত্যাদি তাঁর হৃদয়কে ছুঁয়ে ।
দেখিনি তবে এমন ভালোবাসা এই পৃথিবীর বুকে,
এক অপরকে জড়িয়ে ধরে থাকে ।
একটা হৃদয় আর একটা হৃদয়ের কথা শুনতে পার ।
অন্ধকার পথটা ধরে যে মানুষটি হেঁটে গেছে,
তবে আজও ফিরেনি সে ভালোবাসা দেখি ।
একটা কাল কেটে গেল,
পথটা আলোয় ভরে গেল ।
দেখা হয়নি সেই মানুষটির সাথে,
জানিনা সে ভালোবাসা দেখতে পেয়েছে ।
তবে আমি দেখিনি,
ভালোবাসা হয় কেবা জানে ।
Khub sundor
ReplyDelete