খোঁজ
- সুশান্ত সেন
কিসের খোঁজ করছেন বাবুমশাই
সাত সমুদ্র পারে, সবুজ দ্বীপের না মায়াবী রাক্ষসের ?
কেটে যাচ্ছে বেলা, কেটে যাচ্ছে রাত্রি
উদয়াস্ত খেটেও সন্ধান পাওয়া যাচ্ছে কি কুমারী মাতার !
জল বলে চল -- বলে এগিয়ে যায় সময় ।
কুঁড়ে ঘরে স্বপ্ন দেখতো দুধকুমার,
স্বপ্ন দেখতো অচিন দেশের, অচিন গাঙের
স্বপ্ন দেখতো বেলাভূমিতে কুড়িয়ে পাওয়া শঙ্খ
নিয়ে পেরিয়ে যাচ্ছে একের পর এক
সাত সমুদ্র তেরো নদী।
স্বপ্ন দেখতো রূপকুমারীর বুকে জড়িয়ে দিচ্ছে
সাত ভরির হার, অচিন শঙ্খ ।
সবই গেল বিফলে।
এখন কি অমাবস্যা! অমাবস্যা তো চাঁদ হীন ।
খোঁজ কি করা যায় এই চাঁদ হীন রাত্রে
সবুজ দ্বীপের বা মায়াবী রাক্ষসের ?
সেই প্রশ্ন নিয়ে জেগে আছে সন্ধ্যা
অপেক্ষা করছে সময়ের।
মরীচিকা
- সুশান্ত সেন
সারাটা জীবন ধরে সন্ধানে রত
সারাটা সময় খালি হয়েছি বিব্রত
কোথায় সে সিন্ধুদেশ দিগন্ত প্রসার
মুক্ত চিন্তা অবিরত, মুক্ত সব দ্বার,
জীবনের জয়গান বিজ্ঞানের বাণী
তুচ্ছ করে যশ অর্থ, কাছে নেয় টানি
নব নব প্রশিক্ষণ, তরুণের গানে
উদ্বেলিত হয় সত্য। ঐকতানে
বেজে ওঠে জীবনের নতুন ভৈরবী,
সুখ স্বপ্নে দীপ্ত হয় দিনান্তের রবি।
সন্ধানে সন্ধানে ক্রমে বেড়ে যায় বেলা
মরু দেশে মরীচিকা আনে তার খেলা।
সারাটা জীবন তাই সন্ধানেই রত
সাফল্য কামনাই জীবনের ব্রত।
বেনামে
- সুশান্ত সেন
কে যেন দরজায় কড়া নেড়ে বলে গেল
এই বাড়িটার মালিক ত তুমি নও,
তাহলে চারপাশে বেড়াই বা দিলে কেন,
কেনই বা সাজিয়ে তুললে গোলাপ বাগান!
সেই থেকে চুপচাপ বসে ভাবছি সম্পত্তি,
আমার সম্পত্তি কি করে বেহাত হয়ে গেল
কি করেই বা আমি যুধিষ্ঠির এর মত রাজ্যচ্যুত হয়ে গেলাম।
এখন কি বনে বনে ঘুরে বেড়াতে হবে বারোটা বছর।
এদিকে শুনতে পাই জবর দখল করে কিছু দিন
কাটিয়ে দিলে পারলে, একটু আঙ্গুল
বেঁকালেই পরচা নিজের নামে করে নেওয়া যায় ।
এই রকম নিয়মই নাকি প্রচলিত ।
নামে বা বেনামে কি এসে যায় ।
আমরা
- সুশান্ত সেন
আমরা সর্বনাশ ডেকে এনেছি ।
আমরা শহরের পর শহর বানিয়ে চললাম
বড় আরো বড়, পাশাপাশি গিঞ্জি গিঞ্জি অট্টালিকা
নিজেরাই নিজেদের তারিফ করলাম
চলো প্রতিযোগিতা দুবাই বড় না সাংহাই,
ঠুসে দিলাম কোটি কোটি মানুষ কে এক ছাদের তলায় ।
বানিয়ে ফেললাম মানুষ মারার বোমা আর হাতিয়ার,
হাসির কথা ভাবলাম যার কাছে যত মানুষ
মারার কল সে তত শক্তিধর ।
প্লাস্টিকে প্লাস্টিকে ভরিয়ে দিলাম দুনিয়া
আরো কত কি উন্নতি আর উন্নতি
এই ভাবে চলতে চলতে এখন ছুটি কাটাতে
নির্জনতা খুঁজি সাজানো বন - বাংলো তে
নাহলে সমুদ্র পাড়ের বেলাভূমিতে।
সেখানেও ছোবল মারছে ক্যাসিনোর হাতছানি ।
আর ফেরা যাবে না মাতৃক্রোড়ে
আর ফেরা যাবে না শীতল গাছের নীরব ছায়ায় !
বড় দেরি হয়ে গেছে
আমরা সর্বনাশ ডেকে এনেছি ।
খাবো কি
- সুশান্ত সেন
আম টা পেড়ে খাবো কি ?
তোমার পাড়ায় যাবো কি !
গাছে গাছে দোলে আমড়া
গন্ডার ছালে ঢাকা চামড়া,
কতদিন খাই না জামরুল
কামড়ায় পাছে ভীমরুল ।
কালোজাম খেতে চাই যে
নুন এতটুকু নাই যে,
পেয়ারায় আছে ভিটামিন
একটা দুটো খেয়ে নিন।
কাঠাল খেয়ে হই চিৎপাট
নেই কারো তাতে দিকপাত
উল্টো পাল্টা বকবক
হলো কেন তোর সখ ?
No comments:
Post a Comment