[প্রশংসাপত্র] [৮ই মার্চ, ২০২২ থেকে ২০শে মার্চ, ২০২২ পর্যন্ত]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [মার্চ ১ম সংখ্যা]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [মার্চ ১ম সংখ্যা]
এই ফাল্গুনে
- শ্যামাপদ প্রামাণিক
ফাল্গুনের শুভেচ্ছা রাতে
শয়নকক্ষে নক্ষত্র আলোয় সেগুনের পাল্লায়
রুমি নামে যে উজ্জ্বল মেয়েটির মুখ এঁকেছি
রং ও রেখায় ফুটিয়ে তুলেছি তার নিজস্ব অবয়ব
দীর্ঘ চল্লিশ বর্ষ তার নীরবতা পুড়ে গেছে বিষাদ
উত্তাপে স্বপ্ননীল দিনগুলি
অথচ দেখো বাহারপাতা তার কথা ও রূপের উষ্ণতা
রোদের চাদরে লেগে আছে
ফাগুনের এই মরসুমে সেই মেয়েটির শীতল স্মৃতি পট
কর্মহীন রবিবার ও আমার স্মৃতি স্মরণ করে
এই ফাগুনে ক্ষয়ে যাওয়া দিন ফিরে আসে ঋতুর মত এই ফাল্গুনে ফিরে আসে সেই শুভেচ্ছা রাতের উত্তাপ
এই ফাগুনে দুহাত পেতে আছি রুমি ছুঁয়ে দাও
তোমার হাত
বাড়িয়ে দাও তোমার দু'হাতের অঙ্গুলি ....
সাবধান, রুমি
- শ্যামাপদ প্রামাণিক
সাবধান, রুমি
এই রুমি তোমার সঙ্গে লেকের ধারে
অসংখ্য সরস কথার মেঘ ঝড় হল
দূরে সাক্ষী থাকলো বৃক্ষের সারি
বলো না জলের কাছে
ছোট্ট জলাশয় থেকে ছড়িয়ে যাবে
নদী থেকে সাগরদ্বীপের মোহনায়
তুমি একটু রং বদলে মানুষের সঙ্গে চলে যাও অনেক দূরে
একটা সত্য সরস কথায় অসরস কথার মিথুন সম্পর্ক মিশে আছে
একটা সত্য দ্বৈত সত্তায় পরকীয়া পর্ব প্রকাশিত হলে তুমুল যুদ্ধ বাদে গোপন রাতে
সম্পর্কের ক্ষণ হেরিটেজ হতে তুমি একটু বহুরূপী হও
রুমি তোমার রূপালী জগত আমার সবুজ ক্ষণগুলির ভিন্নতর বৃত্তান্ত
তবুও সব কিছু ভোরের আলোর মতো উজ্জ্বল
সব কিছু ভিক্টোরিয়া হয়ে স্থায়ী চিত্রকল্পে রূপান্তরিত
এই রুমি অসংখ্য সরস কথার নীল ফুলঝুরি ভুলে যেতে বলো না বদলে নাও,
কথাগুলো বিশ্বাস করে হাতে হাত রাখো এইবেলা সেইবেলা।
উত্তরের জন্য
- শ্যামাপদ প্রামাণিক
অমল উত্তরের জন্য একটি উত্তরে মেঘ হয়েছে
বাউল দীর্ঘ রাত্রি
সমুদ্র থেকে সমুদ্রের শব্দের ঢেউ দুকূল বিস্তার করলে আমার বুকের গভীরেকে উত্তাল করে
অমল উত্তরের জন্য একটি সপ্তর্ষি নীল মন
খুলে দিয়েছে খোঁপার পাক, মিলনের প্রত্যাশায় উন্মুখ
আত্মকথায় ডুবে থাকা ইচ্ছেডানা লোনা স্রোতের তীব্রতায় দুকূল ভেঙে গেলে
ইচ্ছেগুলি ধোঁয়াশা হয়ে এলোমেলো হয়
স্রোতে ভেসে যায়, ভেঙে যায়
এইভাবে ভেঙে ধোঁয়া হয়ে অতর্কিতে মিলিয়ে যায়
অমল উত্তরের জন্য একটি রঙিন দিন
প্রতিদিন অপেক্ষা করে দীর্ঘ রাত্রির উষ্ণতা পেতে পথের বাঁকে,
কলেজপাড়ায় এইভাবে থেকে থেকে ধৈর্যের বাঁধ ভেঙ্গে অবসাদে দিন যায়
অমল উত্তরের শব্দ হবে একটি পবিত্র জীবনের তত্ত্বতালাশ
অমল উত্তরের শব্দ হবে একটি মানুষ গড়ার ইতিহাস
অমল উত্তরের শব্দ হবে একটি পলাশ রাঙা আকাশ
অমল উত্তরের শব্দ হবে একটি বসন্তের ক্যানভাস।
মুখ
- শ্যামাপদ প্রামাণিক
তোমাকে ফোনে পাই না
পাই না কোন অলিন্দে
তাই তোমাকে নিয়ে ভাবনা অনন্ত
জলের দিকে তাকালে পদ্ম পাতায় ভেসে উঠে তোমার রাঙা মুখ
মন জুড়ে অন্য আলো ছড়িয়ে পড়ে
একদিন সময় করে এসো
দুজনে মন খুলে অন্তরের চাওয়া পাওয়া
বিনিময় করে সময়গুলো কাটাবো
মধুমাসে আবিরে রাঙাবো তোমাকে
পুরানো ভুলের শব্দরাশি মুছে দিয়ে
ফিরে পাবো তোমার স্বভূমির শোভন দুপুর.....
ছদ্মবেশ
- শ্যামাপদ প্রামাণিক
নীলা তোর আঁচ গলানো মনের দ্যোতনা
তোর সাহসী কথার কথামালা
হাতের করতলে তোর অখন্ড জীবনে মানচিত্র বারান্দায় দাঁড়িয়ে
নীল আকাশের সঙ্গে মিতালী করা যত সহজে বুঝতে পারি
অথচ তোর দু'চোখের ছদ্মবেশ
মধুক্ষরা কথার বর্ণমালা
এসবের অর্থ বুঝি না
তোর জীবন পথে অসংখ্য পদাবলী
এঁকেবেঁকে সৃষ্টি করে আঁতুড়ঘর
সেই ঘরে শীত আসে বসন্ত আসে আরো অনেক বন্ধুরা আসে
তারা চা খায় আড্ডা মারে
তোর দুচোখের রহস্যে মাথা ঘোরে
যত সহজে মায়ের দুঃখ অনুভব করি
তোকে বুঝতে পারিনা তোর এই রহস্যের আবরণ খুলে তুই ভালবাসার কথা বল
বল না নীলা তুই বসন্ত উৎসব অনেক কথা...।
No comments:
Post a Comment