[প্রশংসাপত্র] [৮ই মার্চ, ২০২২ থেকে ২০শে মার্চ, ২০২২ পর্যন্ত]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [মার্চ ১ম সংখ্যা]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [মার্চ ১ম সংখ্যা]
মন খারাপের ইস্টিশন
- অনিন্দ্য ঘোষ
আজ এই অবেলাতে হঠাৎ
মন খারাপের ইস্টিশন
এ বুকেতে জমা ব্যথারা
আজ হয়ে উঠেছে গান,
বাতাস যে কানে কানে
কোন না বলা গল্প শোনায়,
এ মন জুড়ে শুধু তুমি
আমি একা বসে অপেক্ষায়,
কবে আসবে যে তুমি কাছে
মন সে ক্ষণ এর প্রহর গোনে,
বুকে তোমার - ই পরশ খুঁজি,
নীরবে - সংগোপনে,
কবে তোমাকে বুকেতে পেয়ে,
ভুলবো মোর সকল ব্যথা,
দু' চোখেতে চোখ মিলিয়ে
লিখব নতুন রূপকথা,
জানি তোমাকে কাছে পেলে
ভুলে যাব যে এই গান,
সেদিন পিছনে যাব ফেলে ,
মন খারাপের ইস্টিশন।
মেঘ ও বৃষ্টি
- অনিন্দ্য ঘোষ
মেঘের আজ সকাল থেকে ভারি মনখারাপ,
আজ বৃষ্টির পৃথিবীতে ফিরে যাওয়ার দিন,
সেই কবে থেকে একটু একটু করে জলের বাষ্প এসে আশ্রয় নিয়েছে মেঘের বুকে,
ধীরে ধীরে মেঘ নিজের মধ্যে গড়ে তুলেছে বৃষ্টিকে . . . তার বৃষ্টিকে,
তারপর কত রাত মেঘের বুকে শুয়ে সারাটা রাত ধরে তারা গুনেছে বৃষ্টি,
চাঁদের আলোয় দুজন কত গল্প করেছে . . . পৃথিবীর . . . আকাশের,
আজ বৃষ্টির পৃথিবীতে ফিরে যাওয়ার সেই দিন,
বড্ড বেশি তাড়াতাড়ি যেন এলো দিনটা !
কেন যে বাষ্পগুলো কানায় কানায় ভরে গেলো এতো তাড়াতাড়ি !
ওর মধ্যে যে মেঘ আর বৃষ্টির চোখের বাষ্পও মিশে আছে . . . ।।
Khub sundor
ReplyDeleteAsadharan sir
ReplyDeletekhub valo
ReplyDeleteভালো হয়েছে।
ReplyDelete