[প্রশংসাপত্র] [৮ই মার্চ, ২০২২ থেকে ২০শে মার্চ, ২০২২ পর্যন্ত]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [মার্চ ১ম সংখ্যা]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [মার্চ ১ম সংখ্যা]
সোশাল মিডিয়া
- আসিফ মন্ডল
হাতের মুঠোয়
নক্ষত্রের আলো
মনে শিরোনাম থেকে
ছিটকে যাওয়ার ভয়।
এ জীবন যেন
শুধু নিয়ন আলোর
অপার ভালোর ...
শুধু দেখানোর,
বাঁচার নয়!
সোশাল মিডিয়া ২
- আসিফ মন্ডল
কাঁচের উপর আঙুল
এই ইঞ্চি ছয়েক আলো
তোমাকে আরো
একা করে দেবে,
একরাশ অন্ধকার
মুখে মেকী আলো মেখে
তোমাকে বলে যাবে
তুমি কতটা অন্ধকারে
কাটাচ্ছ জীবন।
তারপর তুমিও
তাদের মতো হবে,
শিখে যাবে ঠকতে
বা নিজেকে ঠকাতে।
তার চেয়ে ভাবো,
কি প্রয়োজন আছে বলো
জীবনের এতটা
পরিপাটি হওয়ার,
একটাই তো জীবন
যাক না বয়ে
তার যেভাবে ইচ্ছে
বয়ে যাওয়ার!
সোশাল মিডিয়াতে প্রেম
- আসিফ মন্ডল
"জানো বাসে আজ একজনকে দেখলাম
দেখতে ঠিক তোমার মত!"
যেন স্বচ্ছ স্ক্রিনের উপর নরম স্পর্শ
হাত বোলাতে চায় শৈশবের ক্ষত।
কিবোর্ড শুধু শব্দ টাইপ করতে পারে
কিন্তু দীর্ঘশ্বাস কি পৌঁছায় তথ্যের ইথারে?
"আজ কি করলে সারাদিন?"
"আশ্চর্য ! আমরা দু'জন আজ
একই খাবার খেলাম।"
ভালোবাসার বা অলস-যাপনের
এই সব কথা একই সাথে বহন করে
কিছু অস্তিত্ব আর অনেক বিপন্নতা।
তবু কথা থেমে যায়
যখন আমার শিরার মধ্যে দিয়ে
বয়ে চলা উষ্ণ রক্ত স্রোত
লজ্জায় রাঙিয়ে দেয় মুখ
অথচ দেখার জন্য
তুমি থাকো না।
কথা ফুরিয়ে যায়
যখন আমি ভাঙা খাঁচায়
নিজের অস্তিত্বকে খুঁজে মরি
অথচ তোমার ছায়াও
আমাকে স্পর্শ করেনা....
'চিরদিন পাশে থাকার
প্রতিশ্রুতি অর্থহীন'
হেসে বলেছিলাম দু'জনেই
তবু,এই অলীক স্পর্শ
অস্তিত্ব-অনস্তিত্বের মাঝে দাঁড়িয়ে
মাঝরাতের অন্ধকারে
বৃথাই অর্থ খুঁজে মরে।
No comments:
Post a Comment