[প্রশংসাপত্র] [৮ই মার্চ, ২০২২ থেকে ২০শে মার্চ, ২০২২ পর্যন্ত]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [মার্চ ১ম সংখ্যা]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [মার্চ ১ম সংখ্যা]
তোমার কানাই
- শ্যামল চক্রবর্তী (সবুজ)
দোহাই তোমায় দোহাই আজি,
আজকে মনের পুষ্পরাজি।
তরল বলেই তাইতো তোমার,
নেই তো কোন আকার।
হৃদয় জুড়ে তোমারি ছবি।
পূর্ণ আবির বোঝাই।
উড়ছে ফাগুন হৃদয়ে আগুন,
পলাশ শিমুল বনে।
হৃদয় জুড়ে বসন্ত যে,
দিও না দোষ আমায়।
রঙের খেলায় খেলবো আজি,
উন্মত্ত বসন্তে।
ওরাও আবির মনের কোণে,
মাখাও হৃদয় গোলাপী রঙে।
আজকে হবো তোমার কানাই।
তরল রঙে রাধাই তুমি,
আজকে কিন্তু আমার হবে।
হৃদয় হরণ
- শ্যামল চক্রবর্তী (সবুজ)
পড়ছে মনে তোমার কথা,
বসন্তের এই ক্ষণে।
আলতো হাতে আবির পরশ,
জুড়িয়ে যেতো প্রাণে।
হৃদয় তখন বৃন্দাবনে,
আমরা কৃষ্ণ-রাধা।
পিচকিরিতে রঙ দিয়ে,
লিখতো নাম রাধা।
প্রেমের খেলায় মাতাল হতো ।
লজ্জা ঢাকতো কে?
রাঙ্গিয়ে দিতে প্রণয় প্রীতি,
আঁচল দিয়ে বেশ।
হরণ হতো হৃদয় মোদের,
উষ্ণ ফাগুন মাসে।
আবার হবো কৃষ্ণ রাধা।
বসন্তের এই দিনে।
বেহাগ রাগে শুনবো আমি
- শ্যামল চক্রবর্তী (সবুজ)
পলাশ গাছের রক্ত ঝরে,
তখন তোমায় মনে পড়ে।
লিখতে তুমি সরস কথা,
আবির নিয়ে মাটির পারে।
রাখতে তুমি আঁচল বেঁধে।
কৃষ্ণ কানাই অনেক ছবি।
বলতে তুমি প্রেমের আবির,
দাওনা ঢেলে পূর্ণ দেহে।
নেইকো আমার লজ্জা আজি,
মনের মাঝে বসন্ত যে।
মনের কোণে মারছে উঁকি,
পলাশ মনের বৃন্দাবনে,
প্রাণের তরে তোমার বাঁশি,
বেহাগ রাগে শুনবো আমি।
ছাড়বো কেন তোমায় আজি,
মত্ত হবো প্রেমে বসন্তে
বসন্তের শত চুম্বন
- শ্যামল চক্রবর্তী (সবুজ)
উড়ছে ফাগুন,
পলাশ বনে ঝরছে আগুন।
উস্কে দেওয়া,
আসছে দেখো বসন্ত যে।
মানবো কেন?
আমার তোমার দূরত্বের যে।
জেগেছে পুলক হৃদয় মাঝে,
উৎসবই বসন্ত যে।
বালতি বোঝাই রঙের জলে,
ভাসছে কেন তোমার ছবি?
আবির ঢেলে করবো তোমায়,
মনের মাঝে প্রতিচ্ছবি।
ভাসিয়ে দেবো তোমায় আমি,
ভালবাসার রঙের জলে।
গোলাপ রাঙ্গা ওষ্ঠে তোমার,
শত চুম্বনে ভরিয়ে দেবো।
দোষ দিও না আমায় মোরে।
বসন্ত যে হৃদয় মাঝে,
ডাক দেয় যে বারে বারে ?
বসন্তে মাখিয়ে দেনা চুম্বনেতে
- শ্যামল চক্রবর্তী (সবুজ)
আয়নায় আয় সোনার তরী,
লুকোনো আছে গহনা তোর।
দেখবো আমি নয়ন জুড়ে,
আজকে হোকনা বসন্ত যে।
রাঙিয়ে দেবো চুম্বনেতে,
নাইবো মোরা প্রেমের জলে,
ফুটবে গোলাপ হৃদয় জুড়ে।
দেখবে কতো গাছের সারি।
মুচকি হেসে বলবে আমায়,
মাখিয়ে দেনা চুম্বনেতে।
গুনবি কেন সংখ্যা কতো?
আজকে মোদের প্রেমের দিনে।
জোয়ার ভাটা খেলছে প্রাণে।
বিহ্বলতা নেইকো মনে।
প্রেমের কাছে হার মানবে,
আবছা হবে কলঙ্ক যে ,
জ্বলবে প্রেমে প্রাণের তরে,
পুড়বে গোলাপ গোলাপী রঙে।
No comments:
Post a Comment