হয়ত তোমাকে
- বারিদ বরন গুপ্ত
পূব আকাশের দিকে চেয়ে আছি
হয়তো তোমাকে খুঁজছি!
জোনাকিরা সেই কখন থেকে
আমায় ডাকছে,
হয়তো আমার দুঃখে
কাঁদছে আর হাসছে!
জীবনটা আমার দুলছে ।
খেয়ালী মন ভিড় করে
এলোমেলো স্বপ্ন!
তাড়িয়ে বেড়ায় ঝড়ো হাওয়া,
উতলা মন নেচে বেড়ায়,
জোনাকি আলোর পথে
ঠিক চলে যাবো,
রেখো সর্বনাশী ক্ষুধা!
হয়ত তোমার অপেক্ষায়
- বারিদ বরন গুপ্ত
আজ পড়ন্ত বিকেলে
কৃষ্ণচূড়ার সাথে
রক্তিম সূর্যের কোলাকুলি;
রঙিন মন নেচে ওঠে
লুকোচুরি খেলায়!
হয়তো তোমার অপেক্ষায়!
কেন বোঝে না?
একটু পরেই সব হারিয়ে যাবে
আঁধারে ডুববে পৃথিবী!
অন্ধ আবেশে
ম্লান সূর্যটাকে নিয়ে হাসে,
আবেগে জাপটে ধরে!
এক ফালি চাঁদ
- বারিদ বরন গুপ্ত
আজ ঝড়ঝঞ্জা পথে
এক ফালি চাঁদ ধরতে
সেই সন্ধ্যে থেকে
খুঁজছি সারা আকাশটাকে!
উতলা সমুদ্রের ঢেউ গুলো
মাথার ওপর দিয়ে উড়ে যায়
ধূসর সমুদ্রের গর্জন
ভেসে ওঠে তোমার সুর
অমাবস্যার আলোর রেখা
হাজার হাজার গল্পগাঁথা
একফালি চাঁদের দেখা!
ভালোবাসা এসেছিল একদিন
- বারিদ বরন গুপ্ত
ভালোবাসা এসেছিল একদিন
চেনাজানা ছন্দে
উদ্দাম জীবনের রঙ্গে,
আলো-আঁধারি পথ বেয়ে
ভাসিয়ে নিয়ে গেল আমায়
বাঁধলো অন্ধ আবেশের ছায়ায়!
হেথায় মায়াবী আলোর সাথে
মন নাচে তা ধিন ধিন!
পাখির ডাকে ঘুম ভাঙ্গে
ফুলপরী সারাদিন!
জীবনটা হারানো এক নদী
- বারিদ বরন গুপ্ত
জীবনটা দৌড়ায়
এক ফালি কুয়াশায়
তবুও আলোর পথ ভাবি
প্রাণ আছে প্রাণ নেই
মায়াবী প্রেমে জড়িয়ে
ডুবে যাই ভেসে যাই
অন্ধ আবেগে ছুটে বেড়াই
জীবনটা হারানো এক নদী!
কতো কথা! কতো গান!
- বারিদ বরন গুপ্ত
বিশ্বভুবন আমায় ডাকে
ভালবাসার চোখে,
পাখির ডাকে ঘুম ভেঙে যায়
এক ফালি চাঁদ আড়চোখে চায়
পুব আকাশটা আলোয় ভেসে
সূর্য মামার সাথে!
আমি তখন ঘুমের চোখে
মন চলে যায় তোমার চোখে
ভালোবাসার পরশ পেতে
হৃদয় যে আজ নেচে ওঠে
শুধু তোমার সাথে কাব্য হতে!
জীবন ছুটে যায়
- বারিদ বরন গুপ্ত
আঁকাবাঁকা পথ বেয়ে
জীবন ছুটে যায়
শুধু ভালবাসায়!
হ্যাঁ ! জীবনটা তাই!
হে পৃথিবী!
তবুও আছি বেঁচে
শুধু ভালবেসে
হয়তো ভালোবেসে তোমায়!
কখনো সোনালী খেতে
কখনো উষর মরুর বুকে
তবুও আছি বেঁচে
শুধু ভালবেসে তোমায়!
ভালোবাসা এসেছিল একদিন
- বারিদ বরন গুপ্ত
আমার জীবন আর কিছু নয়!
একটা তারা উঠেছিল
সন্ধ্যার বাতাসে,
অনেক অনেক বছর আগে,
ভরিয়ে ছিল আলো
জাগিয়েছিল আকাশ বাতাস
দেখিয়েছিল স্বপ্ন!
শুধু রঙিন স্বপ্ন!
বেঁধেছিল সোনালী ফ্রেমে!
হায় ! হারিয়ে গেল সেদিন,
ভালোবাসা এসেছিল একদিন!
ভালবাসার রাজপ্রাসাদ চাই
- বারিদ বরন গুপ্ত
আমি একটা ভালোবাসা চাই
হৃদয় থেকে হৃদয়ে,
পৃথিবীর পথ বেয়ে
ছুটে আসুক আমার অন্তরে!
ভাসিয়ে নিয়ে যাক
হেথায় হোথায়,
আমি ছুটবো!
পৃথিবীর ভালোবাসা মরে গেছে,
তবুও বাঁচার রাস্তা আমি খুঁজবো!
তোমাকে দেখেছিলাম সতরোয়
- বারিদ বরন গুপ্ত
তোমাকে দেখেছিলাম ঠিক সতরোয়
রঙিন স্বপ্নের দিনে,
উদিত সূর্যের চোখে,
লুকানো সেই আগুন
মনে হচ্ছিল সব ঝলসে দেবে!
দিক না সব পুড়িয়ে!
ছারখার করে
ফেলুক কোন সাহারার বুকে
তবুও সেই আগুনকে ভালোবাসলাম!
সবুজের গালিচায় ষোল আনা,
ফলাবো সোনা!
গড়ে তুলে ওয়েসিস!
No comments:
Post a Comment