[সেরা বাংলা কবিতাগুচ্ছ ২০২২]
[৫ম সেরা]
[মার্চ ১ম সংখ্যা] [পঠন / দর্শন সংখ্যার ভিত্তিতে বিচার]
[৫ম সেরা]
[মার্চ ১ম সংখ্যা] [পঠন / দর্শন সংখ্যার ভিত্তিতে বিচার]
বসন্ত এসেছে প্রকৃতিতে
- আরতি সেন
প্রকৃতি হেসেছে প্রকৃতি সেজেছে
শীতের কুয়াশার চাদর সরিয়ে;
বসন্ত এসেছে ধরায় রক্তিম সাজে
উৎসবে মেতেছে আনন্দে ভরিয়ে।
লালে লালে ফুলে ফুলে আবিরের রঙে;
সবুজের কচি পাতা শাখা প্রশাখায়
মনকে রাঙিয়ে দেয় বসন্তের আহ্বানে
শাখায় বসে কোকিল বসন্তগীত গায়।
বসন্ত উৎসব লেগেছে প্রকৃতির আঙিনায়
প্রকৃতিতে বয়ছে যে দখিনা বাতাস,
মনেতে সারাক্ষণ খুশির আমেজ
আনন্দে মেতেছে যেন সারা আকাশ।
দোল উৎসবে দোল খেলবে সকলে
আবিরে আবিরে রং ছড়াবে খুশিতে
রঙ দেবে রঙ নেবে মিলনের সুরে
হৃদয়ে লাগলো দোলা বসন্ত উৎসবতে।
কিচিরমিচির
- আরতি সেন
ছোট্ট পাখি কিচিরমিচির
করছো কানের কাছে
লেজ ঝুলিয়ে বসে আছো
আমার পেয়ারা গাছে।
রাখছো গুণে পেয়ারা গুলো
পাকলে পরে খাবে
সব খেও না একলা তুমি
আমায় দু একটা দেবে।
পেয়ার গুলো মিষ্টি ভীষণ
ভেতরটা যে লাল
তাই তো তুমি ভালোবাসো
খেয়ে উড়ে পালাও।
আমায় একটা দিতে হয় যদি
তুমি খাবে কি?
কিচিরমিচির মিষ্টি সুর
শীষ দিয়ে ডাক ভোরের বেলা
গান শোনাবে নাকি?
গান শোনাবে ঘুম ভাঙাবে
কিচিরমিচির করে করবে ঝগড়া
পেয়ারা গাছে বানাও বাসা
বাসায় বসে পাহারা দেবে কড়া।।
নতুনের আহ্বান
- আরতি সেন
নতুন করে আহ্বান করি
পুরাতন সব রইলো পড়ি
পুরাতন সব শিখিয়ে গেল
নতুন এবার চক্ষু মেলো।
জ্ঞানচক্ষু খুলবে কবে?
বিলম্বেতে সব হারাবে।
পুরাতন থেকে নাও শিক্ষা
নেবে তুমি বাঁচার দীক্ষা।
সামনে পথ হোক বন্ধুর
যেতে হবে জেনো বহুদূর।
সাথে রেখো অভিজ্ঞতা
পুরাতনের বাস্তবতা।
মিছেই জীবনে বাজি ধরো
প্রাণটাকে লক্ষ্য করো।
মূল্য প্রাণের এবার বোঝো
সঠিক বাঁচার রাস্তা খোঁজো।
হারিয়ে যেতে আছে মানা
জীবন বড়ই অজানা।
একটু বেসামাল হলে
পড়ে যাবে পা পিছলে।
জীবন অনেক কষ্টে গড়া
চলবে নাকো পিছিয়ে পড়া।
অপূর্ব। অভিনন্দন দিদি
ReplyDelete