[সেরা বাংলা কবিতাগুচ্ছ ২০২২]
[৪র্থ সেরা]
[মার্চ ১ম সংখ্যা] [পঠন / দর্শন সংখ্যার ভিত্তিতে বিচার]
[৪র্থ সেরা]
[মার্চ ১ম সংখ্যা] [পঠন / দর্শন সংখ্যার ভিত্তিতে বিচার]
বসন্ত উৎসব
- বিধান চন্দ্র নস্কর
১
অনেকটা ধন লুকিয়ে রেখে
ভালোবাসার গভীর ক্ষতে।
কখন এলো ভাবন রথে
জীবন বোধের নীরব গতে,
সম্পর্কের যৌথ দাবি
সঙ্গে নিয়ে পথে।
কেউ ছিলনা তখন কেবল
থরথরে দিন, শুধুই সবল।
হিয়ার মাঝে রঙিন ভাষা
সকল দোলায় পূর্ণ দশা।
তোমার আমার সকল আশা
রঙ ছুটালো সর্বনাশা।
একটু ঘুরে তাকিয়ে দেখি
হলুদ বসন, তুমি একি!
স্বপ্ন ছুটে গেছে ওরে
রঙের নেশা চক্ষে ঝরে
বসন্তেরি অহংকারে।
২
দখিন হাওয়ার আশায় আশায়
বসন্ত দিন নেশায় ভাসায়।
আমি কেবল অশ্রু নীরে
বসেছিলাম তোমার তরে।
তাকিয়ে দেখি স্বপ্ন সাথি
রঙিন ভোরে আসছে ধীরে।
পলাশ বলে আয় কাছে আয়
মধুপ বনে তাইতো লুটায়।
অকারণে রেণু মেখে
মধুর মিলন পরাগ ঘটায়।
যাত্রা পথে হয়নি দেরী
লুটায় দেখি স্বপ্ন তরী।
দোল খেলে যায় আপন পরে
বাজিয়ে বাঁশি ফাগের হাসি
আটপৌরে জীবন ধরে
রঙের খেলায় যায়গো ভাসি।
৩
আমার দেরী তোমার দেরী?
দক্ষতা আজ ভাষায় তরী।
দেবতা মোর জীবন নদে
বইতে দিলে সবখানেতে
নব্যতার ধার না ধেরে,
একটু আধটু ভাবতে ধীরে।
ও আমার বোধের আকাশ
বইতে দাও দখিন বাতাস।
বাঁশের বেণু নাইবা বাজুক
জানতে পারো হয়তো লাজুক।
কবির মনে বাজছে বেণু
উড়ছে শুধু ফাগের রেণু।
আর কিছু তো চাই না আমি
বসন্ত দিন দিক না হামি।
উৎসব তো হতেই পারে
সব বছরই সমান দামি।
৪
ঠাকুর আজ বর কী দিল?
রবি ঠাকুর তাকিয়ে ছিল
বসন্ত আজ শান্তি দিল।
নিকেতন তো দূরেই রইলো।
আকাশে ওই রোদের নেশা
কুয়াশার গন্ধ মেশা।
ফুলে ফলে লেগেছে দোল
মন সনদে বাজছে মাদল।
মেঘের গলায় বসন্ত হার
বকের পাখায় আলোক বাহার।
দিকে দিকে রঙ লেগেছে
তাকিয়ে দেখি সৌরাকাশে
রঙের খেলায় রঙ সেজেছে।
৫
অনেক হলো রঙের ভেলায়
ক্রোধ ফুটেছে হোলির মেলায়
কৃষ্ণচূড়া কোল ভরেছে
হাসিতে ওই দোল ঝরেছে।
আর সবিতো তেমনি আছে
রাধা ছিল কৃষ্ণ আছে।
দোল লেগেছে ফাগুন আসে
সাধ লেগেছে সাধ্য মতো
আশার বাহার ছিল যতো।
মনের দুয়ার খুলে দিয়ে
যতেক গুলাল সঙ্গে নিয়ে
পথে পথে ফাগ পাগলে
বসন্ত দিন যায় আগলে।
কিছু যদি থাকে বাকি
ভাবনা থেকে ঢাকনা রাখি।
বসন্তেরই বরণডালা
সাজিয়ে রাখি বকুল মালা।
এইটুকু তো ছিল বাকি
করনাকাল আছে নাকি?
No comments:
Post a Comment