[সেরা বাংলা কবিতাগুচ্ছ ২০২২]
[৩য় সেরা]
[মার্চ ১ম সংখ্যা] [পঠন / দর্শন সংখ্যার ভিত্তিতে বিচার]
[৩য় সেরা]
[মার্চ ১ম সংখ্যা] [পঠন / দর্শন সংখ্যার ভিত্তিতে বিচার]
অনন্ত বালিয়াড়ি
- খগেশ্বর দাস
প্রলম্বিত ছায়ার ওপারে ধু ধু বালিয়াড়ি
শুনশান নীরবতা জলজ্যান্ত স্মৃতি মুছে
ব্যথার আড়ালে ঢাকে শিহরিত মুখ
একাকীত্বের অসুখ শূন্যতার ফ্রেমে
নৈঃশব্দের তুলিতে অসীম দূরত্বের ছবি এঁকে রাখে ।
বাতাস নিরত ঢেউ তোলে
গোপন অন্তরে নিস্তব্ধ ঘুড়ির ডানা
আকাশের উদারতায় ধূসর মেঘ ওড়ে
ইচ্ছের দুর্বার জুড়িগাড়ি ছুটেছে দ্বৈরথে
সম্মুখে সুদীর্ঘ পথ প্রেক্ষাপটে অনন্ত ধূসর বালিয়াড়ি ।
চিক চিক মিহি বালির সোনালি কুমকুম
জানিনা কতটা রূপময় মাহাত্ম্য প্রকাশ করে
পদে পদে আঁধারের মত্ত কোলাহল
ঘোড়ার খুরের ধূলোঝড়
অচেনা পথের অস্পষ্ট পদাঙ্ক গুলো মলিন করেছে ।
অবেলার গান
- খগেশ্বর দাস
প্রেমের কবিতা লিখব বলে যেই
কাগজে টেনেছি কালির আঁচড়
শব্দ নয় উঠে এলো হৃদয়ের ঝড়
সফেদ ফেনার লোনা জলে ধুয়ে যায় বসন্ত বাগান
পাতা জুড়ে পড়ে থাকে ভাঙা তছনছ ।
বিকেলে ঘাটের কাছে নৌকা ফিরে এলে
হালের গলুই ভাঙা
বিপর্যস্ত ছই থেকে টুপ টুপ ঝরে পড়ে জল
মনের ভেতর অস্বস্তির ঝড় ওঠে
আকাশে তারারা কাঁপে অসুস্থ হাওয়ায় ।
আমার মনের গান গৌণ হ'লো যেই
থেমেছে উড়ন্ত ডানা
হতাশার মেঘ ছুঁয়ে
মাঝপথে অসমাপ্ত রাখে পরিযাণ ।
উজ্জ্বল উদ্ধার
- খগেশ্বর দাস
কি লিখি হতাশ নিমজ্জনে
অতল জরিপ যোগ্য নয়
ক্ষয় থেকে পতনের শুরু
কি করে সেখানে উত্তরণ
কে দেবে অভয় বিপর্যয়ে ।
দিনে দিনে প্রলম্বিত ছায়া দৈর্ঘ্যে বাড়ে
ছুঁয়ে ফেলে ভীরু অস্তাচল
মেঘের আঁচল বুঝি কাঁপে আশঙ্কায়
শানিত অসির থেকে জিহ্বা ক্ষুরধার
প্রজ্ঞা থেকে প্রতিযুক্তি বড় ।
কি করে বিশ্বাসে ফেরার মনন
মঞ্চে মঞ্চে আশ্চর্য নিপুন অভিনয়
প্রত্যাশিত জয় অভিলাষে
প্রতিজ্ঞার প্রত্যয় শেখাতে পারে
প্রতিশ্রুতি পালনের উজ্জ্বল উদ্ধার ।
গন্ধরাজ রঙের গম্বুজ
- খগেশ্বর দাস
গন্ধরাজ রঙের গম্বুজে জমে আছে স্মৃতির বরফ
মাঝে মাঝে মেঘে মেশে রঙিন মোহের নিরলস
তীব্র রোদে জ্বলন্ত বরফে হাতছানি
আমার খুশির দৌড় সে তো আমি জানি
গম্বুজ বলতে দু'চোখে মানস কৈলাস
কত ইতিহাস দুধসাদা বরফের স্তূপে ।
আমাকে মোহিত করে আঁধার রাতের গন্ধরাজ
রজনীগন্ধাও হ'তে পারে
রাতের নীরব স্বপ্নে ফুটে থাকে সাদা ফুল
যাকে আমি ঝরে ঝরে নদী হতে দেখেছি অনেক বার
আমার সাঁতারে জড়ায় রজনীগন্ধা ফুলের বিছানা
স্বপ্নের দু'পাশে গন্ধরাজ রঙের গম্বুজ ।
চলার পথে
- খগেশ্বর দাস
হেঁটেছি অনেক দূর
পেয়েছি গুহার গুপ্তপথ
জানি না কত কি অঢেল গোপন লুকোনো সেখানে
অভাগা জীবন ভেবেছে অনেক বার
দু'হাতে দুর্বার কুড়োবো যা কিছু
রাংতার রঙ থেকে জ্বলে উঠবে সোনা
অসম্ভব অজানায় যদি আলো বুনি ।
ভেসে আছি নদীর স্রোতের ঘূর্ণি পরিসরে
অচেনা জেনেও জলতল করেছি আপন
কিছুই যায় না ফেলা জীবনের ধন
যত্রতত্র হামলে পড়ি লোভে
যত কিছু নাগালের কাছাকাছি
হাভাতের মত মুঠি ভরে নিয়েছি দু'হাতে ।
অনন্ত বালিয়াড়ি | অবেলার গান | উজ্জ্বল উদ্ধার | গন্ধরাজ রঙের গম্বুজ | চলার পথে | অবেলার ডাক | গন্ধরাজ | গন্ধরাজ ফুলের ছবি | গন্ধরাজ ফুল গাছের যত্ন | গন্ধরাজ ফুল কখন ফোটে | টবে গন্ধরাজ ফুল চাষ | গন্ধরাজ ফুল গাছের পরিচর্যা | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২২ | কবিতাসমগ্র ২০২২ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | তোমারি চলার পথে | জীবনে চলার পথে
Obelar Gaan | Ei Obelay | Ujjal Uddhar | Ujjwal Uddhar | Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | Bengali Poem | Shabdodweep Writer | Shabdodweep | Poet | Tomari chalar pathe
খগেশ্বর দাস | Khageswar Das
No comments:
Post a Comment