Monday, March 7, 2022

ফুল ফুটেছে কোকিল খুশি | ফুলে ফুলে ভ্রমর উড়ে | ফুলের বাহার ফাল্গুন মাসে | শীতের শেষে ফাগুন এলো | এসো ফাগুন সবার দ্বারে

ফুল ফুটেছে কোকিল খুশি

- রানা জামান


ফুল ফুটেছে খুশি কোকিল
গাইছে কুহু গান
শীতের দাপট কমতে থাকায়
রক্ষা পাচ্ছে জান

মৃদু-মন্দ বইছে বাতাস
ভাসছে ফুলের ঘ্রাণ
চলতে ফিরতে মিষ্টি গন্ধে
ভরে উঠে প্রাণ

দূর আকাশে মেঘের ভেলা
বৃষ্টি ঝরে এই
মাঠ প্রান্তের বুড়ো ধানের
খুশির সীমা নেই

বসন্তকাল এসে গেছে
গাছে গাছে ফুল
ছোট খুকি দুটো ছিঁড়ে
গড়লো কানের দুল।

ফুলে ফুলে ভ্রমর উড়ে

- রানা জামান


ফাল্গুন মাসে গাছের শাখায়
ফুটে নানান ফুল
ফুলে ফুলে ভ্রমর উড়ে
ফুটায় প্রেমের হুল

ফুলের মাঝে মুখ ডুবিয়ে
ভ্রমর মধু খায়
ফুলেরা এই কাজের মাঝে
প্রজনন সুখ পায়

ফুলের মাঝে জাদু আছে
ছড়ায় মোহন ঘ্রাণ
ফুলের গায়ে নাক ঠেকিয়ে
মোহিত করি প্রাণ।

ফুলের বাহার ফাল্গুন মাসে

- রানা জামান


ফুলের বাহার মনের আহার
ফাল্গুন মাসে পাই
ফুলের ঘ্রাণে মনে আনে
ফুলের বনে যাই

ফুলের সাথে বন্ধু পাতি
ফুলে চুমু খাই
ফুলের বনে ঘুরাঘুরি
ফুলেতে হারাই

ফুলের মধু আকণ্ঠ পান
বারে বারে চাই
ফুলের ভাবনায় ঘুমাই জাগি
অন্য ভাবনা নাই।
 

শীতের শেষে ফাগুন এলো

- রানা জামান


শীতের শেষে ফাগুন বুঝি
এলো ঘরের দ্বারে
ফুল ফুটেছে গাছে গাছে
তাজা সুবাস ছাড়ে

ফুলে ফুলে ভোমর উড়ে
কোকিল ডাকে গাছে
ছোট খুকি বাগান জুড়ে
হাত দুলিয়ে নাচে

ধীরে ধীরে বাতাস বহে
মেঘও চলে ধীরে
যেতে যেতে শীতের মাসি
তাকায় পেছন ফিরে।

এসো ফাগুন সবার দ্বারে

- রানা জামান


এসো এসো ফাগুন তুমি
এসো সবার দ্বারে
হরেক রকম ফুলের সাথে
খুকির বয়স বাড়ে

ফুলের বনে খুকি হাটে
কথা ফুলের সাথে
কোকিল ডাকে পাশের বনে
ভ্রমর খুকির আঁতে

উদাস খুকি আপন ভুলে
কাব্য করে মনে
ফাগুন এলে পূর্ণ নারী
ভ্রমর খুঁজে বনে।


ফুল ফুটেছে কোকিল খুশি | ফুলে ফুলে ভ্রমর উড়ে | ফুলের বাহার ফাল্গুন মাসে | শীতের শেষে ফাগুন এলো | এসো ফাগুন সবার দ্বারে | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২২ | কবিতাসমগ্র ২০২২ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বসন্ত বিলাস | বসন্ত বিলাপ | বসন্ত বিলাপ হুমায়ূন আহমেদ | বসন্তের আগমন | ঋতু রাজ বসন্তের আগমন | বসন্তের আগমন কবিতা | বসন্তকালের উৎসব | বসন্তকে ঋতুরাজ বলা হয় কেন | বসন্তের ফুল ও পাখি | বসন্তের ফুল ও ফল | বাঙালির বসন্ত উৎসব | বসন্ত উৎসব ২০২২ | বসন্ত উৎসব নিয়ে লেখা | দোল উৎসব রচনা


Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | Bengali Poem | Shabdodweep Writer | Shabdodweep | Poet | Story | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Article 2022


রানা জামান Rana ZamanNo comments:

Post a Comment