[প্রশংসাপত্র] [৮ই মার্চ, ২০২২ থেকে ২০শে মার্চ, ২০২২ পর্যন্ত]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [মার্চ ১ম সংখ্যা]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [মার্চ ১ম সংখ্যা]
পাতাঝরা বসন্তে
- পরাগ ভট্টাচার্য্য
জয়পুরের জঙ্গলে এখন পাতাঝরার সময়,
লালমাটির রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে
পুরোনো দিনের রেল লাইনটা পেরিয়ে
রাস্তাটা চলে গেছে এঁকেবেঁকে
শাল, সেগুনের জঙ্গলে,
তীব্র জঙ্গলের গন্ধে অদ্ভুত মদিরতা
ঝিরঝিরে হাওয়ায় মাতাল পাতাদের বিচিত্র নেশা
একে একে মাটিতে ঝরে পরার প্রতিযোগিতা
তারপর, অনাস্বাদিত আনন্দের অনুভব,
অল্প হলেও ভেসে আসে সুন্দর স্বপ্নের মত,
হালকা হাওয়ায় পাতারা জায়গা বদলে নিচ্ছে
মাঝপথ ছেড়ে সরে যাচ্ছে দুই ধারের নিরিবিলিতে
পাখিদের ডাকে সম্বিত ফিরে আসে মাঝে মাঝে
বিকেলের পড়ন্ত রোদে পাশ ফেরে অজানা শব্দগুলো।
বসন্তের সন্ধ্যায়
- পরাগ ভট্টাচার্য্য
বিকেলের অস্তরাগে বসন্তের আলাপ
সেই রাগ ছুঁয়ে যায় আমের মুকুল ভরা গাছ
সবুজ ধানের ক্ষেত, বাঁধের সিরসির জল,
শেষ আলোটা ছুঁয়ে থাকে
নারকেলের ঝাঁকড়া মাথা গাছে ,
গহীন বনে যেন চিকন সাজের বাহার,
ঝলমল করে জঙ্গলের পাতায় পাতায়
হাজার জোনাক জ্বলে শিরায় শিরায়
প্রদীপের শিখায় যেন দেওয়ালির রৌনক,
পাতাহীন গাছের ডালে এখনও পরিযায়ীর ভিড়
খবর পেয়েছে, গাছটি বসন্তের অপেক্ষায়,
ওদের সংসার হয়তো সেজে ওঠেনি
ফিরে যাবার হয়নি সময়, দ্বিধাগ্রস্থ মন,
হয়ত ভাল লেগে গেছে এখানের বসন্ত।
প্রেমের বসন্ত
- পরাগ ভট্টাচার্য্য
বসন্ত যেন সবুজের প্রতিনিধি
জীবনের উচ্ছ্বলতা, যৌবন, প্রাণবন্ত অনুভব !
হৃদয় জুড়ে অজানা কিসের নেশা
সদ্য যেন প্রকৃতির দিকে চাওয়া, চেয়েই থাকা,
পলাশে শিমুলে, জ্বলছে তখন আগুন
মন পেতে চায়, প্রথম প্রেমের ছোঁয়া
আসা যাওয়ার পথে, মিষ্টি নূপুর ধ্বনি
ভালবাসার রঙে ডুবে শুধুই সময় গোনা,
ভাঙা জোড়ার খেলায় মেতে, হুল্লোড়েতে ভাসা
পরিযায়ী পাখির মতো, হঠাৎ হারিয়ে যাওয়া
সমুদ্রের ঢেউয়ের দোলায়, নৌকা ভাসিয়ে দেওয়া
বৃষ্টি আসুক নাইবা ভিজুক, শুধুই ডুবতে থাকা,
স্বপ্নে ভেজা দুটি চোখে আকাশ গভীরতা
দৃষ্টিপথের তরঙ্গেতে কিসের আকুলতা,
ঝরাপাতার বনের পথে এমনি হাঁটতে থাকা
পাগলঝোরা বাতাস তখন বলছে কত কথা।
তুমি আসছ বলে
- পরাগ ভট্টাচার্য্য
এবার বসন্তে তুমি আসবে বলেছিলে
শীতের শেষে কুয়াশা কেটে গেলে ,
কৃষ্ণচূড়ার গাছটি যখন সাজবে উজাড় করে
আকাশের কোণে কোণে ভালবাসার নেশা,
শাল, পিয়ালের জঙ্গলে গন্ধ মহুয়ার
শুকনো পাতার মরমর, ভাঙে নিঃশব্দের ঘুম
কোকিলের কুহু ধ্বনি, সচকিত নতুন পাতা
বউ কথা কও বলে যায়, বসন্ত এসে গেছে,
বোগেনভেলিয়া গাছটি কি মনে আছে?
ফুলের ভারে যেন জোয়ার এসেছে,
তারই একপাশে, পলাশ গাছটি ঝুঁকে পরে
সামনের পথ, মাটি সব, ঢেকে গেছে ফুলে ,
আমি সেখানেই অপেক্ষায়
তুমি আসছ বলে, কথা রাখবে নিশ্চয়।
এ কোন বসন্তে
- পরাগ ভট্টাচার্য্য
বসন্ত নাকি এসে গেছে, প্রতিবারের মতো
দূরের আকাশটা তবু ,কেন জানি ভয়ংকর লাল
এমন লাল, পলাশ বা শিমুলের রঙ নয়
গোধূলির বা সূর্যোদয়েরও নয়,
এটা তবে কোন বসন্তের রঙ!
এতদিন বাসন্তী রঙটাই ছিল মনে গাঁথা ,
আজ শুকনো পাতার মতো ঝরে পড়ল, সশব্দে;
বাতাসে বারুদের গন্ধ, ভেসে আসছে চিৎকার
কোন সন্তানের, আহত বা মৃতপ্রায়ের,
ক্ষমতালিপ্সু মানুষের অহংকারের শিখায়
রক্ত ঝরানো হোলি খেলার বাসনায় মত্ত,
মৃতদেহের পর্বতে দাঁড়িয়ে
এক বিচিত্র হিংস্র সুখে নিমজ্জিত,
সে হয়তো ঘোষণা করবে, " নিয়ে এসেছি বসন্ত"!
No comments:
Post a Comment