[প্রশংসাপত্র] [২২শে ফেব্রুয়ারি, ২০২২ থেকে ৬ই মার্চ, ২০২২ পর্যন্ত]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [ফেব্রুয়ারি শেষ সংখ্যা]
[বেশি সংখ্যক পাঠক দ্বারা নির্বাচিত] [ফেব্রুয়ারি শেষ সংখ্যা]
এসো ধর্মের পথে পুনঃ
- পাভেল রহমান
ধর্মের পথে ছিলে, এখন করিতেছ অধর্ম
এসো ধর্মের পথে পুনঃ, আবার করো শুভকর্ম।
ছিলে পরম সত্তানুসারী
এখন হইলে শয়তানুসারী,
শত ধরাবাসী বিপথে অদ্য,সুপথে আনিতে তাদেরই
সত্যের পথে আবার আসো তো!
কারণ বন্ধু, উহা ব্যতীত
কাহাকেও সুসড়কে আনিতে সফল হতে পারবে না তো!
তাই হে বিপথগামী, সুপথগামী হতে চেষ্টা করো তো!
ঊর্ধ্বে যেয়েও নিম্নবাসীর বন্ধু
- পাভেল রহমান
পেয়ে সম্মান
না ভুলে যান
দরিদ্র বন্ধু,
তিনি মহান
ঊর্ধ্বে যেয়েও যিনি পতিতের বন্ধু।
উচ্চ আসন
পেয়ে বিস্মরণ
নিম্নবাসীর কথা যার,
এখন বরণ
হলেও ভুলিবে সকলে একক্ষণে তার।
স্বল্প কথ্য ভাবায় নিগূঢ় তত্ত্ব
- পাভেল রহমান
মিতভাষী যিনি, যিনি না কহেন মাত্রাধিক কথ্য
তিনিই ভাবেন নিগূঢ় ভাবনা, তিনিই পান নিগূঢ় তত্ত্ব।
যিনি মিতভাষী, বাচাল নহেন
গভীর ভাবন তিনিই ভাবেন;
স্মরণে অনাদি, তবেই আপনি স্বল্পভাষী হতে পারিবেন!
অটল সৎ দেখাবে পথ
- পাভেল রহমান
শয়তান যারে দেখে পূত:
তাহারেই মারে গুঁতো অবিরত
তাই বলে হে পূত:,তোমার শির কোরো না আনত
শয়তানের সম্মুখে, থাকো সৎ পথে অটল সতত।
সুপথে পীড়া করছ সহন
তবুও শয়তানের শরণ
করো নি বরণ, যদিও শয়তান নিতি করছে দহন
করো অপেক্ষা, তোমারই শিক্ষা করিবে নজির স্থাপন।
শ্রমের সাথে মেধা
- পাভেল রহমান
শ্রম ঊর্ধ্বে, মেধা নিচে তার
তাই বলে না বলি, “ মেধা অসার।“
শ্রমের সাথে মেশে যখন মেধা,
দুষ্কর কাজে আমি, তুমি, সে বিজেতা।
যখন মিলে দেহ ও মাথার জোর,
দুঃসাধ্য হয় সাধ্য তোর।
যদি থাকে মেধা, মিলাও শ্রমের সাথে
কারো না কারো মঙ্গল হবে যাতে।
এসো ধর্মের পথে পুনঃ | শ্রমের সাথে মেধা | অটল সৎ দেখাবে পথ | ঊর্ধ্বে যেয়েও নিম্নবাসীর বন্ধু | বাংলা কবিতা | বাংলা কবি | নতুন কবিতা ২০২২ | কবিতাগুচ্ছ | সেরা কবিতা | কবি ও কবিতা
Bengali Poetry | Bengali Poem | Bangla Kobita | Natun Bangla Kabita | Kabita Guccha | Writer | Poet
পাভেল রহমান | Mizanur Rahman
No comments:
Post a Comment