শব্দদ্বীপের অতিথি সম্পাদক
জানুয়ারি - ফেব্রুয়ারি - মার্চ
লেখক ও গায়ক - সুমালিকা ভট্টাচার্য্য
শীতের শেষে বসন্ত আগমনের পথে নিয়ে আসে একরাশ আনন্দ। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইনস ডে [Valentines Day], কৃষ্ণচূড়া পলাশের আগুন চারিদিকে ছড়িয়ে দেয় আনন্দ। হলুদ শাড়ি, পাঞ্জাবী,হলুদ ফুলে সেজে, গান, নাচ আরও কতো প্রস্তুতি উৎসবের। শীতের রুক্ষতা কাটিয়ে উৎসবের বার্তা নিয়ে আসে উষ্ণতা। বাড়ির চেনা পরিবেশের বাইরে প্রথম বেশ কিছুটা সময় কাটে শিক্ষাঙ্গনে। ধীরে ধীরে ক্লাস রুম, স্কুলের মাঠ, চক, ডাস্টার, ব্ল্যাক বোর্ড, শিক্ষক শিক্ষিকা, বন্ধুরা আপন হয়ে দ্বিতীয় ঘর হয়ে ওঠে। দেবীর আরাধনায় হলুদ শাড়ি পাঞ্জাবীতে সেজে, সকালে স্নান করে পুজোর কাজ, বন্ধুদের সঙ্গে কাটানো সময়, সম্পদ হয়ে রয়ে যায় সারাজীবন। এখন অবশ্য পরিস্থিতির কারণে সব কিছুই অন্য রকম। তবে অপেক্ষায় আছে সবাই আবারও সেই একই রকম হবে শৈশব, স্বাভাবিক হবে জীবন। ছাত্র জীবন এক অমূল্য অধ্যায়। সেই একই রকম যেন হয় আবার সবকিছু।
১৪ই ফেব্রুয়ারি (14th February) [ভ্যালেন্টাইনস ডে / Valentines Day], ভালোবাসি ভালোবাসি এই ধ্বনি চারিদিকে। ভালোবাসা বড্ড মিষ্টি একটা অনুভূতি। যেখানে নেই কোনও যুক্তি তর্কের সংঘাত। আপাত পার্থক্য হারিয়ে যায় এই অনুভূতির ছায়ায়। যেকোনও বৈপরীত্য যেন নিমেষে মিল খুঁজে পায় ভালোবাসায়। শুধুমাত্র নির্দিষ্ট কোনো দিনে নয়, ভালোবাসা যেন সঙ্গে থাকে, জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান করে। একসাথে রাতের আকাশের তারা গুনে কখনো একলা দুপুরে গান গেয়ে জীবনের ছন্দ খুঁজে কখনো বৃষ্টির জলে কান্না লুকিয়ে মনের সব দ্বন্দ্ব ভুলে ভালোবাসা যেন সবসময় সঙ্গে থাকে ভালোবেসে!
মহামারী কেড়ে নিয়েছে জীবনের বেশ কিছুটা সময়। ফিরে আসুক সেই একই রকম ভাবে সব কিছু। আবারও সেই একই রকম ভাবে হবে সব আয়োজন, উদযাপন। অপেক্ষা আজ সেই আগের মতই স্বাভাবিক, বন্ধনহীন জীবনের।
ফেব্রুয়ারি মাসের প্রথম সংখ্যা। বেশ কিছু পরিবর্তন সহ নতুন রূপে শব্দদ্বীপ। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সদস্য, লেখক, শিল্পী সবাইকে। এইভাবেই নিত্য নতুন প্রয়োজনীয় পদক্ষেপ শব্দদ্বীপের গৌরব বৃদ্ধি করুক। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বন্ধন আরো দৃঢ় হোক। দৃষ্টি হোক স্বচ্ছ। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
Darun
ReplyDeleteAshadharon
ReplyDeleteApurbo
ReplyDeleteAshadharon
ReplyDelete