[সেরা বাংলা কবিতাগুচ্ছ ২০২২]
[২য় সেরা]
[মার্চ ১ম সংখ্যা] [পঠন / দর্শন সংখ্যার ভিত্তিতে বিচার]
[২য় সেরা]
[মার্চ ১ম সংখ্যা] [পঠন / দর্শন সংখ্যার ভিত্তিতে বিচার]
বসন্ত বেলায়
- পার্থ সারথী মাজী
তোমায় কী দিয়া ভালোবাসবো !
মন ছাড়া কিছু নাই
ভালোবাসার স্বাদ জাগে বড়ো।
তোমায় কী দিয়া ভালোবাসবো !
প্রকৃতির কাছে ধার নেবো আলো,
গাছের কাছে ছায়া, বসন্তের কোকিল,
পলাশ গাছে ফুটবে ফুল—
তা খোঁপায় দেবো গুঁজে।
বলো, এবার তো ভালোবাসবে !
আকাশ যখন রঙিন হবে,
আমরা তখন মন মাতাবো-
তোমার কোলে মাথা রেখে
সাত সমূদ্দুর পাড়ি দেবো।
আমরা যখন বুড়ো হবো-
তখনও বসন্ত কে ডাকবো,
মন মাতাবো,
পলাশ ফুলের আদরে
শুধু তোমাকেই ভালোবাসবো।
তবে কেন যুদ্ধ?
- পার্থ সারথী মাজী
যুদ্ধ মানেই ভাঙা,
যুদ্ধ মানেই হৃদয় হারা।
তবে কেন যুদ্ধ?
কেন কাঁটা জুতো পরা?
যুদ্ধ মানেই বিভীষিকাময়
রক্ত রাঙা পথ,
যুদ্ধ মানেই মুছে যাওয়া
ভালোবাসার শপথ।
যুদ্ধ মানেই হাহাকার আর
বেদনার আগুন,
যুদ্ধ মানেই ঝলসে যাওয়া
বসন্তের ফাগুন।
তবে কেন যুদ্ধ?
কেন বেদনা সমারোহ?
যুদ্ধই কি মুখ্য?
নাকি আবেগের প্রবাহ...
যারা যুদ্ধ খেল
তারা হয়তো আর বাঁচবে না...
যারা ভালোবেসেছিল
তারা পেল যন্ত্রণা।
রক্ষা করো
- পার্থ সারথী মাজী
শীতের বিছানায় ঘুমোচ্ছে শহর,
আমি দিই কম্বল মুড়ি,
রাস্তার প্রাণীটা আছে কোথায়?
খবরই বা কে রাখি!
ব্যস্ত সবাই নিজের জালে,
মোবাইলের যুগে গল্প ভুলে।
সময়ের অভাবে জোরে চলি,
পিষে ফেলি।
একটা, দুটো নিরীহ প্রাণীগুলি।
বিচিত্রতা
- পার্থ সারথী মাজী
মাঝে মাঝে ভাবি, কত ছবি আঁকি।
কত না পড়ে, কত না গড়ে।
কখনো আনন্দ, কখনো হতাশ
এ বিচিত্র দেশে আমার বসবাস।
কখনো ভাবি, উন্নত আমরা এ মহা জগতে
কখনো দেখি, তিনদিন চলে এই টুকু ভাতে।
গ্রীষ্মের দুপুরে এ.সি. বিনা না চলে,
দেখেছ কি কখনো?
ফুটপাতের মোম আগুন ছাড়াই গলে।
দেখেছ কি কখনো?
এক পাতে দুই হাত।
পেট করে গোঁ গোঁ, সেই থেকে সারারাত।
বর্ষা হলে খোঁজ বৃষ্টি, বৃষ্টি তোমার রোমাঞ্চকর,
সেই বোঝে বৃষ্টি কেমন, যার পড়ে নরম ঘর।
তোমার ভাবনায় শীত মানে ভ্রমণ নিয়ে খেলা,
তার কাছে শীত হয় হাড় কাঁপুনি - জঠর জ্বালা।
ওহে গল্প সবার এক না
কারও গল্পে রাজা থাকে,
কারও গল্পে থাকে না।
No comments:
Post a Comment