পরিস্থিতির শিকার
- শিবপ্রসাদ পুরকায়স্থ
আমি যদি সোহাগ করে
এই কথাটা বলি
ফুটফুটে এক চাইছি মেয়ে
ফুটন্ত এক কলি
বলবে রে মন এতো উদার
কবেরে বাপ হলি?
সত্যি করেই বলত দেখি
নাতির কোলে নিয়ে
যে ভাবে তুমি হেঁটে বেড়াস
প্রকাশ্য পথ দিয়ে
নাতনী হলে পালটে যেতি
নতুন কথা কি হে?
লোকদেখানো বলিস কেন
সমান ছেলে-মেয়ে
আড়ালে গিয়ে মাথা ঠুকিস
থানেই নাতি চেয়ে
এমন মুখে ঝরতো হাসি
নাতনী গেলে পেয়ে?
অনেক রকম অসুবিধা
সবাই সেটা জানি
তাই অহেতুক যুক্তি টানি
মন থেকে কি মানি
তৈরি করা এইযে সমাজ
দায়ী অনেকখানি!
No comments:
Post a Comment