Friday, January 21, 2022

কবিতাগুচ্ছ - পাভেল রহমান [সেরা বাংলা কবিতা ২০২২]

[কবিতায় চতুর্থ সেরা]

[জানুয়ারি ২য় সংখ্যা] [পঠন / দর্শন সংখ্যার ভিত্তিতে বিচার]


তোমরা সবাই সৃষ্টি তাঁর

- পাভেল রহমান


যারা বিপথে, ভুলে গেছে ন্যায়, করে অন্যায় বারবার
ভুলো না বন্ধু,তোমার মত তারাও সৃষ্টি বিধাতার!
কারো প্রতি ঘৃণা নহে আর,
তোমরা সবাই সৃষ্টি তার!
তাই বিপথে যিনি, তিনিও পাত্র নহে ঘৃণার!
তোমার কাছে অনুরোধামার-
সকলের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দাও এবার।

কোনো ভান্ড নহে শূন্য

- পাভেল রহমান


কোনো ভান্ড নহে শূন্য,
খালি ভান্ডও বায়ুতে পূর্ণ!
দেখি যা শূন্য কিছু না কিছু আছেও তাহাতে,
ঘরের কোণ শূন্য হলে ভরে তা বায়ু বা ধুলাতে।
ঘরে কোণ হলে খালি
.ভরে দেয় তাহা বায়ু – ধুলোবালি।
যে নরভান্ড মনে হয় খালি আসলে তাহাও ভরা
কোনো না কোনো তত্ত্বে, তত্ত্বে সব ভান্ড ভরা।


শুভ পতন

- পাভেল রহমান


   পড়ে আছে যে ওই দূরের পঙ্ক পথে,
তারও সাথে পাঁকে নামি পাঁক হতে তারে উঠাতে।
         নিম্নে যাহার হয়েছে পতন,
       তারও সাথে করি নিম্নে গমন;
পতিতের সাথে পতিত হই পতিতকে ঊর্ধ্বে তুলিতে।
           শুধু নহে নর, শুধু না নারী 
                 অধর্মী- অত্যাচারী
পতিতকে ঊর্ধ্বে তুলিতে রাজি আমি নিজেরে নামাতে।

এই যুগের বিরোধ

- পাভেল রহমান


যুগের সাথে মিলায়ে তাল প্রায় সকলেই শোষক,
সময়ের সাথে আপোষ করে হয় অন্যায় ধারক।
       যুগের সাথে খাওয়ায়ে খাপ
         না হব আমি দংশিনী সাপ,
যে সাপ গণেশের ভার বওয়ায় দংশে মোষক।
          মন্দ আবেশে সকলে প্রায়
         মন্দের সাথে খাপ খাওয়ায়;
এই যুগের বিরোধে আমি একা এথায়, নাই সহায়ক।

সপ্তমবারে জাল বোনা

- পাভেল রহমান


কোনো চেষ্টায় হলে পরাজয়, না হলে উত্তীর্ণ
      নিজেকে ব্যর্থ ভেবে হয়ো না উদ্বিগ্ন।
             যদিও হেরেছ প্রতি ধাপে,
            জয়ী হবা তুমি শেষ ধাপে!
  আত্ম-মধ্যে হতাশাকে হতে না দিও তীক্ষ্ণ।
        যে জাল হয় না ছয় বারে বোনা,
            সপ্তম বারে হয় তাহা বোনা!
 শেষে তুমিই হবা জয়ী কাটিয়ে সকল বিঘ্ন।

বিমর্ষে সরলতার প্রকাশ

- পাভেল রহমান


   সর্ব সময় সরলতা নহে শুধু হাস্যে,
অনেক ক্ষণে বিমর্ষেও সরলতা প্রকাশে।
               তুমি, আমি ও সে
           হাস্য মানুষ ভালোবাসে,
সে সরল, সেও সরল হতে পারে যে বিমর্ষে।

পশ্চাত্তাপ

- পাভেল রহমান


তুমি যতই ব্যভিচারী ছিলে, ক্ষমা হবে সেই পাপ
তোমার পাপকে কমায়ে দেবে তোমার পশ্চাত্তাপ।
           মুছে না পূর্ণ পাপ বিগত
            তবু করো হে প্রায়শ্চিত্ত,
কিছু ছাড়া বাকি অপরাধ তাহাতে ধুয়ে যাবে হয়ত।


শব্দদ্বীপ | শুভ পতন | এই যুগের বিরোধ | জাল বোনা | বিমর্ষে সরলতার প্রকাশ | পশ্চাত্তাপ | বাংলার কবিতা | নতুন বাংলা কবিতা | জীবনের কবিতা | কবিতাগুচ্ছ | কবিতা সমগ্র ২০২২ | Bangla Kobita | Kobitaguccha | Bengali poetry | Shabdodweep | Lekhak | Kabi


পাভেল রহমান | Mizanur Rahman1 comment: