[কবিতায় পঞ্চম সেরা]
[জানুয়ারি ২য় সংখ্যা] [পঠন / দর্শন সংখ্যার ভিত্তিতে বিচার]
ভূমিসাৎ
- বিধান চন্দ্র নস্কর
আমি ভাবনা কে ভাবিয়ে নিয়েছি
ভাবনার মত ভাবিত প্রত্যয়ে।
হয়তো অর্ধেক সম্বন্ধ
লব্ধিত সীমার অলক্ষ্যে
তোমার স্বপ্নীল অবয়ব,
বার বার প্রত্যক্ষ করায়
সীমাহীন অনন্ত যাপন।
আরো একবার প্রবৃত্তির
আনাচে কানাচে,
সুখ বেদনার অন্বয়ে
প্রত্যয়ের সুস্থির মেরুতে
আনন্দ ধরা পড়ে,
অভিনব সময়ের শর্তে।
জীবন আর্ত জেনে
স্থির প্রত্যয়ে হেনে
চেতনার নিবিড় অস্থিরতায়
ভাবনার মেদহীন ভূমিতে
আরো একবার তোমাকে চাই!
প্রেক্ষিতে
- বিধান চন্দ্র নস্কর
ভাবনার রাশি থাকে জানি
অনেক না-ভাবা প্রত্যয় তবু মানি
সন্ধিক্ষণে বেবাক বোঝায়।
আজ যা-কিছু আছে,
নেই সময় দর্পণ।
টুকরো সহানুভূতি
আনুক সমর্পণ।
মিথ্যায় আকুলি
সন্তর্পণে নিজেকে নিয়ে ভাবার
অগোচরে আরো একবার
প্রেক্ষিতে অতলান্তিক ভবিতব্যের
ন্যস্ত করায়।
সুখ জানি অকৃপণ,
তবু অজানিত হতে পারে ভেবে
অপলকে চেয়ে থেকে
হাত পেতে যাই।
কোথায় পাবো তারে
- বিধান চন্দ্র নস্কর
আমি জানি আমাকে ছুঁড়ে ফেলার
কৌশল তোমার জানা।
জানা আছে কখন গোপনে
প্রশ্রয় দিতে হয়।
পাপ পুণ্য সময়ের বেদনার্ত খপ্পর
ছাড়িয়ে সম্মোহনে–
অতঃপর স্নায়বিক দুর্বলতা
একটা এসে যায়।
সীমার চিহ্নিত দর্পণে
আরো একবার মাথা নুইয়ে
প্রণাম করার আগে
ভাবতে হবে আমি ভাসবো
নাকি আনন্দে হাসবো।
পারম্পর্য
- বিধান চন্দ্র নস্কর
অনেকটা সুবিধা শেষ করে
সবেমাত্র সম্পর্কে টেনেছি,
তখন প্রত্যাশার দাপাদাপি
নিজেকে সরিয়ে নেওয়ার কথা
ভাবতেই পারিনি।
স্পর্শকাতর মন বেদনায় ভরিয়ে নিয়েছে ।
সম্ভবনার নিত্যতা নিতান্তই নিষ্প্রভ জেনে
ঘরে বাইরে দ্বিধায় গল বস্ত্র হয়েছি।
তবুও জনাতিগে প্রার্থীত প্রত্যাশা প্রহসনে
পর্যবসিত হয়েছে প্রত্যয়এর প্রাধান্যে।
শব্দদ্বীপ | ভূমিসাৎ | প্রেক্ষিতে | কোথায় পাবো তারে | পারম্পর্য | বাংলা কবিতা | কবিতাগুচ্ছ | কবিতাসমগ্র ২০২২ | আমি খুঁজে ফিরি তারে | নতুন বাংলা কবিতা | সেরা কবিতা ২০২২ | কবি ও কবিতা | কবিতার পাঠক | Bangla Kobita | Bengali Poetry | Writer | Poem | Kabitaguccha
বিধান চন্দ্র নস্কর | Bidhan Chandra Naskar
ভাল লাগল স্যার
ReplyDeleteখুব খুব সুন্দর হয়েছে ।
ReplyDeleteঅনেক ধন্যবাদ
ReplyDelete