[কবিতায় প্রথম সেরা]
[জানুয়ারি ২য় সংখ্যা] [পঠন / দর্শন সংখ্যার ভিত্তিতে বিচার]
মানবতা
- বিপাশা চক্রবর্তী
মানব ধর্ম বড় ধর্ম একথা সবাই জানেকর্ম করতে গিয়ে সবাইমানবতার কাছে হার মানে।ভিখারি যদি ভিক্ষা চায়ধনী করে তারে হীন,সেইখানেতে মানবতার হয় সমাধিন।চাষি ভাইরা কষ্ট করে ফলায় তাদের ফসল,সঠিক মূল্য পায় না কভু জীবনটা হয় বিফল।সেই ফসল নিয়ে যখন চলে কালবাজারি,খিদের জ্বালায় চাষির ছেলে তখন করে মারামারি।কম দামে কিনে ফসল বেশি দামে বেচে,মনুষ্যত্বকে বলি দেয় অহংকে যাচে ।অর্থের লোভে ভুলে যায় ধনী সম্প্রদায়,গরিবের খেয়ে তারা গাড়ি বাড়ি হাঁকায় ।অর্থই অর্থ আনে একথা সবাই জানে;কম জিনিস কিনে বেশি দামে বেচে।অর্থের নেশায় সব হয় অমানুষ,সুরা তাদের নিমেষে করে দেয় বেহুঁশ।ধরষনাদি কর্ম করে টাকা দিয়ে হয় খালাস,রাতের বেলায় তাদের হাতে থাকে মদের গেলাস।তারাই কিনা এই সমাজের সবার মাথার মনি,সকাল হতে তারাই আবার সম্মান পায় জানি।মুখোশ ধারি মুখোশ পরে করে যায় কর্ম,এটাই কি তাদের আসল মানবতার ধর্ম?অবাক হয়ে ভাবি মানবতার মূল্যটা ঠিক কি?বিজ্ঞান উন্নত হলেও মানব সমাজ আজও মনুষ্যত্ব শেখেনি।।
জলধি
- বিপাশা চক্রবর্তী
ঊষা আলোয় তব বক্ষ মাঝে তপন করে খেলা,সোনালী ঢেউয়ের আলিঙ্গন যেন, পুরুষ প্রকৃতির মিলন মেলা।তব হৃদ মাঝারে রবির কিরণ সোহাগ করে যখন, নর নারী তব দর্শনে-অধির হয়ে ওঠে তখন।ভাস্করের তেজে দীপ্ত হয়ে দেখাও তোমার শক্তি, শশধর তোমায় আকৃষ্ট করে জাগায় প্রেম ভক্তি।তোমার কাছে সবাই যায় প্রেমের পরশ পেতে,ধাক্কা মেরে দাও কেন সরিয়ে ভূমাতার আঁচলেতে?কারও ভাঙে কোমর, কারও বা লাগে হাত-পায়ে,কেউবা তোমার টানে যায় যে অতলে তলিয়ে।এক সময় ইন্দুর টান যখন যায় ধীরে ধীরে কমে,ক্লান্ত হয়ে তোমার চোখে তখন অলসতা নামে।।
লড়াই
- বিপাশা চক্রবর্তী
বিশ্ব জুড়ে চলছে লড়াই অদৃশ্য ভাইরাসের সাথে।মানব সমাজ হচ্ছে ভীতঅস্ত্র নাই কারো হাতে।
এ কেমন যুদ্ধ? হচ্ছে না রক্ত ক্ষয়!শত্রু মিত্র সবাই মিলে পাচ্ছে ভীষণ ভয়।বাজছে না দামামা ফাটছেনা বোমা,ডাক্তারের কথা না শুনে চললে;ভাইরাস করছেনা কাউকেই ক্ষমা।বিজ্ঞানীরা অস্ত্র বানাতে সদাই তৎপর,ভাইরাস ভায়া ভিন্ন রূপে হচ্ছে অগ্রসর।
রুগী বাঁচাতে ডাক্তার নার্স করছে ভীষণ লড়াই, ভাইরাস মুচকি হেঁসে বলছে দেখি তোদের কতো বড়াই।কেন এমন অভিশাপ নেমে এলো পৃথিবীর বুকে?মাস্ক দিয়ে ঢেকে রাখতে হচ্ছে আজ মানুষের মুখকে।।
প্রেমের সিন্ধু
- বিপাশা চক্রবর্তী
চোখে চোখে কথা বলা
মনের আবেগে ছুটে চলা
মিষ্টি প্রেমের মিষ্টি নেশা
জাগায় প্রেমের ভাষা।
উত্তম সুচিত্রার অমর প্রেম দেখে
নেশায় মাতি চোখে চোখ রেখে।
মনের ভাব চোখের মাঝে যায় হারিয়ে
অভিনয় জগতের সুখ বাস্তবে যায় পালিয়ে।
তাদের এই জুটি সিনেমায় দেখা যায়
অভিনয় জগতে তাদের সম কেউ নাহি হয়।
অভিনয় শেষে তারা ছিল কেবলই বন্ধু
সিনেমাতেই তারা ছিল শুধু ভরা প্রেমের সিন্ধু।
মানবতা | জলধি | লড়াই | প্রেমের সিন্ধু | বাংলা কবিতা | সেরা কবিতা ২০২২ | কবিতাগুচ্ছ | লড়াইয়ের কবিতা | মানবতার কবিতা | নতুন বাংলা কবিতা | কবি ও কবিতা | Bangla Kobita | Bengali Poetry | Poet | Kabitaguccha
বিপাশা চক্রবর্তী | Bipasha Chakraborty
Excellent
ReplyDelete