নতুন যাত্রা শুরু
- অনিন্দ্য ঘোষ
জীর্ণ পুরাতন রিক্ত বছর শেষে,
জীবন যখন জর্জরিত ক্লেশে,
ঠিক তখনি আগন্তুকের বেশে,
ধীর পায়েতে দ্বারপ্রান্তে এসে,
নতুন বছর খুললো নতুন দুয়ার,
স্তিমিত জীবনে যেন আবার এলো জোয়ার,
জাগলো প্রাণে আবার নতুন আশা,
যাত্রা শুরু নতুন করে, নতুন পথের দিশা,
পুরোনো বছর, অতীত স্মৃতি হোকনা যতই মলিন,
মহামারীর শিকল ছিঁড়ে আসবে নতুন দিন,
যাত্রা শুরু নবরূপে পেরিয়ে বাধার সারি,
মনে প্রত্যয় বাধার কাছে কিছুতে যেন না হারি,
হে করুণাময় দাও গো আশীষ ভুলে পুরাতন ক্ষত,
নবজীবনের অসীম আনন্দে তোমাতেই থাকি নত,
এ নতুন দিন আনুক জীবনে নতুন সূর্যালোক,
এই আগামীতে বসুন্ধরায় সবটুকু ভালো হোক ।।
Awesome
ReplyDeleteMugdho sir
ReplyDeletekhub sundar
ReplyDeleteখুব সুন্দর হয়েছে৷
ReplyDelete