Monday, December 20, 2021

বাঁচার মূলমন্ত্র - জয়নাল আবেদিন [ছবি দেখে লেখা - পর্ব ১০]

বাঁচার মূলমন্ত্র

- জয়নাল আবেদিন


আমি একান্ত ভাবে নিজের মতো করে
বাঁচতে চাই। যেমন পাহাড় চূড়া -আকাশ
ছোঁয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে
কারো কাছে মাথা নত করে না, তার কাছে গিয়ে
তার আত্মসম্মান টা ছুঁয়ে দেখে আসতে হয়।
মাথা উঁচু করে বাঁচতে শেখার মূলমন্ত্র
কেমন ভাবে তার করায়ত্ত।

আমি একান্ত ভাবে নিজের মতো করে
বাঁচতে চাই। ঠিক যেমন সাদা পেঁজা
তুলোর মতো মেঘ গুলো আকাশ জুড়ে
নানান রকমের ছবি হয়ে ভেসে বেড়ায়,
বৃষ্টি হয়ে ঝরে পড়তে কোন দায় থাকে না।

আমি একান্ত ভাবে নিজের মতো করে
বাঁচতে চাই। যেমনটা সাগরের বিশাল 
বিশাল ঢেউ তুলে- এগিয়ে আসতে আসতে
কত ঢেউ পথেই মিশে যায়।
তীরে পৌঁছানোর জন্য সব ঢেউয়ের জন্ম হয় না।
বা, পৌঁছনোর দায়টাও তাদের থাকে না।

আমি একান্তভাবে নিজের মত করে
বাঁচতে চাই। কিভাবে বাঁচতে হয় শিখতে চাই।
মরার মতো বেঁচে থাকার জন্য -
পৃথিবীর ছোট্ট পরিসর টুকুও
আগলে রাখতে চাই না ।

No comments:

Post a Comment