Friday, December 17, 2021

গল্প দাদুর আসরে - কুহেলী দাশগুপ্ত [ছবি দেখে লেখা - পর্ব ৭]

গল্প দাদুর আসরে

- কুহেলী দাশগুপ্ত 


 বাছার পাড়ায় মঙ্গলা দাদুর পরস্তাব (গল্প) আসরের ভারী কদর। ইস্কুল ছুটি থাইকলে পোলাপাইন হগ্গলে দাদুর দ্বারে যায় খালি জ্বালাতি থাহে,"একখান পরস্তাব কওছেন(বল)দাদু"।মঙ্গলা বুড়ারে ব্যাবাক মাইনষে চিনে । পুরাকালের মানুষ। দাদু মাদুর বিছাইয়া গাছর ছাওয়ায় বইয়া তামুক হাতে করি কইতে থাকে,"আইজ তগো হার্মাদগো কথা কমু। হেই একদিন আছিল। মুই জম্মাইনি। মুর বাপও জম্মায়নি। মুর ঠাওরদা সোমত্ত জোয়ান আছিল।অ্যাই দ্যাশখান রাজা বাদশাহ চালাইত।রাজাগো অ্যাত্ত অ্যাত্ত সোনাদানা, মানিক্য আছিল।  ওই মন্দির গুলান দ্যাখস না!হেই গুলার ঠাওরের বেদীর তলায় সোনা দানা পুঁতি রাখত হগ্গলে।বড় বড় জাহাজ করি সমুদ্দুর ,নদী পার করি হার্মাদের দল আইতো। তারা আছিল জলদস্যু।" খেন্তি না বুঝতি পারি কয় ,"জলদস্যু কি দাদু?"

--"খাড়া, কইতাছি তাগো কতা। তাগো মাইনষে হার্মাদ কইতো।হেরা ছিল অত্যাচারী। হার্মাদ আইয়া  হগ্গলের ব্যাবাক কিছু লুইট্যা লইত।আমাগো গেরামে ও তারা আইছিল। অই পোড়া মন্দিরখান দ্যাখস, ওহানে লুটতি আইছিল। হার্মাদ আইয়া লুট করি ঘর বাড়ি জ্বালাইয়া থুইতো। দূর থন তাগো জাহাজ  পাল দেখা দিলে  বউ ঝির দল ছাওয়াল গো লইয়া লুকাইয়া থাইকত। । মুর ঠাওরদার ম্যালা সাহস আছিল । ওই মন্দির খান আছিল শিব মন্দির।  একবার হইল কি, রাতের  আন্ধারে দূর থেইক্যা পাড়ার মাইনষে ট্যার পাইলো কিছু হইতে পারে। একজন গাছত উডি দ্যাহে দূর থেইক্যা তাগো জাহাজ আবছা নজর আয়ে। হে আইয়া হগ্গলরে সাবধান কইরল। কিছুদিন আগে তারা কিছু মাইনষেরে লইয়া গেছিল। হুনছি তারা দাস বানাইতো,অত্যাচার কইরত। মুর ঠাওরদা হগ্গলরে জঙ্গলর রাস্তা দিয়া পলাইতে কইয়া মন্দিরে লুকাইয়া আছিল।  ব্যাবাকে পলাই গ্যালে ঠাওরদা জঙ্গলে আওন ধরাই দিছিল। দাউ দাউ করি জঙ্গল জ্বলে আর ঠাওরদা শিব মন্দিরে রাতভর  লুকাইছিল।  বিয়ানে তাগো জাহাজ আর দ্যাহা যায় নাই।  হেইবার হগ্গলে বাঁচি গেল। কিছুকাইল বাদে তারা আবার  আইছিল।"
পোলাপাইন অবাক চক্ষে মঙ্গলা দাদুর পরস্তাব হুনি যায়।

দাদু কইতি থাহে," হেইবার  বহুত মাইনষেরে তারা ফিডাতি ফিডাতি লই গ্যাছিল। তাগো কুনো আর খোঁজ মিলে নাই। হেই দলে মুর ঠাওরদার বাপ ও আছিল।মন্দিরে লুকান ব্যাবাক সোনাদানা লুঠ হইছিল। হক কথা হইল গিয়া বন্দরের কাছাকাছি থাওন যাইতো না। হের  পর ব্যাবাক মাইনষে বসতবাড়ি ছাড়ি পলায়ছিল।  ঠাওরদা মা ভাই বুইন লইয়া মামাগো দ্বারে  আছিল "। পরস্তাব হুনি কিছু পোলাপাইনের চোখ ছলছলাইয়া ওঠে।

No comments:

Post a Comment