চায়ের কাপটা
- জয়নাল আবেদিন
ধোঁয়া ওঠা চায়ের কাপটা
তখনো ডাইরির পাতার
উপর চুপচাপ।
শীতের সকালে এমন চায়ে
চুমুকের পর চুমুক দিতেন
অংকের স্যার দীননাথ ।
ডায়েরির পাতা ভরতো
কলমের আঁচড়ে। একের পর এক
শব্দ জমাট বাঁধতো পাতা জুড়ে
হয়ে উঠতো অনবদ্য একটা কবিতা।
অথচ আজ, কয়েক চুমুক চা
মুখে নিয়ে, ভরা কাপটায়
ধোঁয়া ওঠা ক্রমশ বন্ধ হতে চলেছে।
মাফলারটা ডাইরির পাতা ছুঁয়ে
আগলে রেখেছে সদ্য লেখা কবিতাটা।
বারকয়েক চোখ বুলিয়ে গেছে
ঘরটায় মধুমিতা দেবী, চা শেষ
হয়েছে কি না । চেয়ারে হেলানো পিঠ
চোখ বুজে কি যেন ভাবছেন তিনি।
দীর্ঘদিনের এই এক অভ্যাস, অগোছালো
শব্দ গুলোকে গোছাতে চিন্তামগ্ন -
মনে থাকে না চায়ের কথা।
ছায়ে আর চুমুক দেওয়া হলো না
স্যারের। ডাইরির পাতায় আর
কোনদিন লিখবেন না কবিতা,
সবকিছুর যবনিকা আজ সকালে
অংকের স্যার দীননাথের ।
No comments:
Post a Comment