ডায়েরি লেখা
- দীপঙ্কর সাহা
ডায়েরি লিখতে বসে
বিরক্ত হয়ে শেষে
মন করে আনচান
চা চা করে প্রাণ
রান্নার গ্যাসটা
জ্বালিয়ে ডেচকিটা
দিলাম তো চাপিয়ে
কাপ মেপে জল নিয়ে
চা পাতা, চিনি দিয়ে
লাল চা বানিয়ে
বসলাম কাপটা
হাতে নিয়ে একটা
যেই দিয়েছি চুমুক
মন হলো উন্মুখ
ফির বসি লিখতে
ডায়েরির পাতাতে
ঝরঝরে মনে ফের
হলো শুরু লেখা ফির
ডায়েরির পাতাটা
ভরে যায় খাতাটা।
No comments:
Post a Comment