Wednesday, December 15, 2021

আগামী দিনের ভরসা - সুভাষ নারায়ণ বসু [ছবি দেখে লেখা - পর্ব ৫]

আগামী দিনের ভরসা

- সুভাষ নারায়ণ বসু


একটি গাছ একটি প্রাণ
চারাগাছটি দেখে ভরেছে পরাণ
এই গাছই বড় হয়ে একদিন
শাখা প্রশাখা বিস্তার করে
হবে মহীরুহ বৃক্ষ সমান ।
হয়তো বা গুচ্ছে গুচ্ছে ফুটবে কতো ফুল
ঢেলে দেবে মর্মের সুগন্ধ
কতো পাখির হবে আশ্রয়স্থল
গড়বে তারা আপন নীড়
এই শিশু চারাগাছের শাখা প্রশাখায়
তাদের কল কাকলীতে ভেসে আসবে
না জানি কোন সুর ছন্দ ।
হয়তো কোন প্রখর গ্রীষ্মের দুপুরে
শ্রান্ত ক্লান্ত পথিকের মাথায়
ছাতার মতো বিরাজ করে
দেবে শান্ত শীতল স্পর্শ
এর পদতলে ক্ষণিক বিশ্রামে
জাগবে পথিকের মনে
পরম শান্তির হর্ষ ।
পরিবেশ দূষণ রোধে আগামীদিনে
এই দেবে মূল ভরসা
মুক্ত বায়ু সেবন করে
মানুষ পাবে বাঁচার আশা ।
চির শ্যামল সবুজায়ন
ভরে যাবে দু'নয়ন
মানুষ ও প্রাণীকুলের তরে
ছড়িয়ে দেবে স্নেহ ভালোবাসা ।

No comments:

Post a Comment