উদ্ভিদ
- শ্যামল চক্রবর্ত্তী (সবুজ)
সুষ্ঠুভাবে লালন পালন রবির কিরণ মুখ্য লাগে
জল আর অক্সিজেনে শরীর গঠন পর্যাপ্ত প্রয়োজন।
ভবিষ্যতের কাজ করো সময় তোমায় দেখবে জানো।
সবুজ হবে বিশ্বময় দুশ্চিন্তা চাহিয়া থাকবে না।
বাঁচবে তোমার ভবিষ্যৎ ,টিকিয়ে রাখুক সবুজ গাছ।
পূর্ণ বিকাশ ঘটায় তুমি ,তাইতো সময় আসবে জানি।
ভাগ্য তুমি নিজেই গড়, সবুজ গাছ রোপণ করো।
লক্ষ্য নজর রাখলে পরে সুস্থ জীবন ধন্য হবে।
নির্মল মুক্ত হবে পরিবেশ একটা সবুজ উদ্ভিদ এই বেশ।
সীমাহীন প্রদান উদ্ভিদে হিসেব কষা কখনো হবে না শেষ।
ক্লান্ত পথিক তরুতলে আশ্রয় নেয় ভাব কি তখন?
অমূল্য অক্সিজেন উৎস মোদের সবুজ ঐতো সবুজ।
কাঠের চাই দাও উদ্ভিদের জুড়ি মেলা ভার।
জীবনের বেঁচে থাকার খাবারের চাহিদা তোমাকেই চাই।
ফল কেন শাকসবজিতে ও তোমাকে চাই।
মহৌষধি মনে করিয়ে দেবে তোমাকে চাই।
তোমাকে চাই এক কদম এগোতে পারবে না ।
নীড় কত আছে তাতে বলার অপেক্ষা রাখে না তো।
পুষ্পরাজি শোভাবর্ধনে তোমাকে চাই।
ভাবার কি অবকাশ আছে খাতার পাতা ভরে যাবে।
আবার তো তুমিতো শক্তির উৎস আছো।
No comments:
Post a Comment