প্রাণ অফুরান
- প্রবোধ কুমার মৃধা
জগতে প্রাণের উৎস চির বহমান,
ঝড়-ঝঞ্ঝা বজ্রপাতে
নাহি তার ক্ষয়।
সূর্য তারে আলো দেয়,বায়ু দেয় বল।
যত প্রতিকুল হোক আত্ম পরিবেশ,
তবু তার মাঝে তোলে মাথা,
উঁকি দেয় প্রাণের অঙ্কুর,
সগৌরবে ঘোষে তার বিজয় বারতা।
পাষাণের বুক চিরে জেগে ওঠে প্রাণ।
দুস্তর মরুর বুকে, অক্লান্ত প্রবাহে
ফুটে ওঠে দৃপ্ত মরূদ্যান।
অতল বারিধি বক্ষে, শূন্যে শৈলচুড়ে
কত প্রাণ নিত্য ঝরে, নিত্য দেখা দেয়
নবীন প্রাণের ধারা উজ্জ্বল আভায় ।
বুদবুদ মিলায়ে যায় জলের মাঝারে,
তবু বারে বারে জেগে ওঠে পুন।
কালের করাল গ্ৰাস পারেনি রুধিতে,
কাল জয়ী প্রাণের মহিমা, অক্ষয়, অব্যয়।
কত কীর্তি, কত ইতিহাস, বিলুপ্ত হয়েছে বিশ্বে,
সময়ের ধ্বংসস্তূপে হয়েছে বিলীন।
তারি মাঝে এক মাত্র মৃত্যুঞ্জয়ী প্রাণ,
মহান গৌরবে গাহে জীবনের জয়।
No comments:
Post a Comment