যত্নের ফল
- পরাগ ভট্টাচার্য্য
একটি গাছের চারা উঠছে বেড়ে
কে লাগিয়েছে, দেখেছে কি কেউ?
কারুর অযত্নে ফেলা বীজ থেকেও হতে পারে,
কিংবা ছুড়ে দেওয়া ফল
নষ্ট মনে করে বা স্বাদহীন বলে!
কত বীজ পরে থাকে মাটিতে, গাছ কি হয়?
হলেও কি বেঁচে থাকে?
থাকলেও, বড় কি হয়ে উঠতে পারে?
আগে তো মাটিকে তৈরি করতে হয়
নতুন মাটির সাথে মিশিয়ে দেয় সার
যেমন লাগায় গাছ, তেমনি মিলিয়ে নেয়
দিতে হয় জল, লাগবে যতখানি ,
তবুও কি বলতে পারি ? চারাগাছটা বাঁচবেই,
বলতে পারি ? সঠিক ভাবেই বাড়বে,
বলতে পারি ? ফুলে ফলে ভরবে,
অনেক কিছুই পারি না, চেষ্টা করি
স্বপ্ন দেখি, একদিন মনের মতো হবে!
এসবের পাশাপাশি থাকে প্রতিদিনের যত্ন
চারা থেকে গাছ হয়ে উঠতে ফলন্ত,
এতদিনের পরিশ্রমের ফল তখনই পাব
চারা থেকে গাছটি সত্যি বড় হবে
যার ছায়ায় দশটি সুস্থ গাছ, আবার জন্ম নেবে।
ব্যতিক্রমী ঘটনাগুলো থাকবে
নিদর্শনের জন্য, স্বস্তির জন্য নয়
ইট পাথরের মাঝেও বিশাল গাছ হয়
হঠাৎ একটা গাছ নিঃশব্দে শুকিয়ে যায়,
সাধারণ কোনও ঘটনার সাথে
যাদের কখনও মেলানো যায় না।
No comments:
Post a Comment