দুটো কচি পাতা
- জয়নাল আবেদিন
ছোট্ট সোনা টা যেদিন
দুটি হাত তুলে,
আমাকে আকৃষ্ট করেছিলো
কাছে আসার জন্য।
সেদিনটা আমার কাছে
মা হওয়ার পরিপূর্ণতা
এনে দিয়েছিলো।
মাটি ফুঁড়ে কচি পাতা
দুটো, ডানা মেলেছে
প্রকৃতির কাছে।
গ্ৰহন করো আমায়
আমি নব প্রজন্ম,
তোমাদের ক্ষতি টুকু নিয়ে
যা ভালো কিছু তা
উপহার দেবো। এটা আমার
জন্মগত অঙ্গীকার।
আমার ছোট্ট সোনা টা
দেশের ভবিষ্যৎ নাগরিক,
তার জীবন গড়ে ওঠার
পথ সুগম হবে-
দেশেরই সহায়তায় ।
বড় কিছু হওয়ার
ভালো কিছু করার,
আশার বীজ বপন করো।
ছোট কচি দুটো
হাতে - পাতায়।
আকাঙ্ক্ষা পূরণ হবার
পথ তৈরি হবে তখন ।
No comments:
Post a Comment