অঙ্কুরিত হয়ে
- গৌতম তালুকদার
অঙ্কুরিত হয়ে বৃক্ষ শিশু জন্ম নিলো
মাটি ভেদ করে প্রকৃতির বুকে
বনবিবির কোমল হৃদয় জুরে;
ওরা যেন প্রহরী সকল প্রাণীর কল্যাণে।
ওরা বড় হবে ছড়াবে ডাল পালা
প্রাকৃতিক দুর্যোগ বরণ করে নেবে
ছড়াবে অক্সিজেন বাতাসে বাতাসে
ওরা প্রতিজ্ঞা বদ্ধ ঈশ্বরের আদেশে।
ওরা জানে না হানা হানি রাহা জানি
জানে কেবল ভূমন্ডলের মঙ্গল কামনা
ওরা তো প্রতিদানে কিছুই চায় না তবু
দিতে কৃপণ নয় আপনারে আহুতি।
আমাদের আছে প্রাণ ওদেরও আছে
একথা প্রমাণ তো করেছেন গুনি জনে।
প্রয়োজন ফুরিয়ে গেলেই কড়াতে কাটি
আগুনে পোড়াই ছুড়ে ফেলি জঞ্জাল ভেবে।
নিথর শিরের খন্ড খন্ড অংশে সাজাই গৃহ
প্রকৃতি চন্ডাল হলে ওদের করি ঢাল
আদিম যুগে পূর্ব পুরুষ শীত নিবারণে,
লজ্জাও ঢেকেছে ওদের ছাল বাকলে।
তবু করেনা করতেও জানেনা প্রতিবাদ
জন্ম জীবের সেবায় দিতে বলিদান
নস্যর এ দেহের ওরা এক মাত্র সঙ্গী
চিতা জ্বালায় আপনাকে পুড়িয়ে পুড়িয়ে।
No comments:
Post a Comment