Tuesday, December 14, 2021

গোলাপ মাহাত্ত্ব - গৌতম তালুকদার [ছবি দেখে লেখা - পর্ব ৪]

গোলাপ মাহাত্ত্ব

- গৌতম তালুকদার


লাল গোলাপের পাপড়িতে
শিশির ফোটা সাজিয়ে 
কালো মেয়ের চোখেতে 
আকাশ কুসুম স্বপ্ন ভাসে।

বাগান ভরা লাল গোলাপ
বসন্ত বাতাসে   
সকাল বিকেল দোলে দোদুল
ভ্রমরা করে গুন গুন।

প্রথম প্রেমের প্রথম উপহার 
লাল গোলাপ ফুল 
বই এর পাতায় লুকিয়ে রেখে
বুক করে দুরদুর।

প্রেমিক হৃদয়ের চাওয়াতে
লাগে কাঁটার আঘাত 
তবু তো লাল গোলাপ 
এতো প্রিয় সবার।

উদ্যানে উদ্যানে গোলাপের মেলা
কতো শত মন-ময়ূরী করে খেলা
গোলাপের মাহাত্ত্ব ঘরে ঘরে
ফুলশয্যায় গোলাপ প্রেমময়।

No comments:

Post a Comment