Monday, December 13, 2021

আসমান - শ্যামল চক্রবর্ত্তী (সবুজ) [ছবি দেখে লেখা - পর্ব ৩]

আসমান

- শ্যামল চক্রবর্ত্তী (সবুজ)


আসমানে জমে মেঘ মন হয় আনমনা।
কালো আর সাদা মেঘে গাংচিল উড়ে যায়।
বলে যায় কত কথা তাই মন উতলা।
চেয়ে থাকি তোরই পানে আয় মেঘ আয়না।
যাবো ভেসে তোরই সনে মন আর সয়না।
মনে আছে জমা কথা দয়া করে শোন না।
হাত নেড়ে বলে কথা নয় আমি একলা।
জানো না তো ঐক্যের আছে কত শক্তি।
একসাথে ঘনীভূত এনে দেবো বৃষ্টি।
ভরে যাবে মাঠ-ঘাট চাষবাস শ্যামলে।
শান্তির দূত হবো মেঘ আমি গাংচিল।
উড়ে যাব অন্তরে প্রেম হবে শান্তির।
জগতের ক্রন্দন মুছে দেবো এমনি।
অর্থের চাহিদা থাকবে না কখনো।
নীলিমায় নীল কেন  করে মন প্রশ্ন ।
মন তাই উতলা খুঁজে মরে উত্তর।
আসমান অসীমে পাবেনা  নাগালে।
হৃদয়ের আসমান করো তুমি প্রশস্ত।
মানবতা সৃষ্টি হবে এই সমাজে।
পৃথিবীর জনগণ এক হবে মন প্রাণ।

No comments:

Post a Comment