এমন নীলিমায়
- গৌতম তালুকদার
নীলাভ মেঘ ভেসে চলে সাদা বকের ডানায়-
গোধূলির আকাশ পানে চেয়ে মনটা যে হারায়।
আমি যদি পাখী হতাম থাকতো যদি দু'টি ডানা
উড়াল দিতাম ভুবন ডাঙ্গায় শুনতাম না মানা।
শরৎ এর আকাশকে দেখি শোলার মুকুট পরে,
কাশফুলেদের হাত ছানি দেয় মেঘ মল্লার দেশে।
এমন ছন্দ বাতাস জুড়ে পাতার ফাঁকে ফাঁকে
আকাশ দেখি ওদের ছুঁতে নেমেছে নদীর বাঁকে।
ঈশ।আমি যদি হতাম পাখী ,থাকতো দু'টি ডানা
উড়ে যেতাম স্বপ্নলোকে মুক্ত মনের হত জানা।
এমন অসীম দিগন্ত দেখে ঘর যেন আমার মনে
বন্দি একটা লোহার তৈরি ছোট জেলখানা!
সুনীল আকাশ মুক্ত বাতাস আর মনমোহিনী রূপ
সন্ধ্যা বেলায় পবন পুত্র ছড়িয়ে দেয় সুগন্ধী ধূপ।
মাঝে মাঝে নীলাম্বরে হরেক পাখির আনাগোনা
ফিরে এসে গাছের ডালে বানায় ওদের আস্তানা।
তুলোর মতো ভাসে মেঘ ছড়িয়ে আকাশ গঙ্গায়
ওদের পায় নেইকো শিকল নেই শাসন দরজায়।
এমন নীলিমায় আমিও যে দিন যাবো হারিয়ে
কল্পলোকের আকাশ তুমি দিও হাত বাড়িয়ে।
No comments:
Post a Comment