অভিনয়
- পরাগ ভট্টাচার্য্য
আকাশের নীল রঙ জানান দেয়
তার গভীরতা,
দিব্যজ্ঞানীর মত
শান্ত, নির্বিকার, সহ্যশীল
বিশাল পরিধি, উজ্জ্বল তার রূপ
শুধু দেখানোর জন্য নয়,
অনুভব করার জন্য
রক্ষা করার জন্য
বলার জন্য, জ্ঞানের কোন সীমানা নেই
যার প্রকাশে কোনো অভিনয় লাগে না,
কখনও চেষ্টা হয়
ঢেকে দিতে, কেড়ে নিতে তার ব্যাপ্তি
তবে সাময়িক,
যখন মেঘের দল বিছিয়ে দেয় মিথ্যার অহংকার
ভীত হয়ে পেড়িয়ে যেতে যেতে
উন্মাদের মত করে আক্রমণ
বজ্র বিদ্যুতের প্রগলভতায়
বৃষ্টির তীক্ষ্ণ বাণে ধ্বংসের বীজ রোপণের চেষ্টায়
কখনও রেখে যায় চরম নৃশংসতা
তবুও পারে না, ছেড়ে যেতে হয়,
নীল আকাশ আবার সৃষ্টির উল্লাস এনে দেয়।
No comments:
Post a Comment