শালিক পাখি
- মোঃ আসাদুজ্জামান আসলাম
শালিক পাখিটা হা করে আছে
খাবারে আশায়
তবে খালি মাঠে নেই যে খাবার
আছে হতাশায়।
খাবার হয়তো ছিলো এখানেই
এখন যে আর নেই
বাজপাখিটা সব খেয়েছে গিলে
অন্যরা পায় নাই।
শালিক পাখিটা ছোটো বলেই
চেয়ে আছে দিক
বাচ্চারা সব না খেয়ে যে বলে
সমাজের নেই ঠিক।
পাখিটা দাঁড়িয়ে আছে স্থির
মালিকের আশায়
উনি যদি খাবার পাঠান তবে
ফিরিবো বাসায়।
বাচ্চা সবাই খাবার পেয়ে হবেন
অনেক স্ফূর্তি
শান্তিতে আবার ঘুমাবে তারা
মায়েরও তৃপ্তি।
No comments:
Post a Comment