Sunday, December 26, 2021

স্বর্গীয় - পরাগ ভট্টাচার্য্য [ছবি দেখে লেখা - পর্ব ১৬]

স্বর্গীয়

- পরাগ ভট্টাচার্য্য


নদীর তীরে, পাথরের উপর চলতে চলতে
কেন জানি মৃত্যুর কথা মনে পরে,
পাহাড় পর্বতের চড়াই উৎরাই, কঠিন জীবনের কথা
অথচ, সেই পাথরের মাঝেই জমে থাকে জল
পাথর চিরেই  নেমে আসে কত নদ নদী
প্রবল জলধারা নীচে নিয়ে আসে পাথরখন্ড
সাথে নিতে চায় জীবনসঙ্গীকে
কিন্তু পারে না,
অস্বীকার করে না ডাক দিগন্তের
চলার পথে রেখে যায় চিহ্নগুলো, অনিচ্ছায়,
দিনের পর দিন অজানা আফসোসে 
ক্ষয় পায় পাথরের বড় বড় চাঁই
ছোট ছোট পাথরগুলো বয়ে যায়
নদীর জলের বিভিন্ন নাচের ভঙ্গিমায়
পরিণত হয় স্বর্গীয় আনন্দের অনুভূতির আশ্রয়
কিছু কিছু করে রেখে যায় পথে
হেঁটে যেতে, মনের গভীরে এক অপূর্ব প্রেম কাহিনী
নির্জীব কিন্তু জীবনের থেকেও সজীব ,
হাঁটতে হাঁটতে পায়ের পাতা ভেজার সাথে
অদ্ভুত এক ভালোলাগা জড়িয়ে ধরে
পেতে ইচ্ছে করে সমগ্র মন শরীর দিয়ে
অক্লান্ত, বৈচিত্র্যময়, বহমান নদীর জল।

No comments:

Post a Comment